ETV Bharat / state

স্বামী জঙ্গি ! মানতে পারছেন না আবদুল বারির বিবি - STF arrest two Jamat terrorist Nizamuddin and Abdul Bari from North Dinajpur

STF-এর হাতে ধৃত আবদুল বারি ইটাহার থানার কাশিমপুর গ্রামের বাসিন্দা ৷ ইটাহারে একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে কাজ করত । কিন্তু, সে যে জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল তা মানতে পারছেন না স্ত্রী মাইনুরা বিবি ৷

আবদুল বারির স্ত্রী
author img

By

Published : Sep 4, 2019, 5:13 AM IST

Updated : Sep 4, 2019, 7:52 AM IST

রায়গঞ্জ, 4 সেপ্টেম্বর : স্বামী জঙ্গি মানতে পারছেন না বিবি ৷ বাড়ির ছেলে যে জামাত-উল-মুজাহিদিনের উত্তর দিনাজপুর মডিউলের পান্ডা তা বিশ্বাস করতে পারছেন না পরিবারের অন্যরাও ৷ ধৃত আবদুল বারির মামা মোসারফ হোসেন বলেন, "আমার বিশ্বাস হচ্ছে না ও জঙ্গি ৷ আমার তো মনে হচ্ছে ফেঁসে গেছে ৷ "

আরও পড়ুন : নিজামউদ্দিনের ডাক্তারির পিছনে চলত মগজধোলাই, বারির ল‍্যাবের আড়ালে কী?

জামাত-উল-মুজাহিদিনের দুই সক্রিয় সদস্য নিজামউদ্দিন ও আবদুল বারিকে গতকাল মালদার সামসি থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল টাস্ক ফোর্স ৷ আবদুল উত্তর দিনাজপুরের ইটাহার থানার কাশিমপুর গ্রামের বাসিন্দা ৷ ইটাহারে একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে কাজ করত সে । প্রায় 9 দিন ধরে সে নিখোঁজ ছিল বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন ৷ ইটাহার থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল ।

আরও পড়ুন : উত্তর দিনাজপুরেও জামাত মডিউল ! মালদা থেকে গ্রেপ্তার 2 জঙ্গি

সূত্রের খবর, বহুদিন ধরেই জঙ্গি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নিজামউদ্দিন ও আবদুল বারি ৷ জামাত-উল- মুজাহিদিনের আমের সালাউদ্দিনের কাছ থেকে নির্দেশ এসেছিল উত্তর দিনাজপুর জেলায় মডিউল তৈরি করার । এই মডিউলের সঙ্গে যোগাযোগ রাখত জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার আমের ইজ়াজ়ও । নিজামউদ্দিন ও আবদুল বারি এলাকার যুবকদের টার্গেট করত ৷ দাওয়াতে ডাকত ৷ সুযোগ পেলেই করত মগজ ধোলাই ৷

আবদুল বারির আত্মীয় ও বিবির বক্তব্য

যদিও স্বামী যে গোপনে জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছে তা টের পাননি মাইনুরা বিবি ৷ বলেন, "এখনই শুনলাম, ছবিতে দেখলাম স্বামী ধরা পড়েছেন ৷" যদিও কী কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে তা তিনি জানেন না বলেই দাবি করেছেন ৷ মোসারফ হোসেন বলেন, "এরকম কোনও কাজের সঙ্গে সে জড়িত থাকতে পারে বলে আমার মনে হয় না ৷ আমার বিশ্বাস হচ্ছে না ৷ কারণ আগে কোনও প্রমাণ পাইনি ৷" কেউ ষড়যন্ত্র করে আবদুলকে ফাঁসিয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের ৷

রায়গঞ্জ, 4 সেপ্টেম্বর : স্বামী জঙ্গি মানতে পারছেন না বিবি ৷ বাড়ির ছেলে যে জামাত-উল-মুজাহিদিনের উত্তর দিনাজপুর মডিউলের পান্ডা তা বিশ্বাস করতে পারছেন না পরিবারের অন্যরাও ৷ ধৃত আবদুল বারির মামা মোসারফ হোসেন বলেন, "আমার বিশ্বাস হচ্ছে না ও জঙ্গি ৷ আমার তো মনে হচ্ছে ফেঁসে গেছে ৷ "

আরও পড়ুন : নিজামউদ্দিনের ডাক্তারির পিছনে চলত মগজধোলাই, বারির ল‍্যাবের আড়ালে কী?

