ETV Bharat / state

ইসলামপুর করোনা হাসপাতালে ঠিকাকর্মীদের কর্মবিরতি - COVID Hospitals

রোগীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে দাবি আদায়ের জন্য শনিবার সকাল থেকে ধর্নায় বসেছেন কর্মীরা ।

ইসলামপুর করোনা হাসপাতালে ঠিকাকর্মীদের কর্মবিরতি
ইসলামপুর করোনা হাসপাতালে ঠিকাকর্মীদের কর্মবিরতি
author img

By

Published : Apr 24, 2021, 5:19 PM IST

রায়গঞ্জ, 24 এপ্রিল : তিন দফা দাবিতে ইসলামপুর করোনা হাসপাতালের কর্মীরা কর্ম বিরতিতে সামিল হলেন । বেতন বৃদ্ধি, পরিচয়পত্র ও সপ্তাহিক ছুটির দাবিতে ঠিকা শ্রমিকরা আন্দোলন শুরু করলেন । কর্মীদের আন্দোনলে সমস্যায় পড়েছেন রোগীরা । হাসপাতাল সুপার টেলিফোনে জানিয়েছেন, ঠিকাদারি সংস্থার মাধ্যমে 25 জনকে নেওয়া হয়েছিল । তাঁদের দাবিদাওয়ার বিষয়টি নজরে আসার পরই ঠিকাদারি সংস্থাকে জানানো হয়েছে । খুব শীঘ্রই সমস্যা মিটে গিয়ে কর্মীরা কাজে ফিরবেন।

জেলায় জেলায় করোনা হাসপাতাল চালু হবার পর ঠিকাদারি সংস্থার মাধ্যমে কর্মী নিয়োগ করা হয় । প্রানের ঝুঁকি নিয়ে দীর্ঘ একবছর যাবৎ করোনা হাসপাতালে কাজ করলেও আজ পর্যন্ত তাদের কোন পরিচয়পত্র দেওয়া হয়নি । বেতন নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে ।

একটানা হাসপাতালে কাজ করলেও ছুটিকে নিয়মের মধ্যে রাখা হয়নি । রোগীর চাপ বাড়ছে । ইতিমধ্যে 20 জন রোগী ভর্তি হয়েছেন । রোগীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে কর্মিদের দাবি আদায়ের দাবিতে শনিবার সকাল থেকে ধর্নায় বসেছেন কর্মীরা । কর্মীদের আন্দোলনে চরম বিপাকে পড়েছেন রোগীরা।

রায়গঞ্জ, 24 এপ্রিল : তিন দফা দাবিতে ইসলামপুর করোনা হাসপাতালের কর্মীরা কর্ম বিরতিতে সামিল হলেন । বেতন বৃদ্ধি, পরিচয়পত্র ও সপ্তাহিক ছুটির দাবিতে ঠিকা শ্রমিকরা আন্দোলন শুরু করলেন । কর্মীদের আন্দোনলে সমস্যায় পড়েছেন রোগীরা । হাসপাতাল সুপার টেলিফোনে জানিয়েছেন, ঠিকাদারি সংস্থার মাধ্যমে 25 জনকে নেওয়া হয়েছিল । তাঁদের দাবিদাওয়ার বিষয়টি নজরে আসার পরই ঠিকাদারি সংস্থাকে জানানো হয়েছে । খুব শীঘ্রই সমস্যা মিটে গিয়ে কর্মীরা কাজে ফিরবেন।

জেলায় জেলায় করোনা হাসপাতাল চালু হবার পর ঠিকাদারি সংস্থার মাধ্যমে কর্মী নিয়োগ করা হয় । প্রানের ঝুঁকি নিয়ে দীর্ঘ একবছর যাবৎ করোনা হাসপাতালে কাজ করলেও আজ পর্যন্ত তাদের কোন পরিচয়পত্র দেওয়া হয়নি । বেতন নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে ।

একটানা হাসপাতালে কাজ করলেও ছুটিকে নিয়মের মধ্যে রাখা হয়নি । রোগীর চাপ বাড়ছে । ইতিমধ্যে 20 জন রোগী ভর্তি হয়েছেন । রোগীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে কর্মিদের দাবি আদায়ের দাবিতে শনিবার সকাল থেকে ধর্নায় বসেছেন কর্মীরা । কর্মীদের আন্দোলনে চরম বিপাকে পড়েছেন রোগীরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.