রায়গঞ্জ, 7 জুন: তিস্তার জলে তলিয়ে গেলেন এক বৃদ্ধ । ঘটনাটি ঘটেছে চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের টুনিখারি এলাকায় । মৃত বৃদ্ধের নাম আজিজুল হক (65) ৷ বাড়ি ওই এলাকাতেই ৷ এই ঘটনায় খবর জানাজানি হতেই আশপাশ থেকে ছুটে আসে বহু মানুষ ।
স্থানীয় সূত্রে জানা যায়, চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের টুনিখারি এলাকার বাসিন্দা আজিজুল হক প্রতিদিনের মতো গোরু নিয়ে তিস্তা ক্যানেলের ধারে গিয়েছিলেন । পরে গোরু নিয়ে ফেরার সময় হঠাৎ মাথা ঘুরে ক্যানেলের জলের মধ্যে পড়ে যান তিনি । স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করার আগেই তিনি জলে তলিয়ে যান ৷ তাঁর খোঁজ না মেলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
আরও পড়ুন: 21 জুন থেকে সাবালক সবাইকে ফ্রি-তে করোনা টিকা দেবে কেন্দ্র: মোদি
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চোপড়া থানার পুলিশ । পরিস্থিতি দেখে পুলিশ রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলকে খবর দিলে তাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে । এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ব্যক্তির কোনও খোঁজ পাওয়া যায়নি । রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল আজিজুল হকের খোঁজে তিস্তা ক্যানেলে তল্লাশি চালাচ্ছে ।