রায়গঞ্জ, 20 নভেম্বর: নিজের ছুটির (Weekly off) দিনে ক্লাস নিচ্ছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (Raiganj University Registrar) দুর্লভ সরকার । রেজিস্ট্রার ক্লাস নেওয়ায় আপ্লুত রায়গঞ্জ ব্লকের হরিগ্রামের মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা (North Dinajpur News)। কাজের ফাঁকে ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাতেই এই উদ্যোগ, জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ।
শনিবার তাঁর কাজের ছুটির দিন, আর এই ছুটির দিনে নিজেকে একজন শিক্ষক হিসেবে মেলে ধরতে চান রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রশাসক তথা রেজিস্ট্রার দুর্লভ সরকার । সেই কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের স্কুলে গিয়ে পাঠদান করলেন তিনি ৷ এমনই ছবি ধরা পড়ল রায়গঞ্জ ব্লকের হরিগ্রামে মালঞ্চ উচ্চ বিদ্যালয়ে ।
এ দিন তিনি সকাল সকাল চলে আসেন মালঞ্চ উচ্চ বিদ্যালয়ে । প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের অংক ও ভৌত বিজ্ঞান বিষয়ে পাঠদান করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার ৷ তিনি বলেন, "আমি একান্ত ব্যক্তিগত ইচ্ছেয় আজ আমার ছুটির দিনে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটাতে এই উদ্যোগ নিয়েছি । দিনভর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয় । একজন শিক্ষক হিসেবে ছেলেমেয়েদের পাশে থাকার ইচ্ছাতেই মালঞ্চ উচ্চ বিদ্যালয়ে এসে তাদের ক্লাস নিচ্ছি ।"
![Raiganj University Registrar conducts classes in School on his weekly off](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wbndin01universityregistrarasteacherwb10021_20112022100709_2011f_1668919029_433.jpg)
তিনি আরও বলেন, "শুধু ক্লাস নেওয়াই নয়, আজকের এই ছেলেমেয়েরা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের পর কোন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে এবং তাদের কেমন রেজাল্ট করতে হবে সেসব বিষয় নিয়েও ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ আলোচনা করলাম ৷ আজকের দিনটা খুব ভালো লাগল ।"
আরও পড়ুন: দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত কর্মী, আহত 3
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাঁদের স্কুলে এসে ক্লাস নেওয়ায় আপ্লুত মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা । তনুজা খাতুন নামে নবম শ্রেণির এক ছাত্রী জানালেন, "বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আজ আমাদের ভৌত বিজ্ঞান বিষয়টি পড়িয়েছেন । খুব ভালো লেগেছে আমাদের । স্কুলের শিক্ষকদের থেকে অনেক বেশি বিশ্লেষণ করে পাঠদান করেন তিনি ।"
মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় রায় বলেন, "রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভবাবু প্রত্যন্ত অঞ্চলে থাকা আমাদের এই স্কুলে সপ্তাহে একদিন ক্লাস নিতে চেয়েছিলেন ৷ সেইমতো তিনি আজ ক্লাস নিয়েছেন । আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা সকলেই খুব আনন্দিত । রেজিস্ট্রার ক্লাস নেওয়ায় খুবই উপকৃত হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ।"