রায়গঞ্জ, 10 এপ্রিল: লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন প্রবীণ এবং বিশেষভাবে সক্ষমরা । গাড়ি চলাচল না করায় ওষুধ, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বা ব্যাঙ্ক, পোস্ট অফিসে যেতে নাজেহাল হচ্ছিলেন তাঁরা । সেই সমস্যার সমাধানে এগিয়ে এল রায়গঞ্জ জেলা পুলিশ । বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমদের সুবিধায় "বিকল্প বন্ধু" পরিষেবা চালু করল তারা । উপযুক্ত নথি দেখাতে পারলে বিনামূল্যে গাড়ির পরিষেবা পাওয়া যাবে সেখান থেকে।
মূলত রায়গঞ্জের ব্যবসায়ী সংগঠন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই পরিষেবা চালু করা হয়েছে । লকডাউনের সময় এই পরিষেবা মানুষের উপকারে লাগবে । একটি হেল্পলাইন নম্বর (83709 54543) চালু করেছে রায়গঞ্জ জেলা পুলিশ । যেখানে ফোন করলে সহজেই এই পরিষেবা পাবেন এলাকার প্রবীণ ও বিশেষভাবে সক্ষমরা । আজ রায়গঞ্জে পুলিশ সুপারের দপ্তরে শহরের ব্যবসায়ী সংগঠনের সহায়তায় এই প্রকল্পের উদ্বোধন করা হয় । এই প্রকল্পে পাঁচটি গাড়ি বিনামূল্যে পরিষেবা দেবে ।
রায়গঞ্জ পুলিশ জেলার অধীনে থাকা রায়গঞ্জ, কালিয়াগঞ্জ হেমতাবাদ, করণদিঘি, ইটাহার থানার অন্তর্গত যেকোনও এলাকায় এই গাড়িগুলো পরিষেবা দেবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে । যদিও কোথায় যেতে হবে বা কেন তাঁরা যাচ্ছেন তার উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। তবে এই পরিষেবা কখনওই কোরোনা আক্রান্ত রোগী, দুর্ঘটনাগ্ৰস্ত বা প্রসূতির ক্ষেত্রে পাওয়া যাবে না । কারণ এসবের জন্য উপযুক্ত অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে । আজ এই প্রকল্প উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার সুমিত কুমার, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি, চিকিৎসক শান্তনু দাস সহ একাধিক ব্যবসায়ী সংগঠনের সদস্যরা । আপাতত সপ্তাহে একদিন করে এই পরিষেবা পাওয়া যাবে ।
এই বিষয়ে রাপুলিশ সুপার সুমিত কুমার বলেন, "প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের জন্য এই পরিষেবা চালু করেছি । লকডাউনের সময় বাড়িতে একা থাকা ওইসব মানুষরা চিকিৎসকদের কাছে যাওয়া থেকে শুরু করে নানান প্রয়োজনে এই গাড়িগুলি ব্যবহার করতে পারবেন । যদিও তার জন্য উপযুক্ত নথি দেখাতে হবে ।" রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফে শান্তনু দাস বলেন, "আমরা রায়গঞ্জ পুলিশ এবং প্রশাসনের পাশে দাঁড়াতে পারে অত্যন্ত খুশি । এতে লকডাউনে বিপদে পড়া মানুষদের সাহায্য হবে ।"