ETV Bharat / state

একই দিনে দু'টি ছিনতাইয়ের ঘটনা রায়গঞ্জে - latest news of raiganj

রায়গঞ্জে একই দিনে দু'টি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । দুষ্কৃতীদের খোঁজ চলছে ।

aa
রায়গঞ্জ
author img

By

Published : Aug 1, 2020, 8:50 PM IST

রায়গঞ্জ, 1 অগাস্ট: একই দিনে রায়গঞ্জে দু'টি ছিনতাইয়ের ঘটনা । সকালের দিকে রায়গঞ্জের সুদর্শনপুর এবং মার্চেন্ট ক্লাব এলাকায় দুই মহিলার গলায় থাকা সোনার হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

আবদুলঘাটার বাসিন্দা বর্ণালী সরকার সুদর্শনপুরে তাঁর বাবার বাড়িতে যাচ্ছিলেন । সেই সময় আচমকাই মোটর বাইকে করে আসা দুই দুষ্কৃতী তাঁর গলায় থাকা সোনার হার ছিনতাই করে চম্পট দেয় । অন্যদিকে দুপুরের দিকে মার্চেন্ট ক্লাব ময়দান সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রেখা সরকার নামে এক মহিলা । আচমকাই বাইকে থাকা দুই দুষ্কৃতী তাঁর গলায় থাকা সোনার হার ছিনতাই করে পালিয়ে যায় ।

মহিলাদের নিরাপত্তার জন্য রায়গঞ্জ শহর এলাকায় মহিলা পুলিশ কর্মীরা টহলদারি দেওয়া শুরু করেছেন । তা সত্ত্বেও একই দিনে দু'টি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । ঘটনাস্থানগুলির CCTV ফুটেজ দেখে ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ । দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

রায়গঞ্জ, 1 অগাস্ট: একই দিনে রায়গঞ্জে দু'টি ছিনতাইয়ের ঘটনা । সকালের দিকে রায়গঞ্জের সুদর্শনপুর এবং মার্চেন্ট ক্লাব এলাকায় দুই মহিলার গলায় থাকা সোনার হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

আবদুলঘাটার বাসিন্দা বর্ণালী সরকার সুদর্শনপুরে তাঁর বাবার বাড়িতে যাচ্ছিলেন । সেই সময় আচমকাই মোটর বাইকে করে আসা দুই দুষ্কৃতী তাঁর গলায় থাকা সোনার হার ছিনতাই করে চম্পট দেয় । অন্যদিকে দুপুরের দিকে মার্চেন্ট ক্লাব ময়দান সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রেখা সরকার নামে এক মহিলা । আচমকাই বাইকে থাকা দুই দুষ্কৃতী তাঁর গলায় থাকা সোনার হার ছিনতাই করে পালিয়ে যায় ।

মহিলাদের নিরাপত্তার জন্য রায়গঞ্জ শহর এলাকায় মহিলা পুলিশ কর্মীরা টহলদারি দেওয়া শুরু করেছেন । তা সত্ত্বেও একই দিনে দু'টি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । ঘটনাস্থানগুলির CCTV ফুটেজ দেখে ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ । দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.