ETV Bharat / state

ফেরাল হাসপাতাল, বাড়িতে প্রসবের পর মৃত্যু মহিলার - hemtabad block

প্রসবের সময় না হওয়ায় হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এক প্রসূতিকে । পরদিন বাড়িতেই কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরই মৃত্যু হয় ওই প্রসূতির । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে হেমতাবাদ ব্লকে । পুলিশ এই ঘটনাকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ।

চিকিৎসক ফিরিয়ে দেয়, প্রসবের সময় হয়নি বলে;বাড়ি ফিরে প্রসবের সময় মৃত্যু
চিকিৎসক ফিরিয়ে দেয়, প্রসবের সময় হয়নি বলে;বাড়ি ফিরে প্রসবের সময় মৃত্যু
author img

By

Published : Jun 17, 2021, 11:04 PM IST

রায়গঞ্জ, 17 জুন : প্রসবের সময় না হওয়ায় হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এক প্রসূতিকে। পরদিন বাড়িতেই কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরই মৃত্যু হয় ওই প্রসূতির । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে । ঘটনাস্থলে হেমতাবাদ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ওই প্রসূতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।

ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ । পরিবারসূত্রে জানা গিয়েছে, হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রামপঞ্চায়েতের শীতলপুর গ্রামের বাসিন্দা প্রসূতি পারুল রায়কে সন্তান প্রসবের জন্য মঙ্গলবার রাতে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু প্রসবের মেয়াদ পূর্ণ না হওয়ায় পারুলকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ।

এদিন শীতলপুরে সকালে বাড়িতেই একটি কন্যা সন্তানের জন্ম দেন পারুল । এরপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা ওই প্রসূতিকে নিয়ে হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপরই হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে রোগীর পরিবারের লোকজন উত্তেজিত হয়ে পড়ে ।

চিকিৎসক ফিরিয়ে দেয়, প্রসবের সময় হয়নি বলে;বাড়ি ফিরে প্রসবের সময় মৃত্যু

আরও পড়ুন...কাজ নেই, দুই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে দিশেহারা গোয়ালপোখরের মনোজ

খবর পেয়ে হাসপাতালে আসেন হেমতাবাদ থানার পুলিশ । পুলিশ ঘটনাকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ ।

রায়গঞ্জ, 17 জুন : প্রসবের সময় না হওয়ায় হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এক প্রসূতিকে। পরদিন বাড়িতেই কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরই মৃত্যু হয় ওই প্রসূতির । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে । ঘটনাস্থলে হেমতাবাদ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ওই প্রসূতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।

ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ । পরিবারসূত্রে জানা গিয়েছে, হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রামপঞ্চায়েতের শীতলপুর গ্রামের বাসিন্দা প্রসূতি পারুল রায়কে সন্তান প্রসবের জন্য মঙ্গলবার রাতে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু প্রসবের মেয়াদ পূর্ণ না হওয়ায় পারুলকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ।

এদিন শীতলপুরে সকালে বাড়িতেই একটি কন্যা সন্তানের জন্ম দেন পারুল । এরপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা ওই প্রসূতিকে নিয়ে হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপরই হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে রোগীর পরিবারের লোকজন উত্তেজিত হয়ে পড়ে ।

চিকিৎসক ফিরিয়ে দেয়, প্রসবের সময় হয়নি বলে;বাড়ি ফিরে প্রসবের সময় মৃত্যু

আরও পড়ুন...কাজ নেই, দুই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে দিশেহারা গোয়ালপোখরের মনোজ

খবর পেয়ে হাসপাতালে আসেন হেমতাবাদ থানার পুলিশ । পুলিশ ঘটনাকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.