রায়গঞ্জ, ২৬ ডিসেম্বর: ইসলামপুরে তৃণমূল কংগ্রেস কর্মী এক মহিলার গুলিতে মৃত্যুর জন্য পুলিশকেই দায়ি করলেন শাসক দলের স্থানীয় বিধায়ক । পুলিশের মদতেই সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ বিধায়ক আবদুল করিমের । উল্লেখ্য, চা বাগানের দখলকে কেন্দ্র করে গতকাল তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ হারান এক মহিলা । তাঁর নাম রসিদা খাতুন (34) । এছাড়া ওই ঘটনায় আরও দু'জন গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । ইসলামপুরে নয়াবস্তি এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে । স্থানীয় রাজনৈতিক মহল বলছে, নয়াবস্তি এলাকার চা বাগান কার দখলে থাকবে তা নিয়ে তৃণমূলের উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল ও বিধায়ক আবদুল করিমের অনুগামীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে ।
এই দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরেই গতকাল এই ঘটনা ঘটে । এর দায় পুলিশের উপর চাপান করিম । সংঘর্ষের কিছুক্ষণ পরেই করিম ঘটনাস্থানে যান । ইসলামপুরের IC সৌমিক চক্রবর্তীকে প্রকাশ্যে ধমকান তিনি । করিমের অভিযোগ, IC-র নেতৃত্বে পুলিশ তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেনের কাছ থেকে টাকা নিয়ে দুষ্কৃতীদের মদত দিচ্ছে । তাঁর আরও অভিযোগ, ইসলামপুরের IC ও পুলিশের বিরুদ্ধে এর আগেও মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হয়েছে । এরপর আজ সন্ধ্যায় মৃতদেহ নিয়ে ধরনায় বসেন করিম ।
ইতিমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে পুলিশ গ্রেপ্তার করেছে । বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ ।