ETV Bharat / state

Durga Puja 2022: বায়না থাকলেও মাটির অভাব; পুজোর আগে সমস্যায় রায়গঞ্জের পটুয়া পাড়ার শিল্পীরা - রায়গঞ্জের পটুয়া পাড়া

মাটির অভাবে সমস্যায় রায়গঞ্জের পটুয়া পাড়ার প্রতিমা শিল্পীরা (Raiganj Patuapara Clay Artists Facing Problems) ৷ দুর্গাপুজোর (Durga Puja 2022) বায়না পেলেও, অতিবৃষ্টির কারণে ভালো মাটি পাচ্ছেন না তাঁরা ৷ ফলে বাইরে থেকে বেশি দামে মাটি কিনতে হচ্ছে তাঁদের ৷

Durga Puja 2022 Raiganj Patuapara Clay Artists Facing Problems Due to Lack of Soil
Durga Puja 2022 Raiganj Patuapara Clay Artists Facing Problems Due to Lack of Soil
author img

By

Published : Sep 4, 2022, 6:00 PM IST

রায়গঞ্জ, 4 সেপ্টেম্বর: অতিমারির প্রভাব কাটিয়ে দুর্গাপুজোর (Durga Puja 2022) উন্মাদনা বাঙালির মধ্যে ৷ গত দুটবছরের খরা কাটিয়ে ঠাকুরের বায়নাও পাচ্ছেন প্রতিমা শিল্পীরা ৷ কিন্তু সেই আনন্দে বাধ সাধছে বৃষ্টি ৷ অতিবৃষ্টির জেরে ঠাকুর তৈরি করতে প্রয়োজনীয় মাটির জোগান পাচ্ছেন না রায়গঞ্জের শিল্পীরা (Raiganj Patuapara Clay Artists Facing Problems) ৷ তাঁরা জানাচ্ছেন, প্রতিমার চাহিদা বেশি, কিন্তু, মাটির অভাব রয়েছে ৷ ফলে অনেক বেশি টাকা খরচ করে বাইরে থেকে ভালো মাটি কিনতে হচ্ছে রায়গঞ্জ ও তার সংলগ্ন অঞ্চলের মৃৎশিল্পীদের ৷

করোনা অতিমারির রেষ অনেকটাই কাটিয়ে উঠেছে মানুষ ৷ অর্থনীতির দিক থেকে না হলেও, মানসিকভাবে অনেকটাই করোনার আতঙ্ক থেকে মানুষ বেরিয়ে এসেছে এবং চেষ্টা করে যাচ্ছে ৷ আর সেই চেষ্টায় বড় ভূমিকা নিচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ৷ 2 বছর পর ফের আগের প্রতিমা শিল্পীদের কাছেও ঠাকুরের বায়না আসছে ৷ কিন্তু, বায়না এলেও সমস্যা পিছু ছাড়ছে না পটুয়াদের ৷ উত্তরবঙ্গে অতিবৃষ্টির কারণে, ভালো মাটি পাচ্ছেন না রায়গঞ্জ ও সংলগ্ন অঞ্চলের শিল্পীরা ৷ ফলে বায়না হওয়া প্রতিমা তৈরি করতে বাইরে থেকে বেশি দামে মাটি কিনতে হচ্ছে তাঁদের ৷ তার উপর দোসর হয়েছে, প্রতিমার সাজসজ্জার সরঞ্জামের চড়া দাম ৷

মূলত, চৈত্র-বৈশাখ মাস থেকেই দুর্গাপুজোর জন্য মাটি সংগ্রহ করতে শুরু করেন রায়গঞ্জের পটুয়া পাড়ার শিল্পীরা ৷ জলাশয় ও বিল থেকে মাটি তোলা হয় ৷ কিন্তু, প্রাক বর্ষায় অতিরিক্ত বৃষ্টি হওয়ায় মাটি সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানাচ্ছেন মৃৎশিল্পীরা ৷ বিশেষ করে সমস্যায় পড়েছেন, ছোট শিল্পীরা ৷ কারণ, তাঁরা ছোটখাটো মূর্তি তৈরির পর শেষ কয়েক মাসে দুর্গাপুজোর বায়না নেন ৷ সেই রকম পুটয়াদের কাছে মাটির জোগান প্রায় নেই বললেই চলে ৷ ফলে বাইরে থেকে 2-3 গুণ বেশি দাম দিয়ে মাটি কিনতে হচ্ছে শিল্পীদের ৷

পুজোর আগে সমস্যায় রায়গঞ্জের পটুয়া পাড়ার শিল্পীরা

আরও পড়ুন: রাখিবন্ধন ও রক্তদান শিবিরে অভিনব খুঁটি পুজো বেলেঘাটায়

তার উপর প্রতিমার সাজসজ্জার সরঞ্জামের দামও অত্যাধিক বেড়ে গিয়েছে বলে জানাচ্ছেন শিল্পীরা ৷ ফলে যে দরে মূর্তির বায়না হচ্ছে, সেই অর্থে মাটি, রং, সাজ-সরঞ্জাম ও কারিগরদের মজুরি মেটানো দায় হয়ে যাচ্ছে শিল্পীদের পক্ষে ৷ যার পরে লাভ বলে তাঁদের কিছুই থাকছে না ৷ প্রতিমা শিল্পীদের আরও বেশি চিন্তা বাড়িয়েছে অনবরত বৃষ্টি ৷ মাটির অভাবে দেরিতে প্রতিমা তৈরি শুরু করার পর, বৃষ্টির কারণে মাটি শুকিয়ে তাতে রং করার দীর্ঘ প্রক্রিয়া ব্যাহত হতে পারে ৷ ফলে সময়ে ঠাকুর মণ্ডপের উদ্দেশ্যে যাত্রা করতে পারলেই চিন্তামুক্ত হবেন পটুয়া পাড়ার শিল্পীরা ৷

