ETV Bharat / state

টাকা খেয়ে অশান্তি ছড়াচ্ছে পুলিশ, IC-কে ধমক বিধায়কের - তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী

দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরেই গতকাল এই ঘটনা ঘটে । এর দায় পুলিশের উপর চাপান আবদুল করিম । সংঘর্ষের কিছুক্ষণ পরেই করিম ঘটনাস্থানে যান ।  ইসলামপুরের IC সৌমিক চক্রবর্তীকে প্রকাশ্যে ধমকান তিনি । করিমের অভিযোগ, IC-র নেতৃত্বে পুলিশ তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেনের কাছ থেকে টাকা নিয়ে দুষ্কৃতীদের মদত দিচ্ছে । আজ সন্ধ্যায় মৃতদেহ নিয়ে ধরনায় বসেন করিম

Police are responsible for the incident in Islampur
ইসলামপুরের অশান্তির দায় পুলিশের
author img

By

Published : Dec 26, 2019, 10:13 PM IST

রায়গঞ্জ, ২৬ ডিসেম্বর: ইসলামপুরে তৃণমূল কংগ্রেস কর্মী এক মহিলার গুলিতে মৃত্যুর জন্য পুলিশকেই দায়ি করলেন শাসক দলের স্থানীয় বিধায়ক । পুলিশের মদতেই সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ বিধায়ক আবদুল করিমের । উল্লেখ্য, চা বাগানের দখলকে কেন্দ্র করে গতকাল তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ হারান এক মহিলা । তাঁর নাম রসিদা খাতুন (34) । এছাড়া ওই ঘটনায় আরও দু'জন গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । ইসলামপুরে নয়াবস্তি এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে । স্থানীয় রাজনৈতিক মহল বলছে, নয়াবস্তি এলাকার চা বাগান কার দখলে থাকবে তা নিয়ে তৃণমূলের উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল ও বিধায়ক আবদুল করিমের অনুগামীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে ।

এই দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরেই গতকাল এই ঘটনা ঘটে । এর দায় পুলিশের উপর চাপান করিম । সংঘর্ষের কিছুক্ষণ পরেই করিম ঘটনাস্থানে যান । ইসলামপুরের IC সৌমিক চক্রবর্তীকে প্রকাশ্যে ধমকান তিনি । করিমের অভিযোগ, IC-র নেতৃত্বে পুলিশ তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেনের কাছ থেকে টাকা নিয়ে দুষ্কৃতীদের মদত দিচ্ছে । তাঁর আরও অভিযোগ, ইসলামপুরের IC ও পুলিশের বিরুদ্ধে এর আগেও মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হয়েছে । এরপর আজ সন্ধ্যায় মৃতদেহ নিয়ে ধরনায় বসেন করিম ।

পুলিশকে ধমকাচ্ছেন আবদুল করিম ।

ইতিমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে পুলিশ গ্রেপ্তার করেছে । বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ ।

রায়গঞ্জ, ২৬ ডিসেম্বর: ইসলামপুরে তৃণমূল কংগ্রেস কর্মী এক মহিলার গুলিতে মৃত্যুর জন্য পুলিশকেই দায়ি করলেন শাসক দলের স্থানীয় বিধায়ক । পুলিশের মদতেই সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ বিধায়ক আবদুল করিমের । উল্লেখ্য, চা বাগানের দখলকে কেন্দ্র করে গতকাল তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ হারান এক মহিলা । তাঁর নাম রসিদা খাতুন (34) । এছাড়া ওই ঘটনায় আরও দু'জন গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । ইসলামপুরে নয়াবস্তি এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে । স্থানীয় রাজনৈতিক মহল বলছে, নয়াবস্তি এলাকার চা বাগান কার দখলে থাকবে তা নিয়ে তৃণমূলের উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল ও বিধায়ক আবদুল করিমের অনুগামীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে ।

এই দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরেই গতকাল এই ঘটনা ঘটে । এর দায় পুলিশের উপর চাপান করিম । সংঘর্ষের কিছুক্ষণ পরেই করিম ঘটনাস্থানে যান । ইসলামপুরের IC সৌমিক চক্রবর্তীকে প্রকাশ্যে ধমকান তিনি । করিমের অভিযোগ, IC-র নেতৃত্বে পুলিশ তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেনের কাছ থেকে টাকা নিয়ে দুষ্কৃতীদের মদত দিচ্ছে । তাঁর আরও অভিযোগ, ইসলামপুরের IC ও পুলিশের বিরুদ্ধে এর আগেও মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হয়েছে । এরপর আজ সন্ধ্যায় মৃতদেহ নিয়ে ধরনায় বসেন করিম ।

পুলিশকে ধমকাচ্ছেন আবদুল করিম ।

ইতিমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে পুলিশ গ্রেপ্তার করেছে । বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ ।

Intro:রায়গঞ্জ, ২৬ ডিসেম্বরব,প্রসুন মৈত্র ঃ এদিন ইসলামপুরের নয়াবস্তি এলাকায় চা বাগানের দখলকে কেন্দ্র করে হামলা ও গুলি চালানোর ঘটনার পরে এলাকার বিধায়ক ( তৃনমুল) আব্দুল করিম চৌধুরী ঘটনাস্থলে পৌছে ইসলামপুরের আই সি সৌমিক চক্রবর্তীকে প্রকাশ্যে ভৎসনা করেন। বিধায়কের দাবি আই সি'র নেতৃত্বে পুলিশ ব্লক সভাপতি জাকির হূসেনের থেকে টাকা নিয়ে তাদের সন্ত্রাসে মদত দিচ্ছে।ইসলামপুরের আই সি ও পুলিশের বিরুদ্ধে এর আগেও মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে এমনটাই অভিযোগ করেন তৃনমুল বিধায়ক। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার সাথে আরও যারা জড়িত রয়েছে তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।Body:abcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.