ETV Bharat / state

Raiganj Fire : দোকান লাগোয়া বাড়িতে বিধ্বংসী আগুন, আহত এক - fire breaks out in residential house

আজ সন্ধ্যায় ইসলামপুর থানার রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা কমল দত্তের দোকান লাগোয়া বাড়িতে আগুন লাগে (fire breaks out in residential house) ৷ গবাদি পশুর খাবার থাকায় আগুন হু হু করে ছড়িয়ে পড়ে ৷

Raiganj Fire
Raiganj Fire
author img

By

Published : Jan 12, 2022, 7:39 PM IST

রায়গঞ্জ, 12 জানুয়ারি : শীতের সন্ধ্যায় গেরস্থ বাড়িতে লাগল বিধ্বংসী আগুন ৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ইসলামপুরে একটি বাড়িতে আজ সন্ধ্যায় আগুন লাগে ৷ যে ঘরটিতে আগুন লাগে সেটি গবাদি পশুর খাবারে ভর্তি ছিল ৷ আগুনে ঝলসে এক ব্যক্তির অবস্থা গুরুতর৷

আজ সন্ধ্যায় ইসলামপুর থানার রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা কমল দত্তের দোকান লাগোয়া বাড়িতে আগুন লাগে (fire breaks out in residential house inraiganj) ৷ গবাদি পশুর খাবার থাকায় আগুন হু হু করে ছড়িয়ে পড়ে ৷ শীতের সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডে এলাকায় হইচই পড়ে যায় ৷ ঘটনাস্থলে আসে দমকলের দু'টি ইঞ্জিন ৷ তবে দমকল আসার আগেই দোকান ও বাড়ি পুড়ে ছাই হয়ে যায় ৷ গুরুতর আহত হন বাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি ৷ একটি মোটরবাইকও পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : Alipurduar Flyover Fire : ফ্লাইওভারের নিচে পুড়ছে মানুষ, ভয়ানক দৃশ্যের সাক্ষী আলিপুরদুয়ার

অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ দফতরের তরফে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় ৷ ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশও । দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় । শর্ট সার্কিটের জেরে এই আগুন বলে মনে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ ।

রায়গঞ্জ, 12 জানুয়ারি : শীতের সন্ধ্যায় গেরস্থ বাড়িতে লাগল বিধ্বংসী আগুন ৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ইসলামপুরে একটি বাড়িতে আজ সন্ধ্যায় আগুন লাগে ৷ যে ঘরটিতে আগুন লাগে সেটি গবাদি পশুর খাবারে ভর্তি ছিল ৷ আগুনে ঝলসে এক ব্যক্তির অবস্থা গুরুতর৷

আজ সন্ধ্যায় ইসলামপুর থানার রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা কমল দত্তের দোকান লাগোয়া বাড়িতে আগুন লাগে (fire breaks out in residential house inraiganj) ৷ গবাদি পশুর খাবার থাকায় আগুন হু হু করে ছড়িয়ে পড়ে ৷ শীতের সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডে এলাকায় হইচই পড়ে যায় ৷ ঘটনাস্থলে আসে দমকলের দু'টি ইঞ্জিন ৷ তবে দমকল আসার আগেই দোকান ও বাড়ি পুড়ে ছাই হয়ে যায় ৷ গুরুতর আহত হন বাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি ৷ একটি মোটরবাইকও পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : Alipurduar Flyover Fire : ফ্লাইওভারের নিচে পুড়ছে মানুষ, ভয়ানক দৃশ্যের সাক্ষী আলিপুরদুয়ার

অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ দফতরের তরফে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় ৷ ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশও । দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় । শর্ট সার্কিটের জেরে এই আগুন বলে মনে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.