ETV Bharat / state

রায়গঞ্জের মানুষের পাশে থাকার অঙ্গীকার নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণীর

রাজ্যের অন্যান্য বিধায়কের মতো শুক্রবার বিধানসভা ভবনে শপথ গ্রহণ করেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ।

রায়গঞ্জের মানুষের পাশে থাকার অঙ্গীকার নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণীর
রায়গঞ্জের মানুষের পাশে থাকার অঙ্গীকার নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণীর
author img

By

Published : May 8, 2021, 3:35 PM IST

রায়গঞ্জ, 8 মে : " রায়গঞ্জবাসীর আশীর্বাদধন্য হয়ে বিধানসভায় প্রথম বিধায়ক হিসেবে প্রবেশ করতে পেরেছি । রায়গঞ্জের মানুষের পাশে থাকার অঙ্গীকার করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷" শুক্রবার সন্ধ্যায় রাজ্য বিধানসভা ভবনে বিধায়ক হিসেবে শপথ নিয়ে এমন কথাই জানালেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ।

রাজ্যের অন্যান্য বিধায়কের মতো শুক্রবার বিধানসভা ভবনে শপথ গ্রহণ করেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। এই প্রথম সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করেই রায়গঞ্জের মানুষের বিপুল সমর্থনে 2021 বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী । তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের কানাইয়ালাল আগরওয়ালকে 20 হাজার 748 ভোটে পরাজিত করে জয়লাভ করেছেন ।

আরও পড়ুন : বিজেপির একনিষ্ঠ সৈনিক হিসেবে লড়াই জারি, মৌনতা ভাঙলেন মুকুল

রায়গঞ্জে বিজেপি বিধায়ক হলেও রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি বিজেপি । তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতাসীন হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস । রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী শপথ নেওয়ার পরই বিধানসভায় এক সাক্ষাৎকারে বলেন, ‘‘রায়গঞ্জের মানুষ প্রচুর ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে আমায় নির্বাচিত করেছেন । আমি আজ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি রায়গঞ্জের মানুষের উন্নয়ন আর বিকাশ সাধন করব । তাদের প্রতিটি সমস্যার সমাধান করব । রায়গঞ্জে বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করব ৷’’

রায়গঞ্জ, 8 মে : " রায়গঞ্জবাসীর আশীর্বাদধন্য হয়ে বিধানসভায় প্রথম বিধায়ক হিসেবে প্রবেশ করতে পেরেছি । রায়গঞ্জের মানুষের পাশে থাকার অঙ্গীকার করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷" শুক্রবার সন্ধ্যায় রাজ্য বিধানসভা ভবনে বিধায়ক হিসেবে শপথ নিয়ে এমন কথাই জানালেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ।

রাজ্যের অন্যান্য বিধায়কের মতো শুক্রবার বিধানসভা ভবনে শপথ গ্রহণ করেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। এই প্রথম সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করেই রায়গঞ্জের মানুষের বিপুল সমর্থনে 2021 বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী । তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের কানাইয়ালাল আগরওয়ালকে 20 হাজার 748 ভোটে পরাজিত করে জয়লাভ করেছেন ।

আরও পড়ুন : বিজেপির একনিষ্ঠ সৈনিক হিসেবে লড়াই জারি, মৌনতা ভাঙলেন মুকুল

রায়গঞ্জে বিজেপি বিধায়ক হলেও রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি বিজেপি । তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতাসীন হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস । রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী শপথ নেওয়ার পরই বিধানসভায় এক সাক্ষাৎকারে বলেন, ‘‘রায়গঞ্জের মানুষ প্রচুর ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে আমায় নির্বাচিত করেছেন । আমি আজ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি রায়গঞ্জের মানুষের উন্নয়ন আর বিকাশ সাধন করব । তাদের প্রতিটি সমস্যার সমাধান করব । রায়গঞ্জে বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.