রায়গঞ্জ, 8 মার্চ: বিশ্ববিদ্যালয়ে চলতে থাকা অনিয়েমের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন তিনি ৷ আর সেই কারণেই সবেতন তাঁকে ছুটিতে পাঠানোর অভিযোগ উঠল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ৷ শুক্রবার তাঁকে একটি চিঠির মাধ্যমে সবেতন ছুটিতে যাওয়ার এই নির্দেশ দেওয়া হয় ।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক দেবাশিস বিশ্বাস । বিশ্ববিদ্যালয়ের একাধিক কাজের সমালোচনা করতেন তিনি । আর তাই মাঝে মাঝেই বিশ্ববিদ্যালেয়র চর্চার বিষয় হয়ে উঠতেন । শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁর কাছে একটি চিঠি পাঠানো হয় । যাকে কেন্দ্র করে তিনি ফের বিশ্ববিদ্যালয়ের চর্চার বিষয় হয়ে ওঠেন । আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে পাঠানো ওই চিঠিতে জানানো হয় যে, তাঁকে অনির্দিষ্টকালের জন্য সবেতন ছুটিতে পাঠানো হচ্ছে । কারণ কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করতে চায় ।
ওই অধ্যাপক ও পড়ুয়াদের একাংশের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে চলতে থাকা অনিয়মের প্রতিবাদ করতেন বলেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । দেবাশিস বিশ্বাস বলেন, "এমনভাবে কোনও শিক্ষককে পড়াশোনার কাজ থেকে দূরে সরিয়ে দেওয়া অত্যন্ত অপমানজনক ৷ এই ঘটনা কখনওই মন থেকে মেনে নেওয়া যায় না ৷ এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি দেব৷"
সম্প্রতি, উপাচার্যের ঘরে দেবাশিস বাবুর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ সেইসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দেবাশিস বিশ্বাস ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মানসিক অত্যাচারের ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ করেন ৷ যদিও বিশ্ববিদ্যালয কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে৷