ETV Bharat / state

Parcel Blast in Hemtabad : পার্সেল বিস্ফোরণ কাণ্ডের পর হেমতাবাদে অনলাইন কেনাকাটায় ভাটা

টোটোচালক এসে একটি পার্সেল দিয়ে যান হেমতাবাদের ওষুধ ব্যবসায়ী বাবলু চৌধুরীকে ৷ সেই পার্সেল খুলতেই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা ৷ তারপর থেকেই আতঙ্কে বাহারাইলের সাধারণ মানুষ (Parcel Blast in Hemtabad) ৷

Parcel Blast in Hemtabad
পার্সেল খুলতেই বিস্ফোরণ, আতঙ্কে হেমতাবাদে বন্ধ অনলাইনে কেনাকাটা
author img

By

Published : Jan 22, 2022, 7:25 PM IST

রায়গঞ্জ, 22 জানুয়ারি : হেমতাবাদের বাহারাইল গ্রামে ওষুধের ব্যবসা করেন বাবলু চৌধুরী । শুক্রবার বিকেল নাগাদ এক মহিলা যাত্রী নিয়ে এক টোটোচালক তাঁর দোকানে এসে জানান, তাঁর একটি পার্সেল আছে । পার্সেলের ওপরে তাঁর নাম এবং ফোন নম্বর লেখা ছিল ৷ ফলে পার্সেলটি নিয়ে নেন তিনি ৷ পরে তিনি পার্সেলটি খুলতেই বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণে গুরুতর আহত হন ওই দোকানে থাকা তপন রায় এবং মহম্মদ সফুরও (Parcel Blast in Hemtabad) ।

এই ঘটনার পরেই পার্সেল নেওয়া নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে । জেলার বাসিন্দারা বলেন, ছেলেমেয়েদের পড়াশোনার বইপত্র থেকে শুরু করে জিনিসপত্র কেনাকাটা, সবই অনলাইনে করা হয় । করোনাকালে সেই প্রবণতা আরও বেড়েছে ৷ ফলে বাড়িতে পার্সেলে মালপত্র আসা এখন নিত্যনৈমিত্তিক বিষয় । কিন্তু, কালকের ঘটনার পর থেকেই এই নিয়ে আতঙ্কে রয়েছেন বাহারাইলের সাধারণ মানুষ ৷

আরও পড়ুন : একযোগে হেমতাবাদ পার্সেল বিস্ফোরণের তদন্তে নামল পুলিশ-বিএসএফ

গতকালের ওই বিস্ফোরণে আহত হয়েছেন 4 জন । আহতদের দ্রুত রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হেমতাবাদ থানার পুলিশ (4 people injured by Blast in Hemtabad) । ইতিমধ্যেই একযোগে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ-বিএসএফ ৷

রায়গঞ্জ, 22 জানুয়ারি : হেমতাবাদের বাহারাইল গ্রামে ওষুধের ব্যবসা করেন বাবলু চৌধুরী । শুক্রবার বিকেল নাগাদ এক মহিলা যাত্রী নিয়ে এক টোটোচালক তাঁর দোকানে এসে জানান, তাঁর একটি পার্সেল আছে । পার্সেলের ওপরে তাঁর নাম এবং ফোন নম্বর লেখা ছিল ৷ ফলে পার্সেলটি নিয়ে নেন তিনি ৷ পরে তিনি পার্সেলটি খুলতেই বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণে গুরুতর আহত হন ওই দোকানে থাকা তপন রায় এবং মহম্মদ সফুরও (Parcel Blast in Hemtabad) ।

এই ঘটনার পরেই পার্সেল নেওয়া নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে । জেলার বাসিন্দারা বলেন, ছেলেমেয়েদের পড়াশোনার বইপত্র থেকে শুরু করে জিনিসপত্র কেনাকাটা, সবই অনলাইনে করা হয় । করোনাকালে সেই প্রবণতা আরও বেড়েছে ৷ ফলে বাড়িতে পার্সেলে মালপত্র আসা এখন নিত্যনৈমিত্তিক বিষয় । কিন্তু, কালকের ঘটনার পর থেকেই এই নিয়ে আতঙ্কে রয়েছেন বাহারাইলের সাধারণ মানুষ ৷

আরও পড়ুন : একযোগে হেমতাবাদ পার্সেল বিস্ফোরণের তদন্তে নামল পুলিশ-বিএসএফ

গতকালের ওই বিস্ফোরণে আহত হয়েছেন 4 জন । আহতদের দ্রুত রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হেমতাবাদ থানার পুলিশ (4 people injured by Blast in Hemtabad) । ইতিমধ্যেই একযোগে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ-বিএসএফ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.