রায়গঞ্জ, 8 মে : রাজ্য সরকারের আংশিক লকডাউনের নির্দেশকে অমান্য করে নির্দিষ্ট সময় পরও খোলা রয়েছে হাট-বাজার, দোকানপাট । পুলিশ প্রশাসন তৎপর হলেও আংশিক লকডাউন মানছেন না এক শ্রেণির ব্যবসায়ীদের । রায়গঞ্জের মানুষের শুভবুদ্ধি উদয়ের আবেদন রেখে সচেতনতার প্রচারে নেমেছে রায়গঞ্জ পৌরসভা । এরপর মানুষ সরকারি নির্দেশিকা না মানলে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি ।
সারা রাজ্যের সঙ্গে অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলাতেও । এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 12 হাজার পার করে গিয়েছে । রাজ্য প্রশাসন করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে । সকাল 7টা থেকে বেলা 10টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাজার হাট, দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে ৷ কিন্তু উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জের জনাকীর্ণ শহরে তা মানছেন না কেউই । নির্দিষ্ট সময়ের পরেও খোলা রাখা হচ্ছে হাটবাজার দোকানপাট । ভিড় দেখা যাচ্ছে রায়গঞ্জ শহরের আনাচে কানাচে । এমনকি অনেকেই মাস্কের ব্যবহার করছেন না । ফলে সংক্রমণের আশঙ্কা আরও তীব্র হচ্ছে রায়গঞ্জ শহরে ।
আরও পড়ুন : করোনা মোকাবিলায় বাংলাকে সবরকম সাহায্য, মমতাকে চিঠি হর্ষ বর্ধনের
পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপতার সঙ্গে আংশিক লকডাউন সফল করার প্রয়াস নিলেও কিছু অসচেতন মানুষের কারনে তা বাধাপ্রাপ্ত হচ্ছে । ব্যবসায়ীরা চাইছেন খাপছাড়া লকডাউন না করে এক বেলা দুপুর 12টা পর্যন্ত বাজার হাট, দোকানপাট খোলা রেখে তারপর সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার । সাধারণ মানুষ চাইছে, সম্পূর্ণ লকডাউন হোক ৷ রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, "পৌরসভা কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন থেকে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে আংশিক লকডাউন সফল করার জন্য ৷ কিন্তু এক শ্রেণির ব্যবসায়ী দোকানদার মানছেন না । এরপর বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসন বাধ্য হবে ।"