ETV Bharat / state

নাগরিক পরিষেবায় ‘সমাধান’, চালু বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নয়া অফিস - বিজেপি

নাগরিক পরিষেবা প্রদানের জন্য অফিস খুললেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ রায়গঞ্জ শহর সংলগ্ন উদয়পুরে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের ধারে জনা দশেক কর্মচারী নিয়ে সমাধান নামে ওই অফিস খুলেছেন তিনি ৷

raiganj-bjp-mla-krishna-kalyani-open-a-new-office-for-give-service-to-public
নাগরিক পরিষেবায় নতুন অফিস খুললেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী
author img

By

Published : Jun 7, 2021, 7:45 PM IST

রায়গঞ্জ, 7 জুন : সাধারণ মানুষকে পরিষেবা দিতে ‘সমাধান’ নামে একটি অফিস খুললেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী । রায়গঞ্জ শহরের উদয়পুরে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের ধারে বিধায়কের অফিস খুলে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন তিনি । সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য চালু থাকবে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর পরিষেবা কেন্দ্র ‘সমাধান’ ।

রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়ে একের পর এক জনকল্যাণের কাজ করে চলেছেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী । সপ্তাহে দু’দিন করে নিজের বিধানসভা এলাকায় পাঁচ হাজার রুটি সবজি বিতরণ করা থেকে শুরু অসহায় দুঃস্থ মানুষদের সবরকম সহযোগিতা করছেন তিনি ৷ করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকতে দলীয় কর্মীদের নিয়ে ময়দানে নেমেছেন । এবার সাধারণ মানুষের যে কোনও সমস্যা সমাধানের জন্য চালু করলেন বিধায়কের অফিস ‘সমাধান’ ।

আরও পড়ুন : রায়গঞ্জে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন বিজেপি বিধায়ক

রায়গঞ্জ শহর সংলগ্ন উদয়পুরে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের ধারে জনা দশেক কর্মচারী রয়েছেন বিধায়কের অফিসে । কম্পিউটার ও ল্যাপটপে অত্যাধুনিক সুসজ্জিত এই অফিস থেকে বিধায়কের সমস্ত পরিষেবা তুলে দেওয়া হবে রায়গঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দাদের হাতে । এ নিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, ‘‘আমার বিধানসভা এলাকার মানুষদের সবরকম পরিষেবা দিতেই এই অফিস খোলা হয়েছে ৷ যার নাম দেওয়া হয়েছে সমাধান । আধার কার্ড থেকে ভোটার কার্ড কিংবা রেশন কার্ডে ভুল থাকলে তা সংশোধন করে দেওয়া হবে ৷ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া হবে এই অফিস থেকে ৷’’

রায়গঞ্জ, 7 জুন : সাধারণ মানুষকে পরিষেবা দিতে ‘সমাধান’ নামে একটি অফিস খুললেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী । রায়গঞ্জ শহরের উদয়পুরে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের ধারে বিধায়কের অফিস খুলে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন তিনি । সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য চালু থাকবে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর পরিষেবা কেন্দ্র ‘সমাধান’ ।

রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়ে একের পর এক জনকল্যাণের কাজ করে চলেছেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী । সপ্তাহে দু’দিন করে নিজের বিধানসভা এলাকায় পাঁচ হাজার রুটি সবজি বিতরণ করা থেকে শুরু অসহায় দুঃস্থ মানুষদের সবরকম সহযোগিতা করছেন তিনি ৷ করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকতে দলীয় কর্মীদের নিয়ে ময়দানে নেমেছেন । এবার সাধারণ মানুষের যে কোনও সমস্যা সমাধানের জন্য চালু করলেন বিধায়কের অফিস ‘সমাধান’ ।

আরও পড়ুন : রায়গঞ্জে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন বিজেপি বিধায়ক

রায়গঞ্জ শহর সংলগ্ন উদয়পুরে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের ধারে জনা দশেক কর্মচারী রয়েছেন বিধায়কের অফিসে । কম্পিউটার ও ল্যাপটপে অত্যাধুনিক সুসজ্জিত এই অফিস থেকে বিধায়কের সমস্ত পরিষেবা তুলে দেওয়া হবে রায়গঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দাদের হাতে । এ নিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, ‘‘আমার বিধানসভা এলাকার মানুষদের সবরকম পরিষেবা দিতেই এই অফিস খোলা হয়েছে ৷ যার নাম দেওয়া হয়েছে সমাধান । আধার কার্ড থেকে ভোটার কার্ড কিংবা রেশন কার্ডে ভুল থাকলে তা সংশোধন করে দেওয়া হবে ৷ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া হবে এই অফিস থেকে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.