রায়গঞ্জ, 6 জুলাই : অস্বাভাবিক হারে বেড়েছে আলুর দাম । চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ ।
এদিকে দাম বাড়লেও লাভ বাড়েনি বিক্রেতাদের । বিক্রি কমে যাওয়ায় বিপাকে পড়েছে তারা । লকডাউনের সময় সরকারি নজরদারির কারণে বাজারে আলুর দাম ছিল প্রতি কেজি 13 টাকা ।
লকডাউন শিথিল হতেই রায়গঞ্জে জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে । দোকানপাট, হাট-বাজার যথারীতি খুলছে । দোকানে-দোকানে ক্রেতাদের ভিড়ও স্বাভাবিক । আর জনজীবন স্বাভাবিক হতেই আলুর দাম বেড়ে চলেছে ।
বর্তমানে খোলা বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 25 টাকা দরে । আচমকা আলুর দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ । বাদ পড়েনি বিক্রেতারাও ৷ এক আলু বিক্রেতা সুনীল সাহা বলেনন, আলুর দাম বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতারা চাহিদার তুলনায় অর্ধেক আলু কিনছে । ফলে বিক্রি কমে যাওয়ায় তাদের মুনাফা কমে যাচ্ছে ।