ETV Bharat / state

আংশিক লকডাউন সফল করতে তৎপর হেমতাবাদ থানা - পুলিশের প্রচার

আংশিক লকডাউন সফল করতে সকাল থেকেই রাস্তায় নামল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার পুলিশ ৷ চলল মাইকিং, ধরপাকড় ৷

wb_ndin_01_lockdown_campaign_hemtabad_police_wb10021
আংশিক লকডাউন সফল করতে তৎপর হেমতাবাদ থানা
author img

By

Published : May 1, 2021, 7:44 PM IST

রায়গঞ্জ, 1 মে : আংশিক লকডাউন সফল করতে শনিবার সকাল থেকেই পুলিশের তৎপরতা দেখা গেল উত্তর দিনাজপুরের হেমতাবাদে ৷ ঘড়ির কাঁটা দশটার ঘর পেরোতেই রাস্তায় নেমে প্রচার শুরু করে স্থানীয় থানার পুলিশ ৷ চলে লাগাতার মাইকিং ৷

পুলিশ সূত্রে খবর, সকাল দশটায় বেশিরভাগ দোকানই প্রশাসনের নির্দেশ মতো বন্ধ হয়ে গেলেও কিছু ব্যবসায়ী নির্দেশিকা অগ্রাহ্য করে দোকান খোলা রাখেন ৷ শেষমেশ পুলিশের ধমক খেয়ে দোকান বন্ধ করেন তাঁরা ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার থেকে আংশিক লকডাউন পালনে যাতে কোনও গাফিলতি না হয়, তার জন্য প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ করা হবে ৷ তাছাড়া, রবিবার (2 মে, 2021) বিধানসভা ভোটের ফল ঘোষণা করা হবে ৷ তা নিয়ে যাতে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা কোনও জমায়েত বা হই-হুল্লোড় করতে না পারেন, সেদিকেও কড়া নজর রাখা হবে ৷

আরও পড়ুন : দু’দফায় দোকান, বাজার খুলতে গিয়ে সমস্য়ায় ব্য়বসায়ীরা

একইসঙ্গে, এদিনও পুলিশের তরফে মাস্ক অভিযান চালানো হয় ৷ মাস্ক ছাড়া কাউকে বাড়ির বাইরে দেখলেই তাঁকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয় থানায় ৷ আগামী দিনেও এই অভিযান চলবে বলে হেমতাবাদ থানার তরফে জানানো হয়েছে ৷

রায়গঞ্জ, 1 মে : আংশিক লকডাউন সফল করতে শনিবার সকাল থেকেই পুলিশের তৎপরতা দেখা গেল উত্তর দিনাজপুরের হেমতাবাদে ৷ ঘড়ির কাঁটা দশটার ঘর পেরোতেই রাস্তায় নেমে প্রচার শুরু করে স্থানীয় থানার পুলিশ ৷ চলে লাগাতার মাইকিং ৷

পুলিশ সূত্রে খবর, সকাল দশটায় বেশিরভাগ দোকানই প্রশাসনের নির্দেশ মতো বন্ধ হয়ে গেলেও কিছু ব্যবসায়ী নির্দেশিকা অগ্রাহ্য করে দোকান খোলা রাখেন ৷ শেষমেশ পুলিশের ধমক খেয়ে দোকান বন্ধ করেন তাঁরা ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার থেকে আংশিক লকডাউন পালনে যাতে কোনও গাফিলতি না হয়, তার জন্য প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ করা হবে ৷ তাছাড়া, রবিবার (2 মে, 2021) বিধানসভা ভোটের ফল ঘোষণা করা হবে ৷ তা নিয়ে যাতে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা কোনও জমায়েত বা হই-হুল্লোড় করতে না পারেন, সেদিকেও কড়া নজর রাখা হবে ৷

আরও পড়ুন : দু’দফায় দোকান, বাজার খুলতে গিয়ে সমস্য়ায় ব্য়বসায়ীরা

একইসঙ্গে, এদিনও পুলিশের তরফে মাস্ক অভিযান চালানো হয় ৷ মাস্ক ছাড়া কাউকে বাড়ির বাইরে দেখলেই তাঁকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয় থানায় ৷ আগামী দিনেও এই অভিযান চলবে বলে হেমতাবাদ থানার তরফে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.