ETV Bharat / state

ভিড় এড়াতে রায়গঞ্জের চিকিৎসকদের ভরসা ডিজিটাল মিডিয়া

author img

By

Published : Jun 5, 2020, 8:02 AM IST

আনলকডাউনের 1.0 পর্ব শুরু হয়েছে । এর মধ্যে রায়গঞ্জের চিকিৎসকের একাংশ হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন । চেম্বারে ভিড় করে যাতে কেউ আর কোরোনা সংক্রমণের কবলে না পড়েন তার জন্য়ই এই ব্যবস্থা গ্রহণ করেছেন তাঁরা । শুধুমাত্র রায়গঞ্জ নয়, অন্য রাজ্যে বা জেলায় আটকে পড়া মানুষও পরিষেবা পাবে ।

Raiganj
রায়গঞ্জের চিকিৎসক শান্তনু দাস

রায়গঞ্জ , 5 জুন : কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । তার সঙ্গে বাড়ছে মৃত্যু সংখ্যাও । এরই মধ্যে শুরু হয়েছে আনলকডাউনের 1.0 পর্ব । সেক্ষেত্রে কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে চেম্বারে ভিড় এড়ানো প্রয়োজন । তাই বর্তমানে রায়গঞ্জের চিকিৎসকদের একাংশের ভরসা ডিজিটাল মাধ্যম । শুধুমাত্র রায়গঞ্জের নয় অন্যান্য রাজ্যে আটকে পড়া জেলার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেসক্রিপশন করছে চিকিৎসকদের একাংশ । তাঁদের দাবি , কোরোনা ভাইরাস সংক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এখন ভিড় এড়ানো সব থেকে বড় অস্ত্র । সংক্রমণ যাতে কোনওভাবে ছড়িয়ে না পড়ে , তা নিশ্চিত করতেই ডিজিটাল মাধ্যম অনেক বেশি কার্যকরী ।

মার্চ মাস থেকেই দফায় দফায় দেশজুড়ে লকডাউন শুরু হয় । কোরোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে চিকিৎসকদের চেম্বার যথারীতি বন্ধ করে দেওয়া হয়েছিল । যদিও , তাঁরা টেলিফোনে পরিষেবা দিচ্ছিলেন । অত্যন্ত জরুরি হলেই চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছিলেন রোগীর পরিবারের সদস্যরা । চিকিৎসকদের দাবি , মূলত তাঁদের এবং রোগী ও পরিজনদের সুবিধার জন্যই এই ব্যবস্থা বলবৎ করেছিলেন তাঁরা । পাশাপাশি , চেম্বারে ভিড় জমাতে গিয়ে যাতে কেউ সংক্রমিত না হন , সেই বিষয়টি দেখার জন্যই এমন ব্যবস্থা করা হয়েছিল । বর্তমানে আনলকডাউনের 1.0 পর্ব চালু হয়েছে । এর মধ্যেও চিকিৎসকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা না হলে একইভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিকিৎসা পদ্ধতি চালু রেখেছেন । রায়গঞ্জের কয়েকজন চিকিৎসক হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে প্রেসক্রিপশন করছেন । এই সুযোগ শুধুমাত্র সংশ্লিষ্ট চিকিৎসকের রোগীদের জন্যই প্রযোজ্য নয় বরং অন্যান্য চিকিৎসকের রোগীরাও বিনা দ্বিধায় অন্য চিকিৎসকের দ্বারস্থ হতে পারছেন । তাছাড়া , কাজের প্রয়োজনে জেলার বাইরে গিয়ে আটকে পড়া যে কোনও রোগী তাঁদের চিকিৎসা পরিষেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন বলেই জানিয়েছেন রায়গঞ্জের চিকিৎসকদের একাংশ ।

এই বিষয়ে রায়গঞ্জের চিকিৎসক শান্তনু দাস বলেন, "আমরা চিকিৎসকেরা মূলত রোগীদের স্বার্থেই বর্তমানে চেম্বারে ভিড় জমাতে সবাইকে বারণ করেছি । অবশ্যই খুব বড় প্রয়োজন ছাড়া । আমি ব্যক্তিগতভাবে একটি নতুন মোবাইল নম্বর নিয়েছি । ওই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা হয়েছে । সেই নম্বরটি সোশাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়েছি । যেখানেই যে কেউ সমস্যায় পড়ছেন , তাঁদের আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিচ্ছি । মূলত, কোরোনা ভাইরাস সংক্রমণ যাতে সবার মধ্যে ছড়িয়ে না পড়ে , সেই বিষয়টি নিশ্চিত করতেই এমন ব্যবস্থা আমরা করেছি ।"

হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিষেবা পাওয়া এক রোগীর আত্মীয় অনিমেষ জোয়ারদার বলেন , "লকডাউনের মধ্যেও চিকিৎসকদের মোবাইলের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন সময়ে নানা সমস্যা থেকে মুক্তি পেয়েছি । আমরা সত্যিই খুব খুশি । প্রয়োজনের সময় চিকিৎসকদের এমন পরিষেবা পাওয়ায় আমরা উপকৃত হয়েছি ।"

রায়গঞ্জ , 5 জুন : কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । তার সঙ্গে বাড়ছে মৃত্যু সংখ্যাও । এরই মধ্যে শুরু হয়েছে আনলকডাউনের 1.0 পর্ব । সেক্ষেত্রে কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে চেম্বারে ভিড় এড়ানো প্রয়োজন । তাই বর্তমানে রায়গঞ্জের চিকিৎসকদের একাংশের ভরসা ডিজিটাল মাধ্যম । শুধুমাত্র রায়গঞ্জের নয় অন্যান্য রাজ্যে আটকে পড়া জেলার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেসক্রিপশন করছে চিকিৎসকদের একাংশ । তাঁদের দাবি , কোরোনা ভাইরাস সংক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এখন ভিড় এড়ানো সব থেকে বড় অস্ত্র । সংক্রমণ যাতে কোনওভাবে ছড়িয়ে না পড়ে , তা নিশ্চিত করতেই ডিজিটাল মাধ্যম অনেক বেশি কার্যকরী ।

মার্চ মাস থেকেই দফায় দফায় দেশজুড়ে লকডাউন শুরু হয় । কোরোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে চিকিৎসকদের চেম্বার যথারীতি বন্ধ করে দেওয়া হয়েছিল । যদিও , তাঁরা টেলিফোনে পরিষেবা দিচ্ছিলেন । অত্যন্ত জরুরি হলেই চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছিলেন রোগীর পরিবারের সদস্যরা । চিকিৎসকদের দাবি , মূলত তাঁদের এবং রোগী ও পরিজনদের সুবিধার জন্যই এই ব্যবস্থা বলবৎ করেছিলেন তাঁরা । পাশাপাশি , চেম্বারে ভিড় জমাতে গিয়ে যাতে কেউ সংক্রমিত না হন , সেই বিষয়টি দেখার জন্যই এমন ব্যবস্থা করা হয়েছিল । বর্তমানে আনলকডাউনের 1.0 পর্ব চালু হয়েছে । এর মধ্যেও চিকিৎসকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা না হলে একইভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিকিৎসা পদ্ধতি চালু রেখেছেন । রায়গঞ্জের কয়েকজন চিকিৎসক হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে প্রেসক্রিপশন করছেন । এই সুযোগ শুধুমাত্র সংশ্লিষ্ট চিকিৎসকের রোগীদের জন্যই প্রযোজ্য নয় বরং অন্যান্য চিকিৎসকের রোগীরাও বিনা দ্বিধায় অন্য চিকিৎসকের দ্বারস্থ হতে পারছেন । তাছাড়া , কাজের প্রয়োজনে জেলার বাইরে গিয়ে আটকে পড়া যে কোনও রোগী তাঁদের চিকিৎসা পরিষেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন বলেই জানিয়েছেন রায়গঞ্জের চিকিৎসকদের একাংশ ।

এই বিষয়ে রায়গঞ্জের চিকিৎসক শান্তনু দাস বলেন, "আমরা চিকিৎসকেরা মূলত রোগীদের স্বার্থেই বর্তমানে চেম্বারে ভিড় জমাতে সবাইকে বারণ করেছি । অবশ্যই খুব বড় প্রয়োজন ছাড়া । আমি ব্যক্তিগতভাবে একটি নতুন মোবাইল নম্বর নিয়েছি । ওই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা হয়েছে । সেই নম্বরটি সোশাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়েছি । যেখানেই যে কেউ সমস্যায় পড়ছেন , তাঁদের আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিচ্ছি । মূলত, কোরোনা ভাইরাস সংক্রমণ যাতে সবার মধ্যে ছড়িয়ে না পড়ে , সেই বিষয়টি নিশ্চিত করতেই এমন ব্যবস্থা আমরা করেছি ।"

হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিষেবা পাওয়া এক রোগীর আত্মীয় অনিমেষ জোয়ারদার বলেন , "লকডাউনের মধ্যেও চিকিৎসকদের মোবাইলের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন সময়ে নানা সমস্যা থেকে মুক্তি পেয়েছি । আমরা সত্যিই খুব খুশি । প্রয়োজনের সময় চিকিৎসকদের এমন পরিষেবা পাওয়ায় আমরা উপকৃত হয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.