রায়গঞ্জ, 28 মার্চ : ভিড় এড়াতে এবার বাজার বন্ধের সিদ্ধান্ত নিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন । আগামীকাল থেকে জেলার সব বাজারই বন্ধ থাকবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে । বদলে বাড়িতে পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী । বারবার বলার সত্ত্বেও সামাজিক দূরত্ব না মানার কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন শীর্ষ আধিকারিকরা ।
আজ সকালে রায়গঞ্জের মোহনবাটি, এফ আই আই মোড়, লাইন বাজার এলাকায় পরিদর্শনে বের হয় প্রশাসন ও পৌরসভার আধিকারিকরা । উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রদীপকুমার বিশ্বাস, রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসসহ একাধিক প্রশাসনিক আধিকারিক । তাঁরা এদিন শহরের ব্যস্ততম বাজারগুলি পরিদর্শন করে রীতিমতো হতবাক হয়ে যান । বারবার সতর্ক বার্তার পরও বিষয়টিকে তোয়াক্কা না করেই বাজারে ভিড় । কেনা বেচা চলছে বহাল তবিয়তে । সামাজিক দূরত্বের জন্য মার্ক করা সত্ত্বেও বেশিরভাগ মানুষই সেসব না মেনে একে অপরের গায়ে গায়ে লেগে বাজার করছে ।
এই দৃশ্য দেখার পরই তড়িঘড়ি কয়েকটি বাজার বন্ধের সিদ্ধান্ত নেয় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন । পাশাপাশি তারা জানায়, প্রশাসনিক আধিকারিকরা জেলাজুড়ে হোম ডেলিভারির ব্যবস্থা করেছে । তাই আগামীকাল থেকে প্রয়োজনীয় শাক-সবজি বাড়িতে পৌঁছে দেওয়া হবে ।
এই বিষয়ে প্রদীপবাবু বলেন, "আমরা বর্তমান পরিস্থিতিতে বারবার মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ জানাচ্ছি । কিন্তু তাতেও অনেকেই তা মানছে না । সেই কারণেই আমরা বাধ্য হচ্ছি পুরোপুরিভাবে বাজার বন্ধ করতে । তবে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা চলবে । পরবর্তীতে শহরের বিভিন্ন খালি মাঠে বাজার বসানোর বন্দোবস্ত করার পরিকল্পনাও রয়েছে । যারা হোম ডেলিভারি করতে যাবে তাদের জন্যও নির্দিষ্ট ব্যবস্থা করা হচ্ছে ।"