ETV Bharat / state

রায়গঞ্জে প্রতিদিন পাঁচহাজার মানুষকে অন্ন জোগাবে বিধায়কের 'অন্নপূর্ণা ভান্ডার'

কার্যত লকডাউনের জেরে কর্মহারা একাধিক মানুষ ৷ এবার তাঁদের মুখে খাবার তুলে দিতে রায়গঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় প্রতিদিন পাঁচ হাজার মানুষকে রুটি-তরকারি বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিলেন রায়গঞ্জের বিধায়ক

রায়গঞ্জে প্রতিদিন পাঁচহাজার মানুষকে অন্ন জোগাবে কৃষ্ণ কল্যাণীর 'অন্নপূর্ণা ভান্ডার'
রায়গঞ্জে প্রতিদিন পাঁচহাজার মানুষকে অন্ন জোগাবে কৃষ্ণ কল্যাণীর 'অন্নপূর্ণা ভান্ডার'
author img

By

Published : May 16, 2021, 6:55 PM IST

রায়গঞ্জ, 16 মে: রবিবার থেকে রাজ্যে শুরু হল কার্যত লকডাউন ৷ এই অবস্থায় প্রতিদিন পাঁচ হাজার মানুষকে রুটি-সব্জি বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ আজ কার্যত লকডাউনের প্রথম দিনে এই কর্মসূচির উদ্বোধন করলেন কৃষ্ণ কল্যাণীর মা উর্মিলা কল্যাণী ৷ রোজ প্রায় 150 কেজি আটার রুটি ও সবজি বিতরণ করার পরিকল্পনা নিয়েছেন রায়গঞ্জের নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন স্থানে এই কাজের সূচনা করলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণীর মা উর্মিলা কল্যাণী। বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত 'অন্নপূর্ণা ভান্ডার' নামক ভ্যানে সম্পূর্ণ বিনামূল্যে মিলবে রুটি-সবজি।

রবিবার সকাল ছ'টা থেকে রাজ্যজুড়ে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করলেই মহামারী আইনে কড়া পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, জরুরি পরিষেবা বাদে অন্যান্য সব পরিষেবা বন্ধ থাকবে 30 মে পর্যন্ত। এদিকে রাজ্যে ফের কড়াকড়ির ফলে কার্যত কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। এই সঙ্কটময় পরিস্থিতিতে রায়গঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় প্রতিদিন পাঁচ হাজার মানুষকে রুটি-তরকারি বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিলেন রায়গঞ্জের বিধায়ক ৷ ধারাবাহিকভাবে এই পরিষেবা মিলবে বলে জানিয়েছেন তিনি ৷

রায়গঞ্জে প্রতিদিন পাঁচহাজার মানুষকে অন্ন জোগাবে কৃষ্ণ কল্যাণীর 'অন্নপূর্ণা ভান্ডার'

এপ্রসঙ্গে কৃষ্ণ কল্যাণী বললেন, "পিতা স্বর্গীয় দীনদয়াল কল্যাণীর স্মৃতির উদ্দেশ্যে করোনা দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ ৷ আজ থেকে বছরের প্রতিটা দিনেই রায়গঞ্জের বিভিন্ন এলাকায় চালু থাকবে এই কর্মসূচি ৷ " কার্যত লকডাউনের প্রথম দিনে বিধায়কের কাছ থেকে এই পরিষেবা পেয়ে খুশি এলাকার অসংখ্য দুঃস্থ মানুষ।

আরও পড়ুন : নির্ধারিত সময়ের পরও খোলা দোকান, জমিয়ে আড্ডা ; গ্রেফতার 7

রায়গঞ্জ, 16 মে: রবিবার থেকে রাজ্যে শুরু হল কার্যত লকডাউন ৷ এই অবস্থায় প্রতিদিন পাঁচ হাজার মানুষকে রুটি-সব্জি বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ আজ কার্যত লকডাউনের প্রথম দিনে এই কর্মসূচির উদ্বোধন করলেন কৃষ্ণ কল্যাণীর মা উর্মিলা কল্যাণী ৷ রোজ প্রায় 150 কেজি আটার রুটি ও সবজি বিতরণ করার পরিকল্পনা নিয়েছেন রায়গঞ্জের নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন স্থানে এই কাজের সূচনা করলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণীর মা উর্মিলা কল্যাণী। বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত 'অন্নপূর্ণা ভান্ডার' নামক ভ্যানে সম্পূর্ণ বিনামূল্যে মিলবে রুটি-সবজি।

রবিবার সকাল ছ'টা থেকে রাজ্যজুড়ে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করলেই মহামারী আইনে কড়া পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, জরুরি পরিষেবা বাদে অন্যান্য সব পরিষেবা বন্ধ থাকবে 30 মে পর্যন্ত। এদিকে রাজ্যে ফের কড়াকড়ির ফলে কার্যত কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। এই সঙ্কটময় পরিস্থিতিতে রায়গঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় প্রতিদিন পাঁচ হাজার মানুষকে রুটি-তরকারি বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিলেন রায়গঞ্জের বিধায়ক ৷ ধারাবাহিকভাবে এই পরিষেবা মিলবে বলে জানিয়েছেন তিনি ৷

রায়গঞ্জে প্রতিদিন পাঁচহাজার মানুষকে অন্ন জোগাবে কৃষ্ণ কল্যাণীর 'অন্নপূর্ণা ভান্ডার'

এপ্রসঙ্গে কৃষ্ণ কল্যাণী বললেন, "পিতা স্বর্গীয় দীনদয়াল কল্যাণীর স্মৃতির উদ্দেশ্যে করোনা দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ ৷ আজ থেকে বছরের প্রতিটা দিনেই রায়গঞ্জের বিভিন্ন এলাকায় চালু থাকবে এই কর্মসূচি ৷ " কার্যত লকডাউনের প্রথম দিনে বিধায়কের কাছ থেকে এই পরিষেবা পেয়ে খুশি এলাকার অসংখ্য দুঃস্থ মানুষ।

আরও পড়ুন : নির্ধারিত সময়ের পরও খোলা দোকান, জমিয়ে আড্ডা ; গ্রেফতার 7

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.