ETV Bharat / state

জরুরি দরকারের অজুহাতে রাস্তায়, বাজেয়াপ্ত একাধিক বাইক - লকডাউন সংক্রান্ত খবর

লকডাউন অমান্য করে রাস্তায় মানুষজন । প্রশ্ন করলে দিচ্ছে জরুরি প্রয়োজনের অজুহাত । রায়গঞ্জে এমনই পরিস্থিতির সাক্ষী রায়গঞ্জ থানার IC সুরজ থাপা ।

Raiganj
রায়গঞ্জ
author img

By

Published : Apr 13, 2020, 3:22 PM IST

Updated : Apr 13, 2020, 6:51 PM IST

রায়গঞ্জ, 13 এপ্রিল : লকডাউনের 20 নম্বর দিন । পরিবর্তন নেই রাস্তার ছবিটায় । লকডাউন অমান্য করেই আর পাঁচটা দিনের মতো এই দিনগুলোতেও বাইক নিয়ে ঘুরছেন মানুষজন । পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাস্তায় নামেন রায়গঞ্জ থানার IC সুরজ থাপা । রাস্তায় য়ে ক'জন ছিলেন, সকলকেই তিনি প্রশ্ন করেন কেন বেরিয়েছেন? উত্তর আসে ওষুধ কিনতে । 10 জনের মধ্যে 9 জনেরই উত্তর এক । এটা শুনে বেজায় চটে যান তিনি । বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি বাইক ।

আজ দুপুরে রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে আচমকা অভিযান চালায় পুলিশ । রায়গঞ্জ থানার IC সুরজ থাপার নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযানে নামে । প্রত্যেককে দাঁড় করিয়ে কারণ জানতে চাওয়া হয় । তাতে বেশিরভাগ মানুষই ওষুধ কিনতে যাওয়ার কথা বলে । প্রেসক্রিপশন দেখতে চাইলে কেউ দেখাতে পারে, কেউ পারে না । কেউ আবার বলে ATM-এ গেছিলাম । পরিস্থিতি দেখে রীতিমতো চটে যান IC । বারবার একই অজুহাত শুনতে পেয়ে শেষ পর্যন্ত কিছুটা হতাশ হয়েই দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে । আগামীদিন বিষয়টি শক্ত হাতে সামলানো হবে বলে জানান তিনি । সঠিক কারণ দেখাতে না পারায় বাজেয়াপ্ত করা হয় একাধিক বাইক । বাইক আরোহীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি ।

এ বিষয়ে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "পুলিশ বারবার চেষ্টা করছে যে কোনও উপায়ে লকডাউন যেন পুরোপুরিভাবে সফল হয় । মানুষ অনেকেই অকারণে রাস্তায় বের হচ্ছেন । এটা মেনে নেওয়া যায় না ।"

রায়গঞ্জ, 13 এপ্রিল : লকডাউনের 20 নম্বর দিন । পরিবর্তন নেই রাস্তার ছবিটায় । লকডাউন অমান্য করেই আর পাঁচটা দিনের মতো এই দিনগুলোতেও বাইক নিয়ে ঘুরছেন মানুষজন । পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাস্তায় নামেন রায়গঞ্জ থানার IC সুরজ থাপা । রাস্তায় য়ে ক'জন ছিলেন, সকলকেই তিনি প্রশ্ন করেন কেন বেরিয়েছেন? উত্তর আসে ওষুধ কিনতে । 10 জনের মধ্যে 9 জনেরই উত্তর এক । এটা শুনে বেজায় চটে যান তিনি । বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি বাইক ।

আজ দুপুরে রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে আচমকা অভিযান চালায় পুলিশ । রায়গঞ্জ থানার IC সুরজ থাপার নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযানে নামে । প্রত্যেককে দাঁড় করিয়ে কারণ জানতে চাওয়া হয় । তাতে বেশিরভাগ মানুষই ওষুধ কিনতে যাওয়ার কথা বলে । প্রেসক্রিপশন দেখতে চাইলে কেউ দেখাতে পারে, কেউ পারে না । কেউ আবার বলে ATM-এ গেছিলাম । পরিস্থিতি দেখে রীতিমতো চটে যান IC । বারবার একই অজুহাত শুনতে পেয়ে শেষ পর্যন্ত কিছুটা হতাশ হয়েই দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে । আগামীদিন বিষয়টি শক্ত হাতে সামলানো হবে বলে জানান তিনি । সঠিক কারণ দেখাতে না পারায় বাজেয়াপ্ত করা হয় একাধিক বাইক । বাইক আরোহীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি ।

এ বিষয়ে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "পুলিশ বারবার চেষ্টা করছে যে কোনও উপায়ে লকডাউন যেন পুরোপুরিভাবে সফল হয় । মানুষ অনেকেই অকারণে রাস্তায় বের হচ্ছেন । এটা মেনে নেওয়া যায় না ।"

Last Updated : Apr 13, 2020, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.