ETV Bharat / state

লক্ষ্মীপুজোয় অগ্নিমূল্য বাজার, দাম বেড়েছে প্রতিমারও - high price

পুজোর বাজার সাধারণ দিনের তুলনায় প্রত্যেক বারেই একটু বেশি চড়া থাকলেও এবছর প্রায় ধরাছোঁয়ার বাইরে । কোভিড পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির সম্মুখীন প্রায় সকলেই । পুজোর মরশুমে সবজি ও ফলের দাম শুনে রীতিমতো চক্ষু চড়কগাছ মধ্যবিত্তদের । রায়গঞ্জ শহরের প্রায় প্রত্যেকটি বাজারে ফুল থেকে শুরু করে শাকসবজি ও ফলের দাম আকাশছোঁয়া । পাশাপাশি ছোটো বড় সমস্ত প্রতিমার দাম গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে ।

high
high
author img

By

Published : Oct 30, 2020, 12:22 PM IST

রায়গঞ্জ, 30 অক্টোবর : উৎসব প্রেমী বাঙালির মহোৎসব দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই চলে আসে ধনদেবী লক্ষ্মীর পুজো । রাত পোহালেই ঘরে ঘরে পূজিত হবেন ধন-সম্পদের দেবী মা লক্ষ্মী । তাই দেবীর আরাধনা ঘিরে পুজোর জোগাড় করতে বাঙালির ব্যস্ততা এখন তুঙ্গে ।

সম্পদের দেবীর আরাধনায় বড় বাধা অগ্নিমূল্য বাজার । চড়া বাজারদরে নাভিশ্বাস মধ্যবিত্ত বাঙালির । পুজোর বাজার সাধারণ দিনের তুলনায় প্রত্যেক বারেই একটু বেশি চড়া থাকলেও এবছর প্রায় ধরাছোঁয়ার বাইরে । কোভিড পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন প্রায় সকলেই । পুজোর মরশুমে সবজি ও ফলের দাম শুনে রীতিমতো চক্ষু চড়কগাছ মধ্যবিত্তের । রায়গঞ্জ শহরের প্রায় প্রত্যেকটি বাজারে ফুল থেকে শুরু করে শাকসবজি ও ফলের দাম আকাশছোঁয়া । পাশাপাশি ছোটো বড় সমস্ত প্রতিমার দাম গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে ।

রায়গঞ্জ বাজারে কেজি প্রতি আলু 33-37 টাকা , পটল 60 টাকা, টম্যাটো 80 টাকা, শাক আঁটি প্রতি 8-10 টাকা, বেগুন 50 টাকা কেজি, ফুলকপি 120 টাকা , বাঁধাকপি 60 টাকা, কাঁচা লঙ্কা 120 টাকা দরে বিকোচ্ছে । সবজির পাশাপাশি ফলের দামও আকাশছোঁয়া । কেজি প্রতি শশা 40 টাকা , মুসম্বি 90 টাকা , আপেল 120 টাকা , কলা 20 টাকা জোড়া ।

এদিকে একদম ছোটো লক্ষ্মী প্রতিমা 40-60 টাকা দরে বিক্রি হচ্ছে, আর বড় প্রতিমার দাম 200 টাকা । দুর্গাপুজোর পর পকেটে টান পড়েছে আপামর বাঙালির । তবে তাতে কী ? ধনদেবীকে সন্তুষ্ট করতে অগ্নিমূল্য বাজারেও নিজেদের সাধ্যমতো কিনছেন সকলে ।

রায়গঞ্জ, 30 অক্টোবর : উৎসব প্রেমী বাঙালির মহোৎসব দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই চলে আসে ধনদেবী লক্ষ্মীর পুজো । রাত পোহালেই ঘরে ঘরে পূজিত হবেন ধন-সম্পদের দেবী মা লক্ষ্মী । তাই দেবীর আরাধনা ঘিরে পুজোর জোগাড় করতে বাঙালির ব্যস্ততা এখন তুঙ্গে ।

সম্পদের দেবীর আরাধনায় বড় বাধা অগ্নিমূল্য বাজার । চড়া বাজারদরে নাভিশ্বাস মধ্যবিত্ত বাঙালির । পুজোর বাজার সাধারণ দিনের তুলনায় প্রত্যেক বারেই একটু বেশি চড়া থাকলেও এবছর প্রায় ধরাছোঁয়ার বাইরে । কোভিড পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন প্রায় সকলেই । পুজোর মরশুমে সবজি ও ফলের দাম শুনে রীতিমতো চক্ষু চড়কগাছ মধ্যবিত্তের । রায়গঞ্জ শহরের প্রায় প্রত্যেকটি বাজারে ফুল থেকে শুরু করে শাকসবজি ও ফলের দাম আকাশছোঁয়া । পাশাপাশি ছোটো বড় সমস্ত প্রতিমার দাম গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে ।

রায়গঞ্জ বাজারে কেজি প্রতি আলু 33-37 টাকা , পটল 60 টাকা, টম্যাটো 80 টাকা, শাক আঁটি প্রতি 8-10 টাকা, বেগুন 50 টাকা কেজি, ফুলকপি 120 টাকা , বাঁধাকপি 60 টাকা, কাঁচা লঙ্কা 120 টাকা দরে বিকোচ্ছে । সবজির পাশাপাশি ফলের দামও আকাশছোঁয়া । কেজি প্রতি শশা 40 টাকা , মুসম্বি 90 টাকা , আপেল 120 টাকা , কলা 20 টাকা জোড়া ।

এদিকে একদম ছোটো লক্ষ্মী প্রতিমা 40-60 টাকা দরে বিক্রি হচ্ছে, আর বড় প্রতিমার দাম 200 টাকা । দুর্গাপুজোর পর পকেটে টান পড়েছে আপামর বাঙালির । তবে তাতে কী ? ধনদেবীকে সন্তুষ্ট করতে অগ্নিমূল্য বাজারেও নিজেদের সাধ্যমতো কিনছেন সকলে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.