রায়গঞ্জ, 31 মার্চ : " NOTA নয়, NOTA-র বদলে যাকে ইচ্ছে আপনি ভোট দিন"। সাংবাদিক বৈঠক করে একথা জানালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সম্পাদক অসীমকুমার দে।
আজ উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "রাষ্ট্রবাদী মনোভাব নিয়ে যে প্রার্থী ও দলকে আপনার ভালো লাগে তাঁকে বেছে নিয়ে তাঁকেই ভোট দিন।" তিনি আরও বলেন, "ABVP হল একটি রাজনৈতিক ছাত্র সংগঠন এবং রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন। সামনেই লোকসভা ভোট। তাই ভোটারদের সচেতন করে তোলাই এই বৈঠকের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য প্রতিটা বুথে 100 % ভোট পোলিং করা। দেওয়াল লিখন ও পথনাটিকার মাধ্যমে ভোটারদের জাগিয়ে তোলা।"
NOTA-র বিরোধিতা করে হয়েছে দেওয়াল লিখনও। NOTA-কে রাষ্ট্রবিরোধী বোতাম বলে তিনি বলেন, "একজন মৃত ব্যক্তিকে যেমন সমাজে কোনও কাজে লাগে না, তেমনই NOTA কখনও রাষ্ট্রহিতে কোনও কাজে লাগে না। NOTA মানে না ভোট। না ভোট সমাজের কোনও কাজে লাগে না। তাই আপনার ভোটটা যে কোনও প্রার্থীকে দিন, কিন্তু NOTA-তে দেবেন না। কারণ নোটাতে ভোট দিলে সমাজে আপনার কোনও দাম থাকবে না। তাই আপনারা নোটাতে নয়, যাতে ইচ্ছে ভোট দিন।"
NOTA কী ?
নোটা অর্থাৎ, নান অফ দা অ্যাভব। কোনও প্রার্থী পছন্দ না হলে ভোটাররা NOTA বোতাম প্রেস করতে পারেন। ২০১৪ লোকসভা নির্বাচনে এই অপশন প্রথম কার্যকরী হয়।