রায়গঞ্জ, 22 এপ্রিল : নাকা চেকিং চলাকালীন সিভিক ভলান্টিয়র ও গ্রামীণ পুলিশের উপর হামলা চালাল বিহারের কয়েকজন বাসিন্দা ৷ ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানা এলাকার বাংলা-বিহার সীমান্ত সুরুন গ্রাম পঞ্চায়েতের বিশাহার গ্রামে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় রায়গঞ্জ থানার পুলিশ ৷ তবে, ঘটনার পর পালিয়ে যায় বিহারের ওই বাসিন্দারা ৷ রায়গঞ্জ থানার IC সুরজ থাপার নেতৃত্বে ফের বিশাহার গ্রামের ট্রানজ়িট পয়েন্টে নাকা চেকিং শুরু করে পুলিশ ৷
এ রাজ্যে নাগরিকত্বের বৈধ কাগজ ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয় পুলিশের তরফে ৷ কোরোনা রুখতে দেশজুড়ে চলছে লকডাউন ৷ এক রাজ্য থেকে অন্য রাজ্যে আসা-যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে ৷ একই কারণে, বিশাহার গ্রামে নাকা চেক্ং করছিল গ্রামীণ পুলিশ ও সিভিক ভলান্টিয়র ৷ সে সময় বিহারের জনা পঞ্চাশেক বাসিন্দা জোর করে রায়গঞ্জে প্রবেশ করতে চাইলে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদের বাধা দেন ৷ অভিযোগ, তারপরই তারা পুলিশের উপর হামলা চালায় ৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী দুষ্কৃতীদের মদত দেয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে যায় রায়গঞ্জ থানার পুলিশ ৷ তবে, হামলাকারীদের কাউকে ধরা যায়নি ৷ তারপর আবার এলাকায় কড়া নজরদারির পাশাপাশি নাকা চেকিং শুরু করে পুলিশ ৷ বৈধ কাগজ ছাড়া এ রাজ্যে প্রবেশ নিষিদ্ধ করে দেয় পুলিশ ৷