রায়গঞ্জ, 4 সেপ্টেম্বর: অতিমারির প্রভাব কাটিয়ে দুর্গাপুজোর (Durga Puja 2022) উন্মাদনা বাঙালির মধ্যে ৷ গত দুটবছরের খরা কাটিয়ে ঠাকুরের বায়নাও পাচ্ছেন প্রতিমা শিল্পীরা ৷ কিন্তু সেই আনন্দে বাধ সাধছে বৃষ্টি ৷ অতিবৃষ্টির জেরে ঠাকুর তৈরি করতে প্রয়োজনীয় মাটির জোগান পাচ্ছেন না রায়গঞ্জের শিল্পীরা (Raiganj Patuapara Clay Artists Facing Problems) ৷ তাঁরা জানাচ্ছেন, প্রতিমার চাহিদা বেশি, কিন্তু, মাটির অভাব রয়েছে ৷ ফলে অনেক বেশি টাকা খরচ করে বাইরে থেকে ভালো মাটি কিনতে হচ্ছে রায়গঞ্জ ও তার সংলগ্ন অঞ্চলের মৃৎশিল্পীদের ৷

করোনা অতিমারির রেষ অনেকটাই কাটিয়ে উঠেছে মানুষ ৷ অর্থনীতির দিক থেকে না হলেও, মানসিকভাবে অনেকটাই করোনার আতঙ্ক থেকে মানুষ বেরিয়ে এসেছে এবং চেষ্টা করে যাচ্ছে ৷ আর সেই চেষ্টায় বড় ভূমিকা নিচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ৷ 2 বছর পর ফের আগের প্রতিমা শিল্পীদের কাছেও ঠাকুরের বায়না আসছে ৷ কিন্তু, বায়না এলেও সমস্যা পিছু ছাড়ছে না পটুয়াদের ৷ উত্তরবঙ্গে অতিবৃষ্টির কারণে, ভালো মাটি পাচ্ছেন না রায়গঞ্জ ও সংলগ্ন অঞ্চলের শিল্পীরা ৷ ফলে বায়না হওয়া প্রতিমা তৈরি করতে বাইরে থেকে বেশি দামে মাটি কিনতে হচ্ছে তাঁদের ৷ তার উপর দোসর হয়েছে, প্রতিমার সাজসজ্জার সরঞ্জামের চড়া দাম ৷

মূলত, চৈত্র-বৈশাখ মাস থেকেই দুর্গাপুজোর জন্য মাটি সংগ্রহ করতে শুরু করেন রায়গঞ্জের পটুয়া পাড়ার শিল্পীরা ৷ জলাশয় ও বিল থেকে মাটি তোলা হয় ৷ কিন্তু, প্রাক বর্ষায় অতিরিক্ত বৃষ্টি হওয়ায় মাটি সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানাচ্ছেন মৃৎশিল্পীরা ৷ বিশেষ করে সমস্যায় পড়েছেন, ছোট শিল্পীরা ৷ কারণ, তাঁরা ছোটখাটো মূর্তি তৈরির পর শেষ কয়েক মাসে দুর্গাপুজোর বায়না নেন ৷ সেই রকম পুটয়াদের কাছে মাটির জোগান প্রায় নেই বললেই চলে ৷ ফলে বাইরে থেকে 2-3 গুণ বেশি দাম দিয়ে মাটি কিনতে হচ্ছে শিল্পীদের ৷

পুজোর আগে সমস্যায় রায়গঞ্জের পটুয়া পাড়ার শিল্পীরা

আরও পড়ুন: রাখিবন্ধন ও রক্তদান শিবিরে অভিনব খুঁটি পুজো বেলেঘাটায়

তার উপর প্রতিমার সাজসজ্জার সরঞ্জামের দামও অত্যাধিক বেড়ে গিয়েছে বলে জানাচ্ছেন শিল্পীরা ৷ ফলে যে দরে মূর্তির বায়না হচ্ছে, সেই অর্থে মাটি, রং, সাজ-সরঞ্জাম ও কারিগরদের মজুরি মেটানো দায় হয়ে যাচ্ছে শিল্পীদের পক্ষে ৷ যার পরে লাভ বলে তাঁদের কিছুই থাকছে না ৷ প্রতিমা শিল্পীদের আরও বেশি চিন্তা বাড়িয়েছে অনবরত বৃষ্টি ৷ মাটির অভাবে দেরিতে প্রতিমা তৈরি শুরু করার পর, বৃষ্টির কারণে মাটি শুকিয়ে তাতে রং করার দীর্ঘ প্রক্রিয়া ব্যাহত হতে পারে ৷ ফলে সময়ে ঠাকুর মণ্ডপের উদ্দেশ্যে যাত্রা করতে পারলেই চিন্তামুক্ত হবেন পটুয়া পাড়ার শিল্পীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.