জামাত-উল-মুজাহিদিনের দুই সক্রিয় সদস্য নিজামউদ্দিন ও আবদুল বারিকে গতকাল মালদার সামসি থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল টাস্ক ফোর্স ৷ আবদুল উত্তর দিনাজপুরের ইটাহার থানার কাশিমপুর গ্রামের বাসিন্দা ৷ ইটাহারে একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে কাজ করত সে । প্রায় 9 দিন ধরে সে নিখোঁজ ছিল বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন ৷ ইটাহার থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল ।

আরও পড়ুন : উত্তর দিনাজপুরেও জামাত মডিউল ! মালদা থেকে গ্রেপ্তার 2 জঙ্গি

সূত্রের খবর, বহুদিন ধরেই জঙ্গি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নিজামউদ্দিন ও আবদুল বারি ৷ জামাত-উল- মুজাহিদিনের আমের সালাউদ্দিনের কাছ থেকে নির্দেশ এসেছিল উত্তর দিনাজপুর জেলায় মডিউল তৈরি করার । এই মডিউলের সঙ্গে যোগাযোগ রাখত জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার আমের ইজ়াজ়ও । নিজামউদ্দিন ও আবদুল বারি এলাকার যুবকদের টার্গেট করত ৷ দাওয়াতে ডাকত ৷ সুযোগ পেলেই করত মগজ ধোলাই ৷

আবদুল বারির আত্মীয় ও বিবির বক্তব্য

যদিও স্বামী যে গোপনে জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছে তা টের পাননি মাইনুরা বিবি ৷ বলেন, "এখনই শুনলাম, ছবিতে দেখলাম স্বামী ধরা পড়েছেন ৷" যদিও কী কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে তা তিনি জানেন না বলেই দাবি করেছেন ৷ মোসারফ হোসেন বলেন, "এরকম কোনও কাজের সঙ্গে সে জড়িত থাকতে পারে বলে আমার মনে হয় না ৷ আমার বিশ্বাস হচ্ছে না ৷ কারণ আগে কোনও প্রমাণ পাইনি ৷" কেউ ষড়যন্ত্র করে আবদুলকে ফাঁসিয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের ৷

Intro:রায়গঞ্জ, ০৩ সেপ্টেম্বরঃ- ধৃত জে এম বি জঙ্গি আবদুল বারির পরিবার বিশ্বাসই করতে পারছেন না যে তাদের বাড়ির ছেলে এমন কাজের সাথে যুক্ত। তাদের ঘরের ছেলে জামাত-উল- মুজাহিদিন জঙ্গিগোষ্ঠির পান্ডা হলেও উত্তর দিনাজপুর জেলার ইটাহারের কাশিমপুরের বাসিন্দা ওই জঙ্গির পরিবারের পক্ষে না মেনে নেওয়া দুষ্কর হয়েছে। এস টি এফ এর জালে ধরা পরার খবর পেয়ে শোকে মুহ্যমান ধৃত জঙ্গি আবদুল বারির স্ত্রী। খবর ছড়িয়ে পড়তেই কাশিমপুর গ্রামে দেখা দিয়েছে চাপা আতঙ্ক।পাশাপাশি ওই এলাকায় তাদের সামনে থেকেও কীভাবে এমন এক কাজের সঙ্গে তাদের চেনা মানুষটি জড়ালো তাই নিয়েও চিন্তিত এলাকাবাসী।

জে এম বি জঙ্গি সংগঠনের দুই সক্রিয় সদস্যকে মঙ্গলবার মালদার সামসি থেকে গ্রেপ্তার করেছে এস টি এফ। ধৃতদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এলাকায়। ধৃত জঙ্গিদের মধ্যে একজনের নাম আবদুল বারি। আবদুল বারি ইটাহার থানার কাশিমপুর গ্রামের বাসিন্দা। আবদুল ইটাহারে একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে কাজ করত। পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ প্রায় ৯ দিন ধরে নিখোঁজ ছিল আবদুল বারি। পরিবারের পক্ষ থেকে ইটাহার থানায় একটি মিসিং ডায়েরিও করা হয়েছিল।
কিন্তু আবদুল বারি ও তার সঙ্গি নিজামুদ্দিন উত্তর দিনাজপুর জেলার ইটাহারের এই দুই বাসিন্দা আদতে বহুদিন থেকেই জঙ্গি সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, জামাত-উল- মুজাহিদিনের আমের সালাউদ্দিনের কাছ থেকে নির্দেশ এসেছিল উত্তর দিনাজপুর জেলায় মডিউল তৈরি করার। এই মফিউলের সাথে যোগাযোগ রাখত জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার আমের ইজাজও। উত্তর দিনাজপুরের এই মডিউলের দুই পান্ডা হল ইটাহারের আবদুল বারি ও নিজামুদ্দিন। এলাকার টার্গেট করা যুবকদের জেহাদের দাওয়াত দিয়ে তাদের মগজ ধোলাই করে তাদের জঙ্গির খাতায় নাম লেখাত আবদুল বারি ও নিজামুদ্দিন।
এদিকে স্বামী আবদুল বারি যে এতবড় একটি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থেকে গোপনে এইসব কাজ করছে তার বিন্দুবিসর্গ জানতে পারেননি তার পরিবারের লোকেরা। ধৃত জঙ্গি আবদুল বারির মামা মোসারফ হোসেন বলেন, আমরা কোনওকিছুই জানতে পারিনি। আমাদের বিশ্বাস হচ্ছেনা আবদুল বারি জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত হতে পারে। আবদুল বারিকে কেউ ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে বলে দাবি পরিবারের লোকেদের।

বাইট ১) মোসারফ হোসেন ( আবদুল বারির মামা)
২) মাইনুড়া বিবি ( আবদুল বারির স্ত্রী)Body:BhConclusion:Jcx
Last Updated : Sep 4, 2019, 7:52 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.