ETV Bharat / state

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হেমতাবাদে বিক্ষোভ কংগ্রেসের - পেট্রল ডিজেল

পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির (Fuel Price Hike) প্রতিবাদে হেমতাবাদে পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক কংগ্রেস (Congress Agitation) ।

north dinajpur congress agitation against fuel price hike
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হেমতাবাদে পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ কংগ্রেসের
author img

By

Published : Jun 16, 2021, 9:12 PM IST

রায়গঞ্জ, 16 জুন : পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির (Fuel Price Hike) প্রতিবাদে বুধবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ দেখাল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক কংগ্রেস । হেমতাবাদ শহরের ঠাকুরবাড়ি এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রোডের পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ দেখান হেমতাবাদের কংগ্রেস কর্মীরা (Congress Agitation)।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি মিহির ভৌমিক, জেলা যুব কংগ্রেস সভাপতি তুষারকান্তি গুহ, প্রবীণ কংগ্রেস নেতা তিলকতীর্থ ভৌমিক-সহ অসংখ্য কংগ্রেস নেতা কর্মী । হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি মিহির ভৌমিক বলেন, "প্রতিদিনই অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি ঘটে চলেছে ডিজেল ও পেট্রলের । একশো টাকা ছুঁই ছুঁই পেট্রল কিনতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের । অপরদিকে ডিজেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় বাড়ছে জ্বালানির খরচ । জ্বালানি খরচ বৃদ্ধি ঘটায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে । পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় চরম কষ্টের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। এ জন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রের বিজেপি সরকার । পেট্রোপণ্যের দাম কমাতে সম্পূর্ণরূপে ব্যর্থ মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার । অস্বাভাবিক হারে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির বিষয়ে বোধোদয় হোক রাজ্য ও কেন্দ্রীয় সরকারের । এরই বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের জাতীয় কংগ্রেস দল ।"

আরও পড়ুন: 45 মিনিটে 12 প্রশ্নবাণ, জন্মদিনে পুলিশি চ্যালেঞ্জের মুখে মহাগুরু

কংগ্রেসের এআইসিসির নির্দেশ অনুযায়ী সারা দেশের প্রতিটি জেলায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি । সেই কর্মসূচি অনুযায়ী হেমতাবাদ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে হেমতাবাদ ঠাকুরবাড়ি এলাকায় পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় ।

রায়গঞ্জ, 16 জুন : পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির (Fuel Price Hike) প্রতিবাদে বুধবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ দেখাল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক কংগ্রেস । হেমতাবাদ শহরের ঠাকুরবাড়ি এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রোডের পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ দেখান হেমতাবাদের কংগ্রেস কর্মীরা (Congress Agitation)।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি মিহির ভৌমিক, জেলা যুব কংগ্রেস সভাপতি তুষারকান্তি গুহ, প্রবীণ কংগ্রেস নেতা তিলকতীর্থ ভৌমিক-সহ অসংখ্য কংগ্রেস নেতা কর্মী । হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি মিহির ভৌমিক বলেন, "প্রতিদিনই অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি ঘটে চলেছে ডিজেল ও পেট্রলের । একশো টাকা ছুঁই ছুঁই পেট্রল কিনতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের । অপরদিকে ডিজেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় বাড়ছে জ্বালানির খরচ । জ্বালানি খরচ বৃদ্ধি ঘটায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে । পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় চরম কষ্টের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। এ জন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রের বিজেপি সরকার । পেট্রোপণ্যের দাম কমাতে সম্পূর্ণরূপে ব্যর্থ মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার । অস্বাভাবিক হারে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির বিষয়ে বোধোদয় হোক রাজ্য ও কেন্দ্রীয় সরকারের । এরই বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের জাতীয় কংগ্রেস দল ।"

আরও পড়ুন: 45 মিনিটে 12 প্রশ্নবাণ, জন্মদিনে পুলিশি চ্যালেঞ্জের মুখে মহাগুরু

কংগ্রেসের এআইসিসির নির্দেশ অনুযায়ী সারা দেশের প্রতিটি জেলায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি । সেই কর্মসূচি অনুযায়ী হেমতাবাদ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে হেমতাবাদ ঠাকুরবাড়ি এলাকায় পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.