ETV Bharat / state

করোনা নিয়ে মানুষকে সচেতন করতে রাস্তায়, বাজারে প্রচার পৌরসভার - সচেতনতা

করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে উদ্যোগী উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পৌরসভা ৷ রবীন্দ্র জয়ন্তীতে রাস্তায় নেমে মাইকে সচেতনতামূলক প্রচার কর্তৃপক্ষের ৷ কাউন্সিলরদের নিয়ে এই কর্মসূচিতে অংশ নিলেন চেয়ারম্য়ান সন্দীপ বিশ্বাস ৷

wb_ndin_01_covid_awareness_raiganj_municipality_wb10021
করনো নিয়ে মানুষকে সচেতন করতে রাস্তায়, বাজারে প্রচার পৌরসভার
author img

By

Published : May 9, 2021, 12:24 PM IST

রায়গঞ্জ, 9 মে : ‘‘সকলে মাস্ক ব্যবহার করুন ৷ স্যানিটাইজার ব্যাবহার করুন ৷ শারীরিক দূরত্ব বজায় রাখুন ৷ করোনা সংক্রমণের হাত থেকে নিজেকে বাঁচান ৷ একইসঙ্গে অন্যকেও বাঁচান ৷’’ রবিবার রবীন্দ্র জয়ন্তীতে এভাবেই রায়গঞ্জ শহরের বাজার ঘুরে এবং রাজপথে সচেতনতার বার্তা প্রচার করল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পৌরসভা ৷

এদিন সকালে রায়গঞ্জের ঘড়ি মোড়ে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেই অতিমারি করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে নাগরিকদের সচেতন থাকার বার্তা দেওয়ার পাশাপাশি মাস্ক বিলি করল রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ৷

পৌরসভার সচেতনতামূলক এই কর্মসূচিতে অংশ নেন চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, চেয়ারম্যান ইন কাউন্সিল ভোলা পাল-সহ অন্য কাউন্সিলররা ৷ চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস নিজেই মাইকিংয়ের মাধ্যমে রাস্তায়, বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সচেতনতার বার্তা দেন।

ভয়াবহ অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা রাজ্যে ৷ ব্য়তিক্রম নয় উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরও ৷ গত 24 ঘণ্টায় শুধুমাত্র রায়গঞ্জ শহরের পৌর এলাকাতেই আক্রান্ত হয়েছেন 69 জন ৷ মৃত্যু হয়েছে চারজনের ৷ প্রায় প্রতিদিনই এমন সংখ্যক মানুষের আক্রান্ত হওয়ার এবং মৃত্যুর ঘটনা ঘটে চলেছে করোনা সংক্রমণে ৷

এই অবস্থায় রাজ্য সরকার আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ৷ সকাল সাতটা থেকে বেলা 10টা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত বাজার ও দোকানপাট খোলা রাখার কথা বলা হয়েছে। বাকি সময় সম্পূর্ণ বন্ধ রাখার কথা বলা হলেও রায়গঞ্জ শহরের বেশ কিছু বাজারে এবং রাস্তার দু’ধারে ব্যবসায়ীরা দোকানপাট খুলে ব্যবসা চালাচ্ছেন ৷ চলছে বাজারও ৷ ফলে বাড়ছে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ৷

এই কারণেই তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পৌরসভা রবিবার রবীন্দ্র জয়ন্তীর সকালেই কাউন্সিলরদের সঙ্গে নিয়ে গণসচেতনতার বার্তা দিতে হাজির হয় শহরের রাজপথে ও বাজারে ৷ সাধারণ মানুষ থেকে শুরু করে বাজারে আসা ক্রেতা, বিক্রেতা, সকলকেই এই অতিমারি করোনা সংক্রমণ সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিয়েছে রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : করোনা আবহে শূন্য শান্তিনিকেতন, কবিগুরুর জন্মদিনে বন্ধ সব অনুষ্ঠান

রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস নিজে মাইকিংয়ের মাধ্যমে রাস্তায়, বাজারে প্রবেশ করে ক্রেতা, বিক্রেতা উভয়কেই সচেতনতার বার্তা দেন ৷ পাশাপাশি বিলি করা হয় মাস্কও।

রায়গঞ্জ, 9 মে : ‘‘সকলে মাস্ক ব্যবহার করুন ৷ স্যানিটাইজার ব্যাবহার করুন ৷ শারীরিক দূরত্ব বজায় রাখুন ৷ করোনা সংক্রমণের হাত থেকে নিজেকে বাঁচান ৷ একইসঙ্গে অন্যকেও বাঁচান ৷’’ রবিবার রবীন্দ্র জয়ন্তীতে এভাবেই রায়গঞ্জ শহরের বাজার ঘুরে এবং রাজপথে সচেতনতার বার্তা প্রচার করল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পৌরসভা ৷

এদিন সকালে রায়গঞ্জের ঘড়ি মোড়ে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেই অতিমারি করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে নাগরিকদের সচেতন থাকার বার্তা দেওয়ার পাশাপাশি মাস্ক বিলি করল রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ৷

পৌরসভার সচেতনতামূলক এই কর্মসূচিতে অংশ নেন চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, চেয়ারম্যান ইন কাউন্সিল ভোলা পাল-সহ অন্য কাউন্সিলররা ৷ চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস নিজেই মাইকিংয়ের মাধ্যমে রাস্তায়, বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সচেতনতার বার্তা দেন।

ভয়াবহ অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা রাজ্যে ৷ ব্য়তিক্রম নয় উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরও ৷ গত 24 ঘণ্টায় শুধুমাত্র রায়গঞ্জ শহরের পৌর এলাকাতেই আক্রান্ত হয়েছেন 69 জন ৷ মৃত্যু হয়েছে চারজনের ৷ প্রায় প্রতিদিনই এমন সংখ্যক মানুষের আক্রান্ত হওয়ার এবং মৃত্যুর ঘটনা ঘটে চলেছে করোনা সংক্রমণে ৷

এই অবস্থায় রাজ্য সরকার আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ৷ সকাল সাতটা থেকে বেলা 10টা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত বাজার ও দোকানপাট খোলা রাখার কথা বলা হয়েছে। বাকি সময় সম্পূর্ণ বন্ধ রাখার কথা বলা হলেও রায়গঞ্জ শহরের বেশ কিছু বাজারে এবং রাস্তার দু’ধারে ব্যবসায়ীরা দোকানপাট খুলে ব্যবসা চালাচ্ছেন ৷ চলছে বাজারও ৷ ফলে বাড়ছে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ৷

এই কারণেই তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পৌরসভা রবিবার রবীন্দ্র জয়ন্তীর সকালেই কাউন্সিলরদের সঙ্গে নিয়ে গণসচেতনতার বার্তা দিতে হাজির হয় শহরের রাজপথে ও বাজারে ৷ সাধারণ মানুষ থেকে শুরু করে বাজারে আসা ক্রেতা, বিক্রেতা, সকলকেই এই অতিমারি করোনা সংক্রমণ সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিয়েছে রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : করোনা আবহে শূন্য শান্তিনিকেতন, কবিগুরুর জন্মদিনে বন্ধ সব অনুষ্ঠান

রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস নিজে মাইকিংয়ের মাধ্যমে রাস্তায়, বাজারে প্রবেশ করে ক্রেতা, বিক্রেতা উভয়কেই সচেতনতার বার্তা দেন ৷ পাশাপাশি বিলি করা হয় মাস্কও।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.