ETV Bharat / state

একটা শরীর, দু'টো মাথা ; কালিয়াগঞ্জে সদ্যোজাতকে দেখতে ভিড় - কালিয়াগঞ্জে সদ্যোজাতকে দেখতে ভিড়

শরীর একটি হলেও মাথা দু'টো । সঙ্গে চারটে চোখ, দু'টো নাক, দু'টো ঠোঁট । উত্তর দিনাজপুরে এরকম চেহারার শিশু জন্ম নিল । তাকে দেখতে আজ সকালে হাসপাতালে ভিড় জমায় এলাকার লোকজন ।

কালিয়াগঞ্জের সদ্যোজাত
author img

By

Published : Aug 3, 2019, 10:04 PM IST

রায়গঞ্জ, 3 অগাস্ট : একটা শরীর, দুটো মাথা । উত্তর দিনাজপুরে এই রকম চেহারার এক শিশু জন্ম নিল । কালিয়াগঞ্জের একটি হাসপাতালে জন্মানো ওই শিশুকে দেখতে ভিড় জমায় এলাকার লোকজন । তারা বাচ্চাটিকে অদ্ভুত বললেও চিকিৎসকরা জানিয়েছেন অপুষ্টি বা জন্মগত ত্রুটির জন্য এরকম শরীর নিয়ে জন্ম নেয় ওই শিশু ।

কুশমুন্ডি থানার উদয়পুরের চৌসার বাসিন্দা সান্ত্বনা বর্মণ । গতরাতে প্রসব যন্ত্রণা নিয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি হন । আজ বেলা 11.30টা নাগাদ জন্ম দেন কন্যা সন্তানের । জন্মানোর পরই তার চেহারায় অস্বাভাবিকতা দেখেন চিকিৎসকরা । তিনি বিষয়টি জানান সান্ত্বনা বর্মণকে । শিশুটির শরীর একটি হলেও মাথা দু'টো । সঙ্গে চারটে চোখ, দু'টো নাক, দু'টো ঠোঁট । বিষয়টি জানাজানি হতেই এলাকার লোকজন সদ্যোজাতকে দেখতে হাসপাতালে চলে আসে । তবে, ততক্ষণে মারা গেছে সে ।

এবিষয়ে হাসপাতালের চিকিৎসক তন্ময় রায় বলেন, "শিশুটি জন্মগত ত্রুটির কারণেই এমন অদ্ভুত দেখতে হয়েছিল । তবে এই ধরণের শিশুরা খুব কম জন্মায় । ভালোভাবে চিকিৎসা করা হলে এরা বহুদিন পর্যন্ত বাঁচতেও পারে । তবে এক্ষেত্রে শিশুটি বাঁচেনি ।"

রায়গঞ্জ, 3 অগাস্ট : একটা শরীর, দুটো মাথা । উত্তর দিনাজপুরে এই রকম চেহারার এক শিশু জন্ম নিল । কালিয়াগঞ্জের একটি হাসপাতালে জন্মানো ওই শিশুকে দেখতে ভিড় জমায় এলাকার লোকজন । তারা বাচ্চাটিকে অদ্ভুত বললেও চিকিৎসকরা জানিয়েছেন অপুষ্টি বা জন্মগত ত্রুটির জন্য এরকম শরীর নিয়ে জন্ম নেয় ওই শিশু ।

কুশমুন্ডি থানার উদয়পুরের চৌসার বাসিন্দা সান্ত্বনা বর্মণ । গতরাতে প্রসব যন্ত্রণা নিয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি হন । আজ বেলা 11.30টা নাগাদ জন্ম দেন কন্যা সন্তানের । জন্মানোর পরই তার চেহারায় অস্বাভাবিকতা দেখেন চিকিৎসকরা । তিনি বিষয়টি জানান সান্ত্বনা বর্মণকে । শিশুটির শরীর একটি হলেও মাথা দু'টো । সঙ্গে চারটে চোখ, দু'টো নাক, দু'টো ঠোঁট । বিষয়টি জানাজানি হতেই এলাকার লোকজন সদ্যোজাতকে দেখতে হাসপাতালে চলে আসে । তবে, ততক্ষণে মারা গেছে সে ।

এবিষয়ে হাসপাতালের চিকিৎসক তন্ময় রায় বলেন, "শিশুটি জন্মগত ত্রুটির কারণেই এমন অদ্ভুত দেখতে হয়েছিল । তবে এই ধরণের শিশুরা খুব কম জন্মায় । ভালোভাবে চিকিৎসা করা হলে এরা বহুদিন পর্যন্ত বাঁচতেও পারে । তবে এক্ষেত্রে শিশুটি বাঁচেনি ।"

Intro:রায়গঞ্জ, ০৩ আগস্টঃ- উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ হাসপাতালে এক অদ্ভুত দর্শন শিশুকন্যার জন্ম হল। শিশুটির দেহ একটি হলে তার দুটি মাথা,দুটি চোখ,দুটি নাক ও দুটি মুখ রয়েছে।শিশুটির অদ্ভুত চেহারার কথা জানতে পেরে দূরদূরান্ত থেকে মানুষ হাসপাতালে ভিড় জমায়।যদিও শিশুটির এই চেহারা শুধুমাত্র জন্মগত ত্রুটির কারণেই হয়েছে বলেই মনে করছে চিকিৎসক মহল।এর পাশাপাশি, অপুষ্টি ও অন্যান্য সংক্রমের কারণেও এমন অবস্থা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।এমন অদ্ভুত দর্শন শিশুর জন্ম নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।বহু মানুষ তাকে দেখার জন্য ভিড়ও জমাতে শুরু করে।যদিও, জন্মের কয়েকঘন্টার মধ্যেই মৃত্যু হয়েছে শিশুকন্যাটির।

কালিয়াগঞ্জ হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে প্রসব যন্ত্রনা নিয়ে কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপালে ভর্তি হন দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি থানার উদয়পূরের চৌসার বাদিন্দা সুভাষ চন্দ্র বর্মনের স্ত্রী সান্তনা বর্মন। শনিবার বেলা ১১.৩০ নাগাদ হাসপাতালের চিকিৎসক ডঃ তন্ময় রায়ের তত্ত্বাবধানে কন্যা সন্তানের জন্ম দেন সান্তনা দেবী। শিশু কন্যার জন্মের পরে দেখা যায় শিশুটি দেহ একটা হলেও এক সাথে যুক্ত দুটি মাথা, চোখ চারটা,মূখ ও নাক দুটি করে। বিষটি জানাজানি হতেই আলোড়ন ছড়ায় হাসপাতালে।

হাসপাতালের চিকিৎসক তন্ময় রায় বলেন,এই শিশুটি জন্মগত ত্রুটির কারণেই এমন অদ্ভুত দর্শন হয়েছিল।তবে এই ধরণের শিশুরা খুব কম জন্মায়।ভালো চিকিৎসা করা হলে এরা বহুদিন পর্যন্ত বাঁচতেও পারে।তবে এক্ষেত্রে শিশুটি বাঁচেনি।।

বাইট-- তন্ময় রায়,চিকিৎসক।।

তারক চক্রবর্তী,, রায়গঞ্জ।।

Body:ahfConclusion:znv
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.