রায়গঞ্জ, 11 ফেব্রুয়ারি : উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় চলছে জাল বই বিক্রি। অভিযোগ আগেও উঠেছিল । এরপরই আজ সন্ধ্যা প্রায় 6টা নাগাদ পুলিশের জালে ধরা পড়ল বই জাল চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তি । নাম চঞ্চল রায় । অভিযোগ, কলকাতার এক নামী প্রকাশনা সংস্থার বই জাল করে বিক্রি করত সে । পুলিশ জানিয়েছে, অন্যান্য দোকানেও সরবরাহ করা হত জাল বই ।
রায়গঞ্জ শহরেই চলত দেদার বই বিক্রি । পুলিশ সূত্রে জানা গেছে , আজ বিকেলে রায়গঞ্জ থানার পুলিশ শহরের বিধাননগর মোড়ের একটি বইয়ের দোকানে অভিযান চালিয়ে 81টি জাল বই উদ্ধার করেছে । জাল বই বিক্রি করার দায়ে ওই দোকানের মালিককে গ্রেপ্তার করা হয়েছে । তার বিরুদ্ধে জাল বই বিক্রির পাশাপাশি অন্যান্য বইয়ের দোকানেও সেই বই সরবরাহ করার অভিযোগ রয়েছে । ।
রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, "জাল বই বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ পুলিশ জেলার আধিকারিকরা । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে । বেশ কয়েকদিন আগে থেকেই নকল বই বিক্রির একটি চক্র জেলার বিভিন্ন প্রান্তে সক্রিয় হয়েছে বলে খবর আসছিল । সেই সূত্র ধরে তদন্ত শুরু করতেই সাফল্য পায় রায়গঞ্জ জেলা পুলিশ । 81 টি নামী প্রকাশনা সংস্থার জাল বই সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ।"