রায়গঞ্জ, 6 অক্টোবর : গৌড়বঙ্গ এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অনলাইনে পরীক্ষা দিতে গিয়ে বিভিন্ন সময়ে সমস্যায় পড়লেও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এমন সমস্যা এখনও হয়ে ওঠেনি । এমনই দাবি করেছে কর্তৃপক্ষ । এমনকী পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীরা অনলাইন ব্যবস্থাকে আরও বেশি ভালোভাবে নিচ্ছে বলেই দাবি করছে তারা । তাদের আরও দাবি, 31 অক্টোবরের মধ্যে সমস্ত উত্তরপত্র দেখে ফলাফল প্রকাশ করার জন্য প্রস্তুত কর্তৃপক্ষ । ইতিমধ্যে হয়ে যাওয়া পরীক্ষাগুলোর খাতা দেখার কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট বিভাগগুলোর বিভাগীয় প্রধান এবং অধ্যাপকরা । সব মিলিয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার পাশাপাশি উত্তরপত্র দেখে দ্রুত ফলাফল জারি করার কোনও সমস্যা হবে না বলেই দাবি করছেন তাঁরা ।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে 1 অক্টোবর থেকে পরীক্ষা শুরু হয়েছে । চলবে 18 অক্টোবর পর্যন্ত । সুপ্রিম কোর্টের নির্দেশিকা জারি হওয়ার পর তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগে আলাদা করে অনলাইনে নির্দেশিকা জারি করা হয় । সমস্ত বিভাগের পরীক্ষাগুলি যাতে সুষ্ঠুভাবে হয় তা নিশ্চিত করতে শুধুমাত্র একটি ওয়েবসাইটের উপর ভরসা না করে বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা করে ভাগ করে ওয়েবসাইট তৈরি করে দিয়েছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় । সেই কারণে আপাতত কোনও ধরনের সমস্যায় পড়ুয়ারা পড়েনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । এছাড়াও পরীক্ষা চলার সময় যাতে কোনোভাবেই বিদ্যুৎ বা ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত না হয় তা নিশ্চিত করতে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে আলোচনা করে বিকল্প ব্যবস্থা করে রাখা হয় । কোথাও কোনও জায়গায় ইন্টারনেট সামান্য সময়ের জন্য বিদ্যুৎ পরিষেবা সামান্য সময়ের জন্য ব্যাহত হলে তা দ্রুত ঠিক করে দেওয়া হচ্ছে । এই বিষয়টি তদারকি করছেন একজন নোডাল অফিসার । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যে তাঁরা অনলাইন এবং অফলাইন দুটো বিষয় পরীক্ষার ব্যবস্থা রেখেছেন । বর্তমানে এখনও পর্যন্ত 99% অনলাইন প্রক্রিয়ার মাধ্যমেই তাঁদের প্রশ্নপত্র ডাউনলোড করছেন এবং উত্তরপত্র আপলোড করছেন ।
প্রসঙ্গত এ বছরের পরীক্ষায় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষার্থী মোট 12 হাজার রয়েছেন । 22 টি স্নাতক বিভাগ এবং 17 টি স্নাতকোত্তর বিভাগের পরীক্ষা বর্তমানে চলছে । এই বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এক্সামিনেশন শুভময় ভৌমিক বলেন, " আমরা সমস্ত ধরনের ব্যবস্থা আগে করে রেখেছিলাম। বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ যাতে কোনওভাবেই ব্যাহত না হয় তার জন্য আলাদা করে নোডাল অফিসার নিয়োগ করা হয় । বিষয়টি নজর রাখতে বলা হয়েছিল তাঁকে । এছাড়া ও বিভাগীয় প্রধান সমস্ত ভাবে পরীক্ষা সুষ্ঠুভাবে পালন করার জন্য চেষ্টা চালিয়েছেন । সব মিলিয়ে আমরা আপাতত কোনও পড়ুয়ার থেকে সেই অর্থে কোনও অভিযোগ পাইনি । এছাড়াও আমরা দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য ইতিমধ্যে হয়ে যাওয়া পরীক্ষাগুলির খাতা দেখার কাজ শুরু করেছি ।"