রায়গঞ্জ, 3 অগাস্ট : একটা শরীর, দুটো মাথা । উত্তর দিনাজপুরে এই রকম চেহারার এক শিশু জন্ম নিল । কালিয়াগঞ্জের একটি হাসপাতালে জন্মানো ওই শিশুকে দেখতে ভিড় জমায় এলাকার লোকজন । তারা বাচ্চাটিকে অদ্ভুত বললেও চিকিৎসকরা জানিয়েছেন অপুষ্টি বা জন্মগত ত্রুটির জন্য এরকম শরীর নিয়ে জন্ম নেয় ওই শিশু ।
কুশমুন্ডি থানার উদয়পুরের চৌসার বাসিন্দা সান্ত্বনা বর্মণ । গতরাতে প্রসব যন্ত্রণা নিয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি হন । আজ বেলা 11.30টা নাগাদ জন্ম দেন কন্যা সন্তানের । জন্মানোর পরই তার চেহারায় অস্বাভাবিকতা দেখেন চিকিৎসকরা । তিনি বিষয়টি জানান সান্ত্বনা বর্মণকে । শিশুটির শরীর একটি হলেও মাথা দু'টো । সঙ্গে চারটে চোখ, দু'টো নাক, দু'টো ঠোঁট । বিষয়টি জানাজানি হতেই এলাকার লোকজন সদ্যোজাতকে দেখতে হাসপাতালে চলে আসে । তবে, ততক্ষণে মারা গেছে সে ।
এবিষয়ে হাসপাতালের চিকিৎসক তন্ময় রায় বলেন, "শিশুটি জন্মগত ত্রুটির কারণেই এমন অদ্ভুত দেখতে হয়েছিল । তবে এই ধরণের শিশুরা খুব কম জন্মায় । ভালোভাবে চিকিৎসা করা হলে এরা বহুদিন পর্যন্ত বাঁচতেও পারে । তবে এক্ষেত্রে শিশুটি বাঁচেনি ।"