ETV Bharat / state

"মন্ত্রিত্ব থেকে শুভেন্দুর ইস্তফার প্রভাব পড়েবে কিনা তা সময় বলবে" - শুভেন্দু অধিকারী

রায়গঞ্জের কোনও কাউন্সিলরই দাদার অনুগামী নয়। এগুলো বিরোধীদের অপপ্রচার। দাবি তৃণমূল মুখপাত্রের ।

raiganj
raiganj
author img

By

Published : Nov 28, 2020, 4:39 PM IST

রায়গঞ্জ, 28 নভেম্বর : শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব থেকে ইস্তফার প্রভাব পড়বে কি না তা সময় বলবে ৷ বললেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস৷ তিনি বলেন, "শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ কিংবা যদি তিনি তৃণমূল ত্যাগ করেন তাহলে তার প্রভাব পড়বে কি না তা সময় বলবে ৷"

রায়গঞ্জ পৌরসভার কয়েকজন তৃণমূল কাউন্সিলর শুভেন্দু অধিকারীর অনুগামী ৷ ইতিমধ্যেই তাঁদের অনেকেই দাদার অনুগামী নন ৷ এই প্রশ্নের উত্তরে সন্দীপ বিশ্বাস বলেন, "এগুলো ভুল খবর। রায়গঞ্জ পৌরসভার কোনও কাউন্সিলরই দাদার অনুগামী নয়। এগুলো বিরোধীদের অপপ্রচার।"

তিনি বলেন, শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়েছেন ঠিক তবে তিনি দল বা বিধায়ক পদ ছাড়েননি। আমার ধারণা নন্দীগ্রাম ও দলীল কাজকর্মে বেশি সময় দেওয়ার জন্য সরকারী পদ ছাড়েছেন শুভেন্দু।

রায়গঞ্জ, 28 নভেম্বর : শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব থেকে ইস্তফার প্রভাব পড়বে কি না তা সময় বলবে ৷ বললেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস৷ তিনি বলেন, "শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ কিংবা যদি তিনি তৃণমূল ত্যাগ করেন তাহলে তার প্রভাব পড়বে কি না তা সময় বলবে ৷"

রায়গঞ্জ পৌরসভার কয়েকজন তৃণমূল কাউন্সিলর শুভেন্দু অধিকারীর অনুগামী ৷ ইতিমধ্যেই তাঁদের অনেকেই দাদার অনুগামী নন ৷ এই প্রশ্নের উত্তরে সন্দীপ বিশ্বাস বলেন, "এগুলো ভুল খবর। রায়গঞ্জ পৌরসভার কোনও কাউন্সিলরই দাদার অনুগামী নয়। এগুলো বিরোধীদের অপপ্রচার।"

তিনি বলেন, শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়েছেন ঠিক তবে তিনি দল বা বিধায়ক পদ ছাড়েননি। আমার ধারণা নন্দীগ্রাম ও দলীল কাজকর্মে বেশি সময় দেওয়ার জন্য সরকারী পদ ছাড়েছেন শুভেন্দু।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.