ETV Bharat / state

মাস্ক না পরলে মিলবে না সামগ্রী, নির্দেশিকা জারি রায়গঞ্জ পৌরসভার - lockdown

পৌর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে  মাস্ক না পরলে বাজার থেকে জিনিস কিনতে পারবে না কেউ । এই ব্যাপারে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নেওয়া হয় । বর্তমান পরিস্থিতিতে তাঁরাও এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন । আজ থেকে রায়গঞ্জের বাজারে এই নিয়ম চালু করা হয়েছে ।

মাস্ক না পরলে মিলবে না সামগ্রী, নির্দেশিকা জারি রায়গঞ্জ পৌরসভার
মাস্ক না পরলে মিলবে না সামগ্রী, নির্দেশিকা জারি রায়গঞ্জ পৌরসভার
author img

By

Published : Apr 18, 2020, 7:37 PM IST

রায়গঞ্জ, 18 এপ্রিল: মাস্ক না পরলে বাজারে কোনও ক্রেতাকে কিছু বিক্রি করবে না দোকানদার । মাস্ক পরা বাধ্যতামূলক করতে বাধ্য হয়েই এই নিয়ম চালু করল রায়গঞ্জ পৌরসভা । ফলে একপ্রকার বাধ্য হয়েই মাস্ক কিনে তারপর বাজার করতে হচ্ছে রায়গঞ্জবাসীকে ।

কোরোনা সংক্রমণ রুখতে সরকারের পক্ষ থেকে বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । এরপরও বেশকিছু মানুষ মাস্ক ছাড়াই শহরের রাস্তায় বের হচ্ছেন । গত কয়েকদিন ধরে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস শহরের প্রতিটি ওয়ার্ড, রাস্তা ও বাজারগুলিতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করেছেন । এতকিছুর পরও বাসিন্দাদের চেতনা ফেরেনি । গতকাল থেকে শহরের রাস্তায় পুলিশ ও মহকুমা শাসক বাসিন্দাদের মাস্ক পরার ব্যাপারে সচেতন করেন । এরপরে পৌর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে মাস্ক না পরলে বাজার থেকে জিনিস কিনতে পারবে না কেউ । এই ব্যাপারে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নেওয়া হয় । বর্তমান পরিস্থিতিতে তারাও এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে । আজ থেকে রায়গঞ্জের বাজারগুলিতে এই নিয়ম চালু করা হয়েছে । বাজার এলাকায় পৌরসভার পক্ষ থেকে মাস্ক পরা নিয়ে লাগাতার প্রচার চালানো হয় । বেগতিক দেখে মাস্ক না পরে আসা বেশ কয়েকজন বাধ্য হয়ে বাজার থেকে মাস্ক কিনে তারপর জিনিসপত্র কেনেন ।

রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, "সরকার নির্দেশ জারি করার আগে থেকে আমরা সোশাল ডিসট্যান্সিং, লকডাউন মেনে চলার ব্যাপারে মানুষকে সচেতন করে চলেছি । এরপর মাস্ক পরার আবেদন করেছি । বেশিরভাগ মানুষ সেই আবেদনে সাড়া দিলেও এখনও বেশ কিছু মানুষ বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন । বাধ্য হয়েই আমরা মাস্ক না পরে থাকা ব্যক্তিদের বাজারে জিনিসপত্র বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছি । ব্যবসায়ীরাও তা সমর্থন করেছে । কিছুটা অমানবিক লাগলেও বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি ।"

রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি জানিয়েছেন, "বর্তমান পরিস্থিতিতে পৌরসভার এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করছি । আমাদের সংগঠনের পক্ষ থেকেও সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে মাস্ক না পরে থাকলে ক্রেতাদের জিনিসপত্র বিক্রি না করতে ।"

রায়গঞ্জ, 18 এপ্রিল: মাস্ক না পরলে বাজারে কোনও ক্রেতাকে কিছু বিক্রি করবে না দোকানদার । মাস্ক পরা বাধ্যতামূলক করতে বাধ্য হয়েই এই নিয়ম চালু করল রায়গঞ্জ পৌরসভা । ফলে একপ্রকার বাধ্য হয়েই মাস্ক কিনে তারপর বাজার করতে হচ্ছে রায়গঞ্জবাসীকে ।

কোরোনা সংক্রমণ রুখতে সরকারের পক্ষ থেকে বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । এরপরও বেশকিছু মানুষ মাস্ক ছাড়াই শহরের রাস্তায় বের হচ্ছেন । গত কয়েকদিন ধরে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস শহরের প্রতিটি ওয়ার্ড, রাস্তা ও বাজারগুলিতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করেছেন । এতকিছুর পরও বাসিন্দাদের চেতনা ফেরেনি । গতকাল থেকে শহরের রাস্তায় পুলিশ ও মহকুমা শাসক বাসিন্দাদের মাস্ক পরার ব্যাপারে সচেতন করেন । এরপরে পৌর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে মাস্ক না পরলে বাজার থেকে জিনিস কিনতে পারবে না কেউ । এই ব্যাপারে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নেওয়া হয় । বর্তমান পরিস্থিতিতে তারাও এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে । আজ থেকে রায়গঞ্জের বাজারগুলিতে এই নিয়ম চালু করা হয়েছে । বাজার এলাকায় পৌরসভার পক্ষ থেকে মাস্ক পরা নিয়ে লাগাতার প্রচার চালানো হয় । বেগতিক দেখে মাস্ক না পরে আসা বেশ কয়েকজন বাধ্য হয়ে বাজার থেকে মাস্ক কিনে তারপর জিনিসপত্র কেনেন ।

রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, "সরকার নির্দেশ জারি করার আগে থেকে আমরা সোশাল ডিসট্যান্সিং, লকডাউন মেনে চলার ব্যাপারে মানুষকে সচেতন করে চলেছি । এরপর মাস্ক পরার আবেদন করেছি । বেশিরভাগ মানুষ সেই আবেদনে সাড়া দিলেও এখনও বেশ কিছু মানুষ বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন । বাধ্য হয়েই আমরা মাস্ক না পরে থাকা ব্যক্তিদের বাজারে জিনিসপত্র বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছি । ব্যবসায়ীরাও তা সমর্থন করেছে । কিছুটা অমানবিক লাগলেও বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি ।"

রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি জানিয়েছেন, "বর্তমান পরিস্থিতিতে পৌরসভার এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করছি । আমাদের সংগঠনের পক্ষ থেকেও সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে মাস্ক না পরে থাকলে ক্রেতাদের জিনিসপত্র বিক্রি না করতে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.