রায়গঞ্জ, 28 এপ্রিল: কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । গৃহবন্দী হওয়ার ফলে রুজি-রুটিহীন হয়ে পড়েছেন বহু মানুষ । অনেকেই আবার রেশন কার্ড না থাকায় খাদ্যসামগ্রী পাচ্ছেন না । এই পরিস্থিতিতে বিপাকে পড়েছিলেন রায়গঞ্জ পৌর এলাকার দুস্থ মানুষরাও । তাঁদের সাহায্যার্থে এবার এগিয়ে এলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত । নিজের উদ্যোগে দুস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি ।
আজ রায়গঞ্জ বিধানসভা এলাকার প্রায় 5000 মানুষের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দিয়েছেন মোহিত সেনগুপ্ত । কেউ যেন অভুক্ত না থাকেন তা নিশ্চিত করতেই তাঁর এই পদক্ষেপ । সাধ্যমতো চেষ্টা করছেন এলাকার মানুষের পাশে দাঁড়ানোর ।
এই বিষয়ে মোহিত সেনগুপ্ত বলেন, "কোরোনা আক্রান্তের সংখ্যা সারা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতে ক্রমশ বেড়ে যাচ্ছে । বাদ যাচ্ছে না পশ্চিমবঙ্গও । লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষরা । সাধ্যমতো সবার হাতে খাদ্যসামগ্রী তুলে দিলাম । একজন বিধায়ক হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি ।"