ETV Bharat / state

টাকা আত্মসাতের অভিযোগ, জেল হেপাজত প্রাক্তন তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের - রায়গঞ্জ

তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লায়লা খাতুনকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত।

raigunj
14 দিনের জেল হেফাজত তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের প্রধান
author img

By

Published : Jul 2, 2020, 2:29 PM IST

রায়গঞ্জ, 2 জুলাই : তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লায়লা খাতুনকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত । লায়লা খাতুনের বিরুদ্ধে স্থানীয় নাগরিক মঞ্চ অভিযোগ করে, তিনি প্রধান থাকাকালীন সরকারি প্রকল্পের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন ৷ সেই অভিযোগ প্রমাণ হওয়ার পর থেকে তিনি বেশ কিছুদিন আত্মগোপন করে থাকেন ৷ আর তারপরই , গতকাল রায়গঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ করেন ৷

স্থানীয় নাগরিক মঞ্চের অভিযোগের ভিত্তিতে লায়লা খাতুনের বিরুদ্ধে প্রশাসনিক স্তরে শুরু হয় তদন্ত । এরপরে লায়লা খাতুন পঞ্চায়েতে আসা বন্ধ করে দেন ৷ পরবর্তীতে পঞ্চায়েত আইন মেনে প্রধানের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয় ৷ চাপে পড়ে দলও তাঁকে বহিস্কার করে । বহিষ্কৃত হওয়ার পর থেকে বেশ কিছুদিন তিনি আত্মগোপন করে থাকেন ৷ গতকাল রায়গঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ করেন তিনি । আদালত জামিনের আবেদন নাকচ করে লায়লা খাতুনকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

BJP-র জেলা সভাপতি বিশ্বজিত লাহিড়ী বলেন, "শুধু লায়লা খাতুন না, তৃণমূলের আরও অনেকেই এইসব দুর্নীতিতে জড়িত । এদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ।" অন্যদিকে, জেলা তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কো অর্ডিনেটর অরিন্দম সরকার বলেন," তৃণমূল কংগ্রেস কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না । আইন অনুযায়ী পদক্ষেপ করা হয় দলের পক্ষ থেকে ৷ দল লায়লার দুর্নীতি অভিযোগ পাওয়ার পরই লায়লাকে বহিষ্কৃত করে ৷ আদলতের নেওয়া এই পদক্ষেপকেও স্বাগত ।

রায়গঞ্জ, 2 জুলাই : তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লায়লা খাতুনকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত । লায়লা খাতুনের বিরুদ্ধে স্থানীয় নাগরিক মঞ্চ অভিযোগ করে, তিনি প্রধান থাকাকালীন সরকারি প্রকল্পের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন ৷ সেই অভিযোগ প্রমাণ হওয়ার পর থেকে তিনি বেশ কিছুদিন আত্মগোপন করে থাকেন ৷ আর তারপরই , গতকাল রায়গঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ করেন ৷

স্থানীয় নাগরিক মঞ্চের অভিযোগের ভিত্তিতে লায়লা খাতুনের বিরুদ্ধে প্রশাসনিক স্তরে শুরু হয় তদন্ত । এরপরে লায়লা খাতুন পঞ্চায়েতে আসা বন্ধ করে দেন ৷ পরবর্তীতে পঞ্চায়েত আইন মেনে প্রধানের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয় ৷ চাপে পড়ে দলও তাঁকে বহিস্কার করে । বহিষ্কৃত হওয়ার পর থেকে বেশ কিছুদিন তিনি আত্মগোপন করে থাকেন ৷ গতকাল রায়গঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ করেন তিনি । আদালত জামিনের আবেদন নাকচ করে লায়লা খাতুনকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

BJP-র জেলা সভাপতি বিশ্বজিত লাহিড়ী বলেন, "শুধু লায়লা খাতুন না, তৃণমূলের আরও অনেকেই এইসব দুর্নীতিতে জড়িত । এদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ।" অন্যদিকে, জেলা তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কো অর্ডিনেটর অরিন্দম সরকার বলেন," তৃণমূল কংগ্রেস কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না । আইন অনুযায়ী পদক্ষেপ করা হয় দলের পক্ষ থেকে ৷ দল লায়লার দুর্নীতি অভিযোগ পাওয়ার পরই লায়লাকে বহিষ্কৃত করে ৷ আদলতের নেওয়া এই পদক্ষেপকেও স্বাগত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.