ETV Bharat / state

নির্দেশিকামতো দপ্তরে উপস্থিত হয়নি কর্মীরা, তালিকা তৈরি রায়গঞ্জ মেডিকেলে - রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল

মঙ্গলবারের মধ্যে জেলার বাইরে থাকা কর্মীদের দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল । কিন্তু তারপরও অনেকে ফিরে আসেননি । তাই এবার তাঁদের তালিকা করছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ । শুধু তাই নয়, স্বাস্থ্যভবনের সামনেও তুলে ধরা হবে এই তালিকা ।

Raiganj Medical College and Hospital
রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল
author img

By

Published : May 7, 2020, 2:02 PM IST

রায়গঞ্জ, 7 মে : জেলার বাইরে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাঁদের দু'দিনের মধ্যে দপ্তরে হাজির দিতে বলে নির্দেশিকা জারি করেছিল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । রবিবার এই নির্দেশিকা জারি করা হয় । সেই হিসেবে মঙ্গলবারের মধ্যে জেলার বাইরে থাকা কর্মীদের দপ্তরে হাজিরা দেওয়ার কথা । কিন্তু তারপরও অনেকে ফিরে আসেননি । তাই এবার তাঁদের তালিকা করছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ । শুধু তাই নয়, স্বাস্থ্যভবনের সামনেও তুলে ধরা হবে এই তালিকা ।

হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের একাংশ বার বার ছুটি নিয়ে কলকাতায় চলে যাচ্ছেন । এই অভিযোগ ওঠার পরই রবিবার একটি নির্দেশিকা জারি করেছিল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । সেই নির্দেশিকায় জেলার বাইরে হাসপাতালের যেসমস্ত কর্মীরা রয়েছেন তাঁদের দু'দিনের মধ্যে দপ্তরে উপস্থিত হতে বলা হয় । পাশাপাশি তাঁদের হোম কোয়ারানটিনে বাধ্যতামূলকভাবে থাকার কথাও নির্দেশিকায় বলা হয় । কিন্তু তারপরও মঙ্গলবার বিকেল পর্যন্ত 20 জনের বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ফিরে আসেননি । তাই গতকাল থেকে জেলার বাইরে থাকা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী-সহ হাসপাতালের কর্মীদের তালিকার তৈরি কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ । ওই তালিকা তৈরি হয়ে গেলে তা স্বাস্থ্যভবনেও পাঠানো হবে ।

তালিকা তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার প্রিয়ঙ্কর রায় । তিনি বলেন, "নির্দেশিকা জারি করার পরেও যে সকল চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী বর্তমানে বাইরে রয়েছেন তাঁদের তালিকা প্রস্তুত করা হচ্ছে । তবে কতজন বাইরে রয়েছেন সে সম্পর্কে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ।"

রায়গঞ্জ, 7 মে : জেলার বাইরে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাঁদের দু'দিনের মধ্যে দপ্তরে হাজির দিতে বলে নির্দেশিকা জারি করেছিল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । রবিবার এই নির্দেশিকা জারি করা হয় । সেই হিসেবে মঙ্গলবারের মধ্যে জেলার বাইরে থাকা কর্মীদের দপ্তরে হাজিরা দেওয়ার কথা । কিন্তু তারপরও অনেকে ফিরে আসেননি । তাই এবার তাঁদের তালিকা করছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ । শুধু তাই নয়, স্বাস্থ্যভবনের সামনেও তুলে ধরা হবে এই তালিকা ।

হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের একাংশ বার বার ছুটি নিয়ে কলকাতায় চলে যাচ্ছেন । এই অভিযোগ ওঠার পরই রবিবার একটি নির্দেশিকা জারি করেছিল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । সেই নির্দেশিকায় জেলার বাইরে হাসপাতালের যেসমস্ত কর্মীরা রয়েছেন তাঁদের দু'দিনের মধ্যে দপ্তরে উপস্থিত হতে বলা হয় । পাশাপাশি তাঁদের হোম কোয়ারানটিনে বাধ্যতামূলকভাবে থাকার কথাও নির্দেশিকায় বলা হয় । কিন্তু তারপরও মঙ্গলবার বিকেল পর্যন্ত 20 জনের বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ফিরে আসেননি । তাই গতকাল থেকে জেলার বাইরে থাকা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী-সহ হাসপাতালের কর্মীদের তালিকার তৈরি কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ । ওই তালিকা তৈরি হয়ে গেলে তা স্বাস্থ্যভবনেও পাঠানো হবে ।

তালিকা তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার প্রিয়ঙ্কর রায় । তিনি বলেন, "নির্দেশিকা জারি করার পরেও যে সকল চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী বর্তমানে বাইরে রয়েছেন তাঁদের তালিকা প্রস্তুত করা হচ্ছে । তবে কতজন বাইরে রয়েছেন সে সম্পর্কে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.