রায়গঞ্জ, 4 ফেব্রুয়ারি : তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে 127 টি ভূমিহীন মানুষের হাতে তুলে দেওয়া হয় জমির পাট্টা । রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে ভূমিহীনদের মধ্যে পাট্টা বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিতা টুডু, সহ সভাপতি মানস ঘোষ, রায়গঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজু লামা-সহ অন্যান্য আধিকারিকগণ ।
ভূমিহীন মানুষেরা জমির পাট্টা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে । বিধানসভা ভোটের আগে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ভূমিহীন মানুষদের মধ্যে জমির পাট্টা বিলি করা হল । এর আগেও রাজ্যের বহু ভূমিহীন মানুষের মধ্যে পাট্টা বিলি করা হয়েছে । এরপর আজ রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামপঞ্চায়েত এলাকার 127জন ভূমিহীন মানুষের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হল ।
আরও পড়ুন : লক্ষ্য বিধানসভা ভোট, 15 ডিসেম্বরের মধ্যে 25 হাজার উদ্বাস্তু পরিবারকে পাট্টা
রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানস ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে 127টি ভূমিহীন পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হল । এখন তাঁদের নিজস্ব জমি হওয়ায় খুশি হয়েছেন ভূমিহীন পরিবারগুলি ।