ETV Bharat / state

খবরের জের, বৃদ্ধ দম্পতিকে সাহায্য রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যানের - রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান

ETV ভারতে তাঁদের দুর্দশার খবর প্রকাশিত হওয়ার পরই বৃদ্ধ দম্পতির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রায়গঞ্জের ভাইস চেয়ারম্যান ।

Raiganj
রায়গঞ্জ
author img

By

Published : Apr 23, 2020, 8:50 PM IST

রায়গঞ্জ , 23 এপ্রিল : ETV ভারতের খবরের জেরে বৃদ্ধ দম্পতির দিকে সাহায্যের হাত বাড়ালেন রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার । আজ প্রাথমিকভাবে ওই বৃদ্ধ দম্পতির বাড়ি গিয়ে 10 কেজি চাল , পাঁচ কেজি ডাল , সমপরিমাণ আলু , সরষের তেল , সয়াবিন দিয়ে এসেছেন তিনি । এর পাশাপাশি ওষুধ কেনার জন্য 2 হাজার টাকা দিয়েছেন তিনি । লকডাউন উঠে যাওয়ার পর বৃদ্ধার চিকিৎসার জন্য সাহায্য করার আশ্বাস দিয়েছেন অরিন্দমবাবু।


রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার 75 বছরের জীবন ঘোষ লকডাউনের আগেই হঠাৎ পঙ্গু হয়ে যান । তাঁর স্ত্রী আরতিদেবী দু'বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন । এই অবস্থায় তাঁরা কোনও বার্ধক্যভাতা বা অন্য কোনও ভাতা পাননি । মেলেনি কোনও ধরনের সাহায্য । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন জীবনবাবু । এই খবর আজ দুপুরে ETV ভারতে প্রকাশিত হয় । খবর জানতে পেরে দ্রুত সংশ্লিষ্ট সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করেন অরিন্দমবাবু । তিনি ওই সাংবাদিককে সঙ্গে নিয়েই জীবনবাবুর বাড়ি যান । প্রাথমিকভাবে খাদ্যসামগ্রী এবং টাকা জীবনবাবুর হাতে তুলে দেন । আগামীতে লকডাউন উঠে গেলে আরতিদেবীর চিকিৎসায় সাহায্য করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি । পাশাপাশি , ETV ভারতকে ধন্যবাদ জানিয়েছেন অরিন্দমবাবু এবং জীবনবাবু ।

আজ জীবনবাবু বলেন , "আমার কষ্টের কথা জানতে পেরে অরিন্দমবাবু আমাকে সাহায্য করতে এসেছেন । আমি অত্যন্ত খুশি । তাঁর কাছে আরও সাহায্যের আবেদন করেছি । তিনি সাহায্য করার আশ্বাস দিয়েছেন ।"

এ বিষয়ে অরিন্দমবাবু বলেন "ETV ভারতের সাংবাদিকের মাধ্যমে জানতে পারি জীবনবাবুদের কথা ৷ তা জানতে পেরে সামান্য কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি । তাঁদের বার্ধক্য ভাতা বা অন্য কোনও সরকারি সুযোগ-সুবিধা দেওয়া যায় কি না তার চেষ্টা করছি । লকডাউন উঠে গেলে তাঁদের চিকিৎসার বিষয়ে সাহায্য করার চেষ্টা করব ।"

রায়গঞ্জ , 23 এপ্রিল : ETV ভারতের খবরের জেরে বৃদ্ধ দম্পতির দিকে সাহায্যের হাত বাড়ালেন রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার । আজ প্রাথমিকভাবে ওই বৃদ্ধ দম্পতির বাড়ি গিয়ে 10 কেজি চাল , পাঁচ কেজি ডাল , সমপরিমাণ আলু , সরষের তেল , সয়াবিন দিয়ে এসেছেন তিনি । এর পাশাপাশি ওষুধ কেনার জন্য 2 হাজার টাকা দিয়েছেন তিনি । লকডাউন উঠে যাওয়ার পর বৃদ্ধার চিকিৎসার জন্য সাহায্য করার আশ্বাস দিয়েছেন অরিন্দমবাবু।


রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার 75 বছরের জীবন ঘোষ লকডাউনের আগেই হঠাৎ পঙ্গু হয়ে যান । তাঁর স্ত্রী আরতিদেবী দু'বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন । এই অবস্থায় তাঁরা কোনও বার্ধক্যভাতা বা অন্য কোনও ভাতা পাননি । মেলেনি কোনও ধরনের সাহায্য । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন জীবনবাবু । এই খবর আজ দুপুরে ETV ভারতে প্রকাশিত হয় । খবর জানতে পেরে দ্রুত সংশ্লিষ্ট সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করেন অরিন্দমবাবু । তিনি ওই সাংবাদিককে সঙ্গে নিয়েই জীবনবাবুর বাড়ি যান । প্রাথমিকভাবে খাদ্যসামগ্রী এবং টাকা জীবনবাবুর হাতে তুলে দেন । আগামীতে লকডাউন উঠে গেলে আরতিদেবীর চিকিৎসায় সাহায্য করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি । পাশাপাশি , ETV ভারতকে ধন্যবাদ জানিয়েছেন অরিন্দমবাবু এবং জীবনবাবু ।

আজ জীবনবাবু বলেন , "আমার কষ্টের কথা জানতে পেরে অরিন্দমবাবু আমাকে সাহায্য করতে এসেছেন । আমি অত্যন্ত খুশি । তাঁর কাছে আরও সাহায্যের আবেদন করেছি । তিনি সাহায্য করার আশ্বাস দিয়েছেন ।"

এ বিষয়ে অরিন্দমবাবু বলেন "ETV ভারতের সাংবাদিকের মাধ্যমে জানতে পারি জীবনবাবুদের কথা ৷ তা জানতে পেরে সামান্য কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি । তাঁদের বার্ধক্য ভাতা বা অন্য কোনও সরকারি সুযোগ-সুবিধা দেওয়া যায় কি না তার চেষ্টা করছি । লকডাউন উঠে গেলে তাঁদের চিকিৎসার বিষয়ে সাহায্য করার চেষ্টা করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.