ETV Bharat / state

ঈদের আগে বস্ত্র বিতরণ রায়গঞ্জের বিজেপি বিধায়কের - কৃষ্ণ কল্যাণী

ঈদের আগের দিন বস্ত্র বিতরণ করলেন রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ৷ গৌরী গ্রামপঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে নতুন বস্ত্র বিতরণ করলেন তিনি ৷

wb_ndin_01_clothes_distribution_mla_for_eid_wb10021
ঈদের আগে বস্ত্র বিতরণ রায়গঞ্জের বিজেপি বিধায়কের
author img

By

Published : May 13, 2021, 10:23 PM IST

রায়গঞ্জ, 13 মে : শুক্রবার ঈদ ৷ সেই উপলক্ষে দুস্থ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করলেন রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ৷ রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত গৌরী গ্রামপঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে নতুন বস্ত্র বিতরণ করলেন তিনি ৷ ঈদের আগে নতুন বস্ত্র হাতে পেয়ে খুবই খুশি এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ৷

ক’দিন আগেই রাজ্য বিধানসভায় শপথ গ্রহণ করেছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ৷ এরপরই রায়গঞ্জে এসে সমাজসেবামূলক কাজ শুরু করেছেন তিনি ৷ রাজনীতিতে আসার অনেক আগে থেকেই দুস্থ, পীড়িতদের সাহায্যার্থে একাধিক কর্মসূচি নিয়েছিলেন রায়গঞ্জের শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ৷

গতবছর লকডাউনে হাজার হাজার দুস্থ, পীড়িত মানুষের মুখে তুলে দিয়েছিলেন খাবার ৷ করোনা মোকাবিলায় জেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন 25 লাখ টাকা ৷ এবার রাজনীতির ময়দানে নেমে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিজেপি দলের বিধায়ক হয়েছেন তিনি ৷ বিধায়ক হওয়ার পরই ঈদ উপলক্ষে দুস্থ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র ৷

ঈদের আগে বস্ত্র বিতরণ রায়গঞ্জের বিজেপি বিধায়কের

কৃষ্ণ কল্যাণ জানালেন, রায়গঞ্জ বিধানসভা এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে ভালোভাবে তাঁদের পবিত্র ঈদ উৎসব পালন করতে পারেন, তার জন্য তাঁদের হাতে শাড়ি, লুঙ্গি ও মাস্ক তুলে দেওয়া হল ৷

আরও পড়ুন : কানাইয়ালালের আধার-ভোটার কার্ড ফেরালেন কৃষ্ণ কল্যাণী

বৃহস্পতিবার রায়গঞ্জ বিধানসভার গৌরী গ্রামপঞ্চায়েতের শ্যামপুর হাট এলাকায় একেবারে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপলক্ষে এই বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানালেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ৷

রায়গঞ্জ, 13 মে : শুক্রবার ঈদ ৷ সেই উপলক্ষে দুস্থ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করলেন রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ৷ রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত গৌরী গ্রামপঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে নতুন বস্ত্র বিতরণ করলেন তিনি ৷ ঈদের আগে নতুন বস্ত্র হাতে পেয়ে খুবই খুশি এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ৷

ক’দিন আগেই রাজ্য বিধানসভায় শপথ গ্রহণ করেছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ৷ এরপরই রায়গঞ্জে এসে সমাজসেবামূলক কাজ শুরু করেছেন তিনি ৷ রাজনীতিতে আসার অনেক আগে থেকেই দুস্থ, পীড়িতদের সাহায্যার্থে একাধিক কর্মসূচি নিয়েছিলেন রায়গঞ্জের শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ৷

গতবছর লকডাউনে হাজার হাজার দুস্থ, পীড়িত মানুষের মুখে তুলে দিয়েছিলেন খাবার ৷ করোনা মোকাবিলায় জেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন 25 লাখ টাকা ৷ এবার রাজনীতির ময়দানে নেমে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিজেপি দলের বিধায়ক হয়েছেন তিনি ৷ বিধায়ক হওয়ার পরই ঈদ উপলক্ষে দুস্থ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র ৷

ঈদের আগে বস্ত্র বিতরণ রায়গঞ্জের বিজেপি বিধায়কের

কৃষ্ণ কল্যাণ জানালেন, রায়গঞ্জ বিধানসভা এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে ভালোভাবে তাঁদের পবিত্র ঈদ উৎসব পালন করতে পারেন, তার জন্য তাঁদের হাতে শাড়ি, লুঙ্গি ও মাস্ক তুলে দেওয়া হল ৷

আরও পড়ুন : কানাইয়ালালের আধার-ভোটার কার্ড ফেরালেন কৃষ্ণ কল্যাণী

বৃহস্পতিবার রায়গঞ্জ বিধানসভার গৌরী গ্রামপঞ্চায়েতের শ্যামপুর হাট এলাকায় একেবারে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপলক্ষে এই বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানালেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.