রায়গঞ্জ, 25 এপ্রিল : করোনা সংক্রামন নতুন করে ভয়াবহ আকার নিলেও সাধারন মানুষ কিছুতেই করোনা বিধি মানতে চাইছে না । বলে বুঝিয়ে নয় এবার সাক্ষাৎ যমরাজ হাজির হয়ে মানুষকে সচেতনতার কাজে নামল পুলিশ কর্মী বাপন দাস । বাপন দাসের এধরনের উদ্যোগকে স্যালুট জানালেন আমজনতা ।
সারা দেশের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও করোনা সংক্রামনের থাবা ভয়াবহ আকার নিয়েছে । করোনা সংক্রমন ভয়াবহ আকার সাধারন মানুষ নূনতম স্বাস্থ্যবিধি মানছেন না । প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবি সংস্থার পক্ষ থেকে মানুষকে সচেতন করতে একাধিক কর্মসূচী পালন করলেও আমজনতা সেবিষয়কে গুরুত্বই দিচ্ছেন না । ইসলামপুরের বাসিন্দা বাপন দাস ।
তিনি রাজ্য পুলিশে কর্মরত কলকাতায় থাকেন । পুলিশের চাকরি করলেও দুঃস্থ অসহায় মানুষের পাশে প্রতিনিয়ত তিনি থাকেন । সুযোগ পেলেই ইসলামপুরে এসে তিনি বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত হন । গতবছর লকডাউনের সময় নিজের বেতনের টাকা দিয়ে দুঃস্থ অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলেন । আবার করোনা সংক্রামনের দেশ জুড়ে ভয়াবহ আকার নিয়েছে । ইসলামপুরের বাড়ি ফিরে দেখেন এলাকার মানুষ স্বাস্থ্য বিধি সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল নয় । আর সেই কারণেই মানুষকে সচেতন করতে বাপনবাবু এই তীব্র গরমের মধ্যেও যমরাজ সেজে মানুষের কাছে হাজির হচ্ছেন । তার হাতে থাকছে মাস্ক, স্যানিটাইজ়ার এবং সাবান । যে সমস্ত মানুষ মাস্ক ছাড়া ঘর থেকে বের হয়েছেন তার সামনে দাঁড়িয়ে পড়ছেন । প্রথমে তাকে করোনা স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ করেন ।একই সঙ্গে তাদের হাতে করোনা প্রতিরোধের সামগ্রী তুলে দেন ।
আরও পড়ুন :18-44 বছর বয়সিদের টিকাকরণের আগে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
বাপনবাবু বলছেন, সাধারন মানুষকে করোনা সম্পর্কে সচেতন করতেই তাঁর এই উদ্যোগ ।