রায়গঞ্জ, 6 ফেব্রুয়ারি : রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় উদ্ধার হল 1500 কচ্ছপ । এই ঘটনায় চারজন পাচারকারিকে আটক করে রায়গঞ্জ বন বিভাগের আধিকারিকেরা । আটক করা হয় পাচারের জন্য ব্যবহৃত পিকআপ ভ্যান ও এবং প্রাইভেট গাড়ি ।
আজ ভোররাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের 34 নম্বর জাতীয় সড়কে শিলিগুড়ি মোড় এলাকায় উদ্ধার হয় এই বিপুল পরিমাণের কচ্ছপ । এই কচ্ছপ উদ্ধারে বন দপ্তরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস নামে পশুপ্রেমী সংস্থা । দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কচ্ছপগুলিকে । উত্তরপ্রদেশ থেকে ওই পিকআপ ভ্যানে আলু পটলের বস্তার নিচে অন্য বস্তায় কচ্ছপগুলি নিয়ে যাওয়া হচ্ছিল । গোপনসূত্রে খবর পেয়ে রায়গঞ্জ বন বিভাগ এবং উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস যৌথ উদ্যোগে রাত 1 টা নাগাদ শিলিগুড়ি মোড়ে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে কচ্ছপগুলি উদ্ধার করে । ভ্যানের পিছনে থাকা এক প্রাইভেট গাড়িতে চার পাচারকারী ছিল । গঙ্গারামপুরের বাসিন্দা যুগল বর্মন, তপন সরকার, উত্তরপ্রদেশের বাসিন্দা রাকেশ কুমার ও বিজয় কুমার নামে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের আজ রায়গঞ্জ আদালতে তোলার কথা ।
আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবালকদের ক্ষতিপূরণের প্রতিশ্রুতি না মেলায় বিক্ষোভ রায়গঞ্জে
এই পাচারের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে রায়গঞ্জ বন বিভাগের আধিকারিকেরা । উল্লেখ্য প্রায় 20 বছর ধরে বন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে পশু-পাখি উদ্ধার ও রক্ষার কাজ করে চলেছে জেলার পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস ।