ETV Bharat / state

পুলিশ সুপার তৃণমূলের জেলা সভাপতির মতো কাজ করছেন : মুকুল

author img

By

Published : Nov 19, 2019, 6:22 PM IST

Updated : Nov 19, 2019, 7:18 PM IST

রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমারকে কটাক্ষ করে মুকুল রায় তাঁকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বলেন । তিনি বলেন, " তৃণমূলকে সুবিধে পাইয়ে দিতেই তাঁকে একই জায়গায় এতদিন রেখে দেওয়া হয়েছে ।"

মুকুল

রায়গঞ্জ, 19 নভেম্বর : উত্তর দিনাজপুরের পুলিশ সুপার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির মতো কাজ করছেন । কালিয়াগঞ্জে এসে আজ এই অভিযোগ করলেন BJP নেতা মুকুল রায় । তিনি সাংবাদিকদের বলেন, "কোনও পুলিশ সুপারকে দেখেছেন পাঁচ বছর ধরে একই জেলায় থাকতে? এখানে সেটা হয় । এখানকার পুলিশ সুপারকে নিজের সুবিধের জন্য এতদিন ধরে রেখে দিয়েছেন মমতা ।"

লোকসভা ভোটের নিরিখে কালিয়াগঞ্জ বিধানসভায় এগিয়ে BJP । 25 তারিখ উপনির্বাচনে এই আসন নিজেদের দখলে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস । শুভেন্দু অধিকারী এখানে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করেছেন । পিছিয়ে নেই বাম- কংগ্রেস জোট এবং BJP । আজ BJP প্রার্থী কমল সরকারের সমর্থনে প্রচারে আসেন মুকুল রায় ।

প্রচার শেষে তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, "জেলার পুলিশ সুপার মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করছেন । তাই বিভিন্ন অনৈতিক কাজ করে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা । কালিয়াগঞ্জ বিধানসভা উপ- নির্বাচনে শাসকদলের প্রার্থীকে সুবিধা পাইয়ে দিতেই উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রী টেলিফোনে নির্দেশ দিচ্ছেন ।"

জেলায় নিজেদের জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী মুকুল বলেন, "যে যাই করুক, সব কিছুর পরও 3 টি উপ- নির্বাচনে BJP বিপুল ভোটে জিতবে । আর আগামী বছর নভেম্বরের মধ্যে তো বিধানসভা নির্বাচনের জন্য সব জেলায় MCC চালু হয়ে যাবে । তখন এই পুলিশ সুপারকে আপনারা আর দেখতে পারবেন না । কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুরে আমরা জিতবই ।"

দেখুন ভিডিয়ো...

রায়গঞ্জ, 19 নভেম্বর : উত্তর দিনাজপুরের পুলিশ সুপার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির মতো কাজ করছেন । কালিয়াগঞ্জে এসে আজ এই অভিযোগ করলেন BJP নেতা মুকুল রায় । তিনি সাংবাদিকদের বলেন, "কোনও পুলিশ সুপারকে দেখেছেন পাঁচ বছর ধরে একই জেলায় থাকতে? এখানে সেটা হয় । এখানকার পুলিশ সুপারকে নিজের সুবিধের জন্য এতদিন ধরে রেখে দিয়েছেন মমতা ।"

লোকসভা ভোটের নিরিখে কালিয়াগঞ্জ বিধানসভায় এগিয়ে BJP । 25 তারিখ উপনির্বাচনে এই আসন নিজেদের দখলে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস । শুভেন্দু অধিকারী এখানে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করেছেন । পিছিয়ে নেই বাম- কংগ্রেস জোট এবং BJP । আজ BJP প্রার্থী কমল সরকারের সমর্থনে প্রচারে আসেন মুকুল রায় ।

প্রচার শেষে তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, "জেলার পুলিশ সুপার মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করছেন । তাই বিভিন্ন অনৈতিক কাজ করে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা । কালিয়াগঞ্জ বিধানসভা উপ- নির্বাচনে শাসকদলের প্রার্থীকে সুবিধা পাইয়ে দিতেই উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রী টেলিফোনে নির্দেশ দিচ্ছেন ।"

জেলায় নিজেদের জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী মুকুল বলেন, "যে যাই করুক, সব কিছুর পরও 3 টি উপ- নির্বাচনে BJP বিপুল ভোটে জিতবে । আর আগামী বছর নভেম্বরের মধ্যে তো বিধানসভা নির্বাচনের জন্য সব জেলায় MCC চালু হয়ে যাবে । তখন এই পুলিশ সুপারকে আপনারা আর দেখতে পারবেন না । কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুরে আমরা জিতবই ।"

দেখুন ভিডিয়ো...
Intro:রায়গঞ্জ, ১৯ নভেম্বরঃ- জেলার পুলিশ সুপার মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করছেন তাই বিভিন্ন অনৈতিক কাজ করে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের প্রাক্কালে প্রচারে এসে ঠিক এই ভাবেই পুলিশ সুপারকে বিঁধলেন বিজেপি নেতা মুকুল রায়। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে শাসকদলের প্রার্থীকে সুবিধা পাইয়ে দিতেই উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপারের সাথে মুখ্যমন্ত্রী টেলিফোনে নির্দেশ দিচ্ছেন। তার বক্তব্য, বর্তমানে প্রশাসন চলছে রাজ্য সরকার তথা শাসকদলের কথায়। দক্ষিন দিনাজপুরের পুলিশ সুপারকে নিজেদের সুবিধার জন্য প্রায় ৫ বছর মুখ্যমন্ত্রী রেখে দিয়েছেন। তাকে 'জেলা সভাপতি' হিসেবেই কার্যত ওই জেলার দায়িত্বে রাখা হয়েছে।এই নির্বাচনকে প্রভাবিত করতেই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার পাশেই গঙ্গারামপুরে এদিন সভা করছেন।তবে এত কিছুর পরেও ৩ টি উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জিতবে।তিনি বলেন আপনার কি কোন জেলায় দেখেছেন এক পুলিশ সুপারের বহুদিন ধরে একই জায়গায় কাজ করে? কিন্তু এই জেলায় তাই হচ্ছে নভেম্বর মাস পার হয়ে গেলে আর এই পুলিশ সুপারকে আপনারা দেখতে পারবেন না। তিনি এদিন রাজ্যের তিনটি আসনের যে উপনির্বাচন হতে চলেছে সে বিষয়ে বলেন কালিয়াগঞ্জ করিমপুর খড়গপুরে আমরা জিতবোই। তিনটে জায়গাতেই বিজেপির পদ্মফুল ফুটবে আমাদের এই জয় তাই নিশ্চিত। মুখ্যমন্ত্রী ইচ্ছে করেই আজ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সভা করছেন তিনি জানেন উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর পাশাপাশি লাগোয়া জেলা তাই প্রশাসনের উপর চাপ বৃদ্ধি করতেই এই কৌশল নিয়েছেন তিনি।Body:AjhConclusion:Aoh
Last Updated : Nov 19, 2019, 7:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.