ETV Bharat / state

50 শতাংশ ফি মকুবের সিদ্ধান্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের

ছাত্রছাত্রীদের দাবি মানল কর্তৃপক্ষ ৷ চলতি শিক্ষাবর্ষে 50 শতাংশ ফি মকুবের সিদ্ধান্ত নিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ৷

Raiganj University decided to waive 50 percent fe
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়৷
author img

By

Published : Jun 22, 2020, 9:55 PM IST

রায়গঞ্জ, 22 জুন : 50 শতাংশ ফি মুকুবের সিদ্ধান্ত নিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় । ছাত্রছাত্রীদের দাবি মানা হল ৷ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ ৷ জানাল কলেজ কর্তৃপক্ষ ৷ সোমবার কলেজের রেজিস্ট্রারার দুর্লভ সরকার জানান, আজ কলেজে বৈঠক হয় ৷ বৈঠকের পরেই 50 শতাংশ ফি মুকুবের সিদ্ধান্ত শিলমোহর পড়ে ৷

বেশ কিছুদিন ধরেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও বিভিন্ন ছাত্র সংগঠন ফি মুকুবের দাবি জানাচ্ছিল ৷ বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবচনা করে কর্তৃপক্ষ ৷ এরপর আজ বৈঠকের শেষে ফি মকুবের কথা ঘোষণা করা হল ৷ তবে, ফি মকুবের জন্য ছাত্র-ছাত্রীদের আবেদন করতে হচ্ছে ৷ আবেদনপত্র যাচাই করেই কোন কোন ছাত্রের ফি মকুব করা হবে সেই তালিকা তৈরি হবে ৷

কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রায় সাড়ে 6 হাজার ছাত্রছাত্রী রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৷ এর মধ্যে 3 হাজার 125 জন ফি মকুবের আবেদন করেছে । তাঁদের মধ্যে প্রায় 2000 ছাত্র-ছাত্রীর 50 শতাংশ ফি মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যাঁরা আগে আবেদন করেনি তাঁদের জন্য আগামী 26 জুন পর্যন্ত আবেদন করার সময় দেওয়া হয়েছে । তারপরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৷

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, "ছাত্রছাত্রীরা বহুদিন ধরেই ফি মুকুবের আবেদন করে এসেছিল । বিষয়টি চিন্তা ভাবনা মধ্যে রেখেছিলাম । আজ বৈঠক হয় । সিদ্ধান্ত হয়েছে আর্থিকভাবে খারাপ অবস্থায় রয়েছেন যাঁরা তাঁদের 50% ফি মুকুব করা হবে । কে কতটা অক্ষম তা যাচাই করা হচ্ছে ।"

তৃণমূল ছাত্র সংগঠনের সভাপতি অনুপ কর বলেন, "ছাত্র সংগঠনের তরফে ছাত্র-ছাত্রীদের ফি মুকুবের আর্জি নিয়ে উপাচার্যের কাছে আবেদন করেছিলাম । সেই আবেদনে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি মুকুবের সিদ্ধান্ত নিয়েছে । সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ।"

রায়গঞ্জ, 22 জুন : 50 শতাংশ ফি মুকুবের সিদ্ধান্ত নিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় । ছাত্রছাত্রীদের দাবি মানা হল ৷ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ ৷ জানাল কলেজ কর্তৃপক্ষ ৷ সোমবার কলেজের রেজিস্ট্রারার দুর্লভ সরকার জানান, আজ কলেজে বৈঠক হয় ৷ বৈঠকের পরেই 50 শতাংশ ফি মুকুবের সিদ্ধান্ত শিলমোহর পড়ে ৷

বেশ কিছুদিন ধরেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও বিভিন্ন ছাত্র সংগঠন ফি মুকুবের দাবি জানাচ্ছিল ৷ বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবচনা করে কর্তৃপক্ষ ৷ এরপর আজ বৈঠকের শেষে ফি মকুবের কথা ঘোষণা করা হল ৷ তবে, ফি মকুবের জন্য ছাত্র-ছাত্রীদের আবেদন করতে হচ্ছে ৷ আবেদনপত্র যাচাই করেই কোন কোন ছাত্রের ফি মকুব করা হবে সেই তালিকা তৈরি হবে ৷

কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রায় সাড়ে 6 হাজার ছাত্রছাত্রী রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৷ এর মধ্যে 3 হাজার 125 জন ফি মকুবের আবেদন করেছে । তাঁদের মধ্যে প্রায় 2000 ছাত্র-ছাত্রীর 50 শতাংশ ফি মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যাঁরা আগে আবেদন করেনি তাঁদের জন্য আগামী 26 জুন পর্যন্ত আবেদন করার সময় দেওয়া হয়েছে । তারপরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৷

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, "ছাত্রছাত্রীরা বহুদিন ধরেই ফি মুকুবের আবেদন করে এসেছিল । বিষয়টি চিন্তা ভাবনা মধ্যে রেখেছিলাম । আজ বৈঠক হয় । সিদ্ধান্ত হয়েছে আর্থিকভাবে খারাপ অবস্থায় রয়েছেন যাঁরা তাঁদের 50% ফি মুকুব করা হবে । কে কতটা অক্ষম তা যাচাই করা হচ্ছে ।"

তৃণমূল ছাত্র সংগঠনের সভাপতি অনুপ কর বলেন, "ছাত্র সংগঠনের তরফে ছাত্র-ছাত্রীদের ফি মুকুবের আর্জি নিয়ে উপাচার্যের কাছে আবেদন করেছিলাম । সেই আবেদনে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি মুকুবের সিদ্ধান্ত নিয়েছে । সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.