রায়গঞ্জ, 7 মে : কবরস্থান নিজের নামে করে নেওয়ার অভিযোগে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান (Raiganj Locals Protest) । ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার 7 নং শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের পানিশালা এলাকার পাইপপাড়া গ্রামে । ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷
পানিশালা এলাকার পাইপপাড়া গ্রামের 15 শতক জমি স্থানীয় আব্দুল জব্বার নামে এক ব্যক্তি দখল করে নিয়েছেন বলে অভিযোগ । গ্রামবাসীর দাবি, দীর্ঘ কয়েকশো বছর ধরে এই 15 শতক জমি কবরস্থান হিসাবে ব্যবহার হয়ে আসছে । হঠাৎ করে স্থানীয় আব্দুল জব্বার নামে ওই ব্যক্তি নিজের নামে জমিটি বের করে নিয়ে দখল করে নেন ৷ এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা ভূমি দফতরে জানানোর পরেও কোনও সুরাহা না হওয়ায় শুক্রবার দুপুরে পানিশালার পাইপপাড়া এলাকার 34 নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী ।
আরও পড়ুন : প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে জঙ্গিপুর হাসপাতালে ভাঙচুর
অবরোধের জেরে 34 নং জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে । পুলিশের আশ্বাসে পরে আন্দোলনকারীরা জাতীয় সড়কের উপর থেকে অবরোধ তুলে নেন ।