ETV Bharat / state

7 মাস বন্ধ থাকার পর খুলেছে কুলিক পক্ষীনিবাস, খুশি পর্যটকরা

কোরোনা সংক্রমণের জেরে 17 মার্চ বন্ধ করে দেওয়া হয় রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাস । সাত মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি বিধি মেনে পর্যটকদের জন্য তা খুলে দেওয়া হয়েছে ।

author img

By

Published : Oct 7, 2020, 6:13 PM IST

raiganj news
raiganj news

রায়গঞ্জ, 7 অক্টোবর : 2 অক্টোবর থেকে খুলেছে কুলিক পক্ষীনিবাস । স্বাস্থ্যবিধি মেনেই তা খুলে দেওয়া হয়েছে । মুখে মাস্ক পরা বাধ্যতামূলক । স্যানিটাইজ়েশনের পাশাপাশি থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও রয়েছে । দীর্ঘদিন বন্ধ থাকার পর এই পক্ষীনিবাস খোলায় খুশি রায়গঞ্জবাসী ও পর্যটকরা ।

কোরোনা সংক্রমণের জেরে 17 মার্চ বন্ধ করে দেওয়া হয় রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাস । সাত মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি বিধি মেনে পর্যটকদের জন্য তা খুলে দেওয়া হয়েছে ।

রায়গঞ্জ শহর থেকে এক কিলোমিটার দূরে কুলিক নদীর ধারে 34 নম্বর জাতীয় সড়কের পাশে গড়ে ওঠা এশিয়ার বৃহত্তম এই পক্ষীনিবাসে প্রতি বছর জুন-জুলাই মাসে হাজার হাজার মাইল দূর থেকে পরিযায়ী পাখিরা এসে ভিড় জমায় । ওপেন বিল স্টক, নাইট হেরন, ইগ্রেট, করমোরেন্ট এই চার প্রজাতির পরিযায়ী পাখিরা এখানে এসে সঙ্গী নির্বাচন করে বাসা বাঁধে । শাবকের জন্ম দেয় ।

ডিসেম্বর-জানুয়ারি নাগাদ এইসব পরিযায়ী পাখিরা ফিরে যায় । কোরোনার সংক্রমণের জেরে সাতমাস ধরে কুলিক পক্ষীনিবাস বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বন দপ্তর ও পর্যটন বিভাগ ।

রায়গঞ্জ বন বিভাগের আধিকারিক সোমনাথ সরকার জানিয়েছেন, কোরোনা বিধি মেনে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে কুলিক পক্ষীনিবাস । এবছর লকডাউনের কারণে দূষণ কম হওয়া এবং আগাম ও অতিরিক্ত বৃষ্টির কারণে পরিযায়ী পাখির সংখ্যা বেড়েছে ।

রায়গঞ্জ, 7 অক্টোবর : 2 অক্টোবর থেকে খুলেছে কুলিক পক্ষীনিবাস । স্বাস্থ্যবিধি মেনেই তা খুলে দেওয়া হয়েছে । মুখে মাস্ক পরা বাধ্যতামূলক । স্যানিটাইজ়েশনের পাশাপাশি থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও রয়েছে । দীর্ঘদিন বন্ধ থাকার পর এই পক্ষীনিবাস খোলায় খুশি রায়গঞ্জবাসী ও পর্যটকরা ।

কোরোনা সংক্রমণের জেরে 17 মার্চ বন্ধ করে দেওয়া হয় রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাস । সাত মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি বিধি মেনে পর্যটকদের জন্য তা খুলে দেওয়া হয়েছে ।

রায়গঞ্জ শহর থেকে এক কিলোমিটার দূরে কুলিক নদীর ধারে 34 নম্বর জাতীয় সড়কের পাশে গড়ে ওঠা এশিয়ার বৃহত্তম এই পক্ষীনিবাসে প্রতি বছর জুন-জুলাই মাসে হাজার হাজার মাইল দূর থেকে পরিযায়ী পাখিরা এসে ভিড় জমায় । ওপেন বিল স্টক, নাইট হেরন, ইগ্রেট, করমোরেন্ট এই চার প্রজাতির পরিযায়ী পাখিরা এখানে এসে সঙ্গী নির্বাচন করে বাসা বাঁধে । শাবকের জন্ম দেয় ।

ডিসেম্বর-জানুয়ারি নাগাদ এইসব পরিযায়ী পাখিরা ফিরে যায় । কোরোনার সংক্রমণের জেরে সাতমাস ধরে কুলিক পক্ষীনিবাস বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বন দপ্তর ও পর্যটন বিভাগ ।

রায়গঞ্জ বন বিভাগের আধিকারিক সোমনাথ সরকার জানিয়েছেন, কোরোনা বিধি মেনে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে কুলিক পক্ষীনিবাস । এবছর লকডাউনের কারণে দূষণ কম হওয়া এবং আগাম ও অতিরিক্ত বৃষ্টির কারণে পরিযায়ী পাখির সংখ্যা বেড়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.