রায়গঞ্জ, 13 অক্টোবর : ভগ্নপ্রায় রাজবাড়িতে আসর বসত সমাজবিরোধীদের । আতঙ্কে দিন কাটত এলাকাবাসীর । অবশেষে সেই রাজবাড়িতে বসল পুলিশ ক্যাম্প । ভগ্নদশাগ্রস্ত জঙ্গলাকীর্ণ উত্তর দিনাজপুরের বাহিন রাজবাড়ির আগাছা কেটে পুলিশ ক্যাম্প তৈরি হওয়ায় খুশি স্থানীয়রা । জেলা পুলিশের বক্তব্য, এখানে পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে ।
রায়গঞ্জ শহর থেকে 12 কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী বাহিন জমিদারবাড়ি । ষাট থেকে সত্তর দশকে জমিদার পরিবার এই বিশাল দুর্গ ছেড়ে রায়গঞ্জ রবীন্দ্রপল্লিতে আসেন । দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে চারিদিক আগাছায় ভরে যায় । স্থানীয় বাসিন্দারা দরজা জানালা ভেঙে নিয়ে চলে যায় । এরপরই সমাজবিরোধীদের আস্থানা হয়ে ওঠে এই জমিদারবাড়ি । বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে নাগর নদী । নদী পার হলেই বিহার । বিহার থেকে সমাজবিরোধীরা বাংলায় এসে অসামাজিক কাজকর্ম করে বিনা বাধায় বিহারে ফিরে যেত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । রায়গঞ্জ থানা থেকে 12 কিলোমিটার দূরত্বে হওয়ায় রায়গঞ্জ পুলিশ খুব বেশি সেখানে নজর দিতে পারে না । বাহিন জমিদারবাড়ির সদস্যরা এই বিশাল সম্পত্তি ছেড়ে আসার পর তাঁরা রক্ষণাবেক্ষণে নজর দিতে না পারায় তার ভার দেওয়া হয় ভারত সেবাশ্রম সংঘের হাতে । স্থানীয়দের বক্তব্য, ভারত সেবাশ্রম সংঘও সেইভাবে রক্ষণাবেক্ষণে নজর না দেওয়ায় জমিদারের বংশধরদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল । অবশেষে ঝোপঝাড় জঙ্গল কেটে সেখানে তৈরি হল পুলিশ ক্যাম্প । বাহিনে পুলিশ ক্যাম্প তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দারা খুশি ।
বাসিন্দাদের অভিযোগ, এই ভগ্নপ্রায় জমদারবাড়িতে শহরের বিভিন্ন এলাকার যুবকরা এসে অসামাজিক কাজে যুক্ত হয়ে পড়ত । ভয়ে তাদের কিছু বলা সম্ভব হত না। পুলিশকে খবর দিলে পুলিশ ঠিকমতো আসত না । ফলে তাদের চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হত । আজ সেই পরিস্থিতি বদলে দিয়ে পুলিশ ক্যাম্প তৈরি হয়েছে । এলাকায় কোনও সমস্যা হলে পুলিশ দ্রুত সেখানে পৌছে যাবে ।