ETV Bharat / state

ঘুড়িতে কোরোনা সচেতনতার বার্তা রায়গঞ্জের প্রাথমিক স্কুলের শিক্ষকের - ঘুড়ির মাধ্যমে সচেতনতার বার্তা

কোরোনার বিরুদ্ধে লড়তে মাস্ক ও স্যানিটাইজা়র বিলি করেছিলেন রায়গঞ্জের প্রথমিক স্কুলের এক শিক্ষক । এইবার কোরোনা সচেতনতায় ঘুড়িতে বার্তা দিয়ে তা শিশুদের হাতে তুলে দিলেন ।

:ছবি
:ছবি
author img

By

Published : May 24, 2020, 12:37 PM IST

রায়গঞ্জ, 24 মে : কোরোনা সচেতনতা গড়ে তুলতে স্যানিটাইজা়র থেকে মাস্ক বিলির জন্য পথে পথে ঘুরে বেরিয়েছেন । এবার কচিকাঁচাদের আনন্দ দেওয়ার জন্য ঘুড়িওয়ালা হয়ে নজির গড়লেন রায়গঞ্জের প্রাথমিক স্কুলের শিক্ষক বিপ্লব মণ্ডল । গ্রামের শিশুদের মধ্যে বিলি করা এই ঘুড়ি যেমন তাদের একঘেঁয়েমি- বন্দীজীবন থেকে কিছুটা মুক্তির স্বাদ দেবে, তেমনই ঘুড়ির গায়ে লেখা বিভিন্ন বার্তা সাধারণ মানুষকে সচেতন করে তুলবে ।


যেদিন থেকে দেশে কোরোনা সংক্রমণ শুরু হয়েছে সেদিন থেকে সচেতনতার প্রচার করে চলেছেন রায়গঞ্জ বোগ্রামের বাসিন্দা বিপ্লববাবু । এতে তাঁর নিজস্ব কোনও স্বার্থ নেই ৷ স্বার্থ সমাজকে কোরোনামুক্ত করা । তাই প্রথমেই গ্রাম থেকে শহর সর্বত্র স্যানিটাইজ়ার বিলির উদ্যোগ নিয়েছিলেন তিনি । নিজেই স্যানিটাইজা়র তৈরি করে তা সাধারণ মানুষের মধ্যে বিলি করেছিলেন । শুধু তাই নয়, টিসু পেপার দিয়ে মাস্ক তৈরি করে তা বিলি করেছিলেন ।

এবারের উদ্যোগ একটু আলাদা। গ্রামগঞ্জের ছোটো ছোটো ছেলেদের হাতে তুলে দিলেন ঘুড়ি । সেই ঘুড়িতে লেখা " লকডাউন মেনে চলুন ," "সাবান দিয়ে বারে বারে হাত পরিষ্কার করুন"- এই রকম আরও একাধিক বার্তা দিয়ে, আকাশে ঘুড়ি উড়িয়ে রায়গঞ্জের মানুষকে সচেতন করার প্রয়াস নিয়েছেন বিপ্লব মণ্ডল।

রায়গঞ্জ, 24 মে : কোরোনা সচেতনতা গড়ে তুলতে স্যানিটাইজা়র থেকে মাস্ক বিলির জন্য পথে পথে ঘুরে বেরিয়েছেন । এবার কচিকাঁচাদের আনন্দ দেওয়ার জন্য ঘুড়িওয়ালা হয়ে নজির গড়লেন রায়গঞ্জের প্রাথমিক স্কুলের শিক্ষক বিপ্লব মণ্ডল । গ্রামের শিশুদের মধ্যে বিলি করা এই ঘুড়ি যেমন তাদের একঘেঁয়েমি- বন্দীজীবন থেকে কিছুটা মুক্তির স্বাদ দেবে, তেমনই ঘুড়ির গায়ে লেখা বিভিন্ন বার্তা সাধারণ মানুষকে সচেতন করে তুলবে ।


যেদিন থেকে দেশে কোরোনা সংক্রমণ শুরু হয়েছে সেদিন থেকে সচেতনতার প্রচার করে চলেছেন রায়গঞ্জ বোগ্রামের বাসিন্দা বিপ্লববাবু । এতে তাঁর নিজস্ব কোনও স্বার্থ নেই ৷ স্বার্থ সমাজকে কোরোনামুক্ত করা । তাই প্রথমেই গ্রাম থেকে শহর সর্বত্র স্যানিটাইজ়ার বিলির উদ্যোগ নিয়েছিলেন তিনি । নিজেই স্যানিটাইজা়র তৈরি করে তা সাধারণ মানুষের মধ্যে বিলি করেছিলেন । শুধু তাই নয়, টিসু পেপার দিয়ে মাস্ক তৈরি করে তা বিলি করেছিলেন ।

এবারের উদ্যোগ একটু আলাদা। গ্রামগঞ্জের ছোটো ছোটো ছেলেদের হাতে তুলে দিলেন ঘুড়ি । সেই ঘুড়িতে লেখা " লকডাউন মেনে চলুন ," "সাবান দিয়ে বারে বারে হাত পরিষ্কার করুন"- এই রকম আরও একাধিক বার্তা দিয়ে, আকাশে ঘুড়ি উড়িয়ে রায়গঞ্জের মানুষকে সচেতন করার প্রয়াস নিয়েছেন বিপ্লব মণ্ডল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.