রায়গঞ্জ, 9 সেপ্টেম্বর : জেলা বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর একধাপ এগিয়ে এবার রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অফিসে থাকা বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর ছবি ঢাকা হল । ফলে বিজেপির সঙ্গে আরও দূরত্ব বাড়ল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। রাজনৈতিক মহলের দাবি, বিজেপির রায়গঞ্জের বিধায়ক ও সাংসদের মধ্যে সম্পর্কে ফাটল প্রবল আকার ধারণ করেছে । ইতিমধ্যেই মঙ্গলবারই বিধায়ক কৃষ্ণ কল্যাণী কলকাতায় যাওয়ায় রায়গঞ্জে গুঞ্জন ও জল্পনা ক্রমশই বাড়ছে । বিগত দুদিন আগেই জেলা বিজেপির থেকে দূরত্ব বাড়িয়েছেন রায়গঞ্জের বিধায়ক । জেলা নেতৃত্ব ও সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দলীয় সমস্ত কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি । বুধবার তিনি কলকাতায় থাকলেও তাঁর দফতরে ঢাকা পড়ল রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর ছবি ।
বিধায়কের দফতরে সবার ছবি বাদ দিয়ে শুধুমাত্র সাংসদ দেবশ্রী চৌধুরীর ছবিই ঢেকে দেওয়া হয় । যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে । জেলা বিজেপি প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন, বিধায়কের নিজের অফিসে কার ছবি রাখবেন আর কার ছবি রাখবেন না এটা তাঁর নিজস্ব ব্যক্তিগত ব্যাপার । তবে তিনি বিজেপি দলের সঙ্গেই আছেন। আর বিধায়ক বা সাংসদের ছবি রাখতেই হবে এমন কোনও ব্যাপার নয়।
আরও পড়ুন: উৎসবের আবহে ভাতা চাইছেন রায়গঞ্জের মৃৎশিল্পীরা, সায় বিজেপি-র
জেলা তৃণমূল নেতা অরিন্দম সরকার জানিয়েছেন, বিজেপিতে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে রাজ্যজুড়ে । এরা মানুষের হয়ে কোনও কাজ করে না । জেলায় এখন 1 জন বিজেপি বিধায়ক রয়েছেন ৷ হয়ত খুব শীঘ্রই তিনিও তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন । তবে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দফতরের কর্মী নিতাই সরকার বলেন, "সংস্কারের জন্য কাজ চলছে তাই ছবি ঢাকা হয়েছে ।" কিন্তু বেছে বেছে কেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর ছবিই ঢেকে ফেলা হল তার সদুত্তর দিতে পারেননি কোনও বিজেপি নেতাই ৷