রায়গঞ্জ, 2 জুলাই : তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লায়লা খাতুনকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত । লায়লা খাতুনের বিরুদ্ধে স্থানীয় নাগরিক মঞ্চ অভিযোগ করে, তিনি প্রধান থাকাকালীন সরকারি প্রকল্পের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন ৷ সেই অভিযোগ প্রমাণ হওয়ার পর থেকে তিনি বেশ কিছুদিন আত্মগোপন করে থাকেন ৷ আর তারপরই , গতকাল রায়গঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ করেন ৷
স্থানীয় নাগরিক মঞ্চের অভিযোগের ভিত্তিতে লায়লা খাতুনের বিরুদ্ধে প্রশাসনিক স্তরে শুরু হয় তদন্ত । এরপরে লায়লা খাতুন পঞ্চায়েতে আসা বন্ধ করে দেন ৷ পরবর্তীতে পঞ্চায়েত আইন মেনে প্রধানের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয় ৷ চাপে পড়ে দলও তাঁকে বহিস্কার করে । বহিষ্কৃত হওয়ার পর থেকে বেশ কিছুদিন তিনি আত্মগোপন করে থাকেন ৷ গতকাল রায়গঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ করেন তিনি । আদালত জামিনের আবেদন নাকচ করে লায়লা খাতুনকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।
BJP-র জেলা সভাপতি বিশ্বজিত লাহিড়ী বলেন, "শুধু লায়লা খাতুন না, তৃণমূলের আরও অনেকেই এইসব দুর্নীতিতে জড়িত । এদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ।" অন্যদিকে, জেলা তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কো অর্ডিনেটর অরিন্দম সরকার বলেন," তৃণমূল কংগ্রেস কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না । আইন অনুযায়ী পদক্ষেপ করা হয় দলের পক্ষ থেকে ৷ দল লায়লার দুর্নীতি অভিযোগ পাওয়ার পরই লায়লাকে বহিষ্কৃত করে ৷ আদলতের নেওয়া এই পদক্ষেপকেও স্বাগত ।