রায়গঞ্জ, 1 নভেম্বর : উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের হাটপাড়া গ্রাম বিখ্যাত তার টেরাকোটার প্রদীপের জন্য ৷ এখানকার শিল্পীদের হাতের তৈরি সেইসব প্রদীপ এখন রাজ্য ও দেশের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিচ্ছে ব্রিটেন, আমেরিকাতেও ৷ ফলে লাভের মুখ দেখছেন হাটপাড়া গ্রামের টেরাকোটা শিল্পীরা ৷ সামনেই দীপাবলি ৷ আলোর উৎসবের আগে হাটপাড়া গ্রামে এখন ব্যস্ততা তুঙ্গে ৷ পরিবারের সকলেই সকাল থেকে রাত পর্যন্ত তৈরি করে চলেছেন নানা ধরনের কারুকাজ করা মাটির প্রদীপ ৷
আরও পড়ুন : Kali Puja 2021: মায়ের মন্দির নেই, মাটির থানেই পুজো হয় 'মা মাটিয়া কালির'
শিল্পীরা জানালেন, রাজ্য সরকারের জেলা শিল্পকেন্দ্রের আর্থিক সহায়তা আর সহযোগিতাতেই তাঁদের জীবনে সুদিন এসেছে ৷ রাজ্য সরকার আয়োজিত বিভিন্ন হস্তশিল্প মেলা এবং প্রদর্শনীতে প্রদীপ বিক্রি করার সুযোগ পাচ্ছেন তাঁরা ৷ মূলত, সরকারি সহযোগিতাতেই বাংলার প্রত্যন্ত গ্রামের এই প্রদীপের কদর বেড়েছে বিদেশের বাজারে ৷ চাহিদা মাফিক প্রদীপ সরবরাহ করতে তাই হিমশিম খাচ্ছেন শিল্পীরা ৷
কয়েক বছর আগেও টুনি বাল্বের দাপটে ফিকে হয়ে পড়েছিল দীপাবলির মাটির প্রদীপ ৷ এরপরই রাজ্য সরকারের তরফে টেরাকোটা শিল্পীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় ৷ সাধারণ মাটির প্রদীপের বদলে রকমারি ডিজাইনের প্রদীপ তৈরি করতে শেখানো হয় তাঁদের ৷ আজ সাধারণ প্রদীপের পাশাপাশি ম্যাজিক প্রদীপ, গাছা প্রদীপ, ঝাড়বাতি প্রদীপ-সহ দীপাবলির জন্য সাতরকমের প্রদীপ তৈরি করছেন হাটপাড়ার শিল্পীরা ৷ তাঁদের কাজ মন কেড়েছে ক্রেতাদেরও ৷ ফলে বরাত মিলছে ভালই ৷ বিক্রিবাটা হচ্ছে জমাটি ৷
গতবছর করোনা আবহে ফিকে হয়ে গিয়েছিল পুজোর রোশনাই ৷ ফলে সেভাবে কাজ পাননি হাটপাড়ার শিল্পীরা ৷ কিন্তু, এবছর পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে ৷ ফলে উদ্যোক্তারাও পুজোর আয়োজনে মন দিয়েছেন ৷ চাহিদা বেড়েছে মাটির প্রদীপের ৷ এমনকী, অনেক জায়গায় শুধুমাত্র মাটির প্রদীপ দিয়েই মণ্ডপ সাজানো হচ্ছে ৷ কাজের চাপে তাই নাওয়া-খাওয়া ভুলতে হয়েছে শিল্পীদের ৷
আরও পড়ুন : Medinipur Kali Puja : জমি বিবাদে জায়গা বদল মানিকপুরের মোটা কালীর পুজোয়
স্থানীয় শিল্পী দুলালচন্দ্র রায় জানালেন, এবছর দীপাবলির মাটির প্রদীপের চাহিদা প্রচুর ৷ শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলা বা রাজ্য নয়, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি থেকেও প্রদীপের বরাত পাঠানো হয়েছে ৷ ইতিমধ্যেই রকমারি প্রদীপ রফতানির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ পাশাপাশি, আমেরিকা, ব্রিটেনেও পাড়ি দিচ্ছে সুদৃশ্য টেরাকোটার প্রদীপ ৷ রাজ্য সরকারের সহযোগিতাতেই এমনটা সম্ভব হয়েছে বলে মনে করছেন দুলালরা ৷