রায়গঞ্জ , 22 জুলাই : রায়গঞ্জে BJP-র কার্যালয়ের সামনে থাকা ধরনামঞ্চ তুলে দিল পুলিশ । পুলিশের দাবি , লকডাউন অমান্য করেই এই ধরনামঞ্চ তৈরি করা হয়েছিল । সেই কারণেই উঠিয়ে দেওয়া হয়েছে । যদিও BJP-র পালটা দাবি, রাজ্যস্তরের নেতারা এই ধরনামঞ্চে আসবেন জানতে পেরেই ভয়ে তা ভেঙে দেওয়া হয়েছে ।
হেমতাবাদের বিধায়ক ও চোপড়ার কিশোরীর মৃত্যুর ঘটনায় গতকাল থেকে রায়গঞ্জে ধরনামঞ্চ করেছিল BJP । দফায় দফায় সেখানে জেলা নেতৃত্ব বক্তব্য পেশ করেন । তবে আজ সকালে রায়গঞ্জ থানার পুলিশ এসে এই ধরনামঞ্চ উঠিয়ে দিতে বলে । সেইমতো পরে সেটি তুলে দেওয়া হয় । যদিও এই ধরনামঞ্চের জন্য মৌখিক অনুমতি নেওয়া ছিল বলে দাবি করেছেন জেলা নেতৃত্ব।
এই বিষয়ে BJP-র সাধারণ সম্পাদক বাসুদেব সরকার বলেন, "ধরনামঞ্চ জোর করে উঠিয়ে দিয়েছে পুলিশ । তারা পুরোপুরি ভয় পেয়ে যাওয়ায় এই পদক্ষেপ করেছে । আমরা এর বিরুদ্ধে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাব ।"