ETV Bharat / state

North Bengal Bus Association: রুট বদলের জেরে পরিষেবা বন্ধের হুঁশিয়ারি উত্তরবঙ্গ বাস অ্যাসোসিয়েশনের - উত্তরবঙ্গ বাস অ্যাসোসিয়েশন

ডালখোলা শহরের মধ্য দিয়ে বাস চালানোয় বাধ্য করার প্রতিবাদে উত্তরবঙ্গের চার জেলার বাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছে রায়গঞ্জ বাস-মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।

ETV Bharat
বাস চলাচল বন্ধের হুঁশিয়ারি উত্তরবঙ্গের সংগঠনের
author img

By

Published : Jun 2, 2023, 8:15 PM IST

রুট বদলের জেরে বাস চলাচল বন্ধের হুঁশিয়ারি উত্তরবঙ্গের সংগঠনের

রায়গঞ্জ, 2 জুন: জোর করে ডালখোলা শহরের মধ্য দিয়ে বাস চালানোয় বাধ্য করার প্রতিবাদে উত্তরবঙ্গের চার জেলায় বাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছে রায়গঞ্জ বাস-মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । শুক্রবার রায়গঞ্জে নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান সংগঠনের সম্পাদক প্লাবন প্রামাণিক । শনিবার থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও দার্জিলিং এই চার জেলায় বেসরকারি বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি ।


উল্লেখ্য, উত্তর দিনাজপুরের ডালখোলা বাইপাস চালু না হওয়ার আগে সরকারি, বেসরকারি বাস, দূরপাল্লার লরি ডালখোলা শহরের উপর দিয়ে চলাচল করত । এমনকি ডালখোলা শহরের মাঝখান দিয়ে রেললাইন থাকায় দিনে শতাধিক ট্রেন এই পথ দিয়ে চলাচল করে । রেলচলাচলের ফলে প্রতিনিয়ত রেলগেট বন্ধ থাকে । ফলে রেল গেট বন্ধ হলে গেটের দুই দিকে অসংখ্য বাস, লরি দাঁড়িয়ে যায় । তার জেরেই ডালখোলায় যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে । যানজটে বেসরকারি বাস আটকে পড়ায় বাস মালিকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ।

কয়েকদশক পর ডালখোলা বাইপাস চালু হওয়ায় বেসরকারি বাস মালিকদের মুখে হাসি ফুটেছিল । কিছু দিন যেতে না যেতেই ডালখোলা পৌরপ্রশাসন পুলিশকে সঙ্গে নিয়ে শিলিগুড়িগামী সমস্ত বেসরকারি বাসকে ডালখোলা শহরে ঢুকতে বাধ্য করা হয় । পৌরসভার এই সিদ্ধান্তে চরম সমস্যায় পড়েছেন বেসরকারি বাস মালিকেরা । বেসরকারি বাস জাতীয় সড়কে চলাচলের জন্য 755 টাকা টোল ট্যাক্স দিয়েও জাতীয় সড়কে চলাচলে বাধা হয়ে দাড়াচ্ছে । পৌরপ্রশাসনের এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছে বাস, মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।

আরও পড়ুন: বন্ধ দুগ্ধ প্রকল্প, কাজ হারিয়ে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা অসংখ্য পরিবারে

অপরদিকে, রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি জানিয়েছেন, ডালখোলা বাইপাস চালু হওয়ার পর সরকারি এবং বেসরকারি বাস শহরে প্রবেশ করছে না । শহরে বাস চলাচল না করায় সাধারণ মানুষকে চরম সমস্যার মধ্যে পড়তে হয় । তাই এলাকার মানুষের দাবি মেনে বেসরকারি বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর পদক্ষেপ গ্রহণ করা হবে ।

রুট বদলের জেরে বাস চলাচল বন্ধের হুঁশিয়ারি উত্তরবঙ্গের সংগঠনের

রায়গঞ্জ, 2 জুন: জোর করে ডালখোলা শহরের মধ্য দিয়ে বাস চালানোয় বাধ্য করার প্রতিবাদে উত্তরবঙ্গের চার জেলায় বাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছে রায়গঞ্জ বাস-মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । শুক্রবার রায়গঞ্জে নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান সংগঠনের সম্পাদক প্লাবন প্রামাণিক । শনিবার থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও দার্জিলিং এই চার জেলায় বেসরকারি বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি ।


উল্লেখ্য, উত্তর দিনাজপুরের ডালখোলা বাইপাস চালু না হওয়ার আগে সরকারি, বেসরকারি বাস, দূরপাল্লার লরি ডালখোলা শহরের উপর দিয়ে চলাচল করত । এমনকি ডালখোলা শহরের মাঝখান দিয়ে রেললাইন থাকায় দিনে শতাধিক ট্রেন এই পথ দিয়ে চলাচল করে । রেলচলাচলের ফলে প্রতিনিয়ত রেলগেট বন্ধ থাকে । ফলে রেল গেট বন্ধ হলে গেটের দুই দিকে অসংখ্য বাস, লরি দাঁড়িয়ে যায় । তার জেরেই ডালখোলায় যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে । যানজটে বেসরকারি বাস আটকে পড়ায় বাস মালিকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ।

কয়েকদশক পর ডালখোলা বাইপাস চালু হওয়ায় বেসরকারি বাস মালিকদের মুখে হাসি ফুটেছিল । কিছু দিন যেতে না যেতেই ডালখোলা পৌরপ্রশাসন পুলিশকে সঙ্গে নিয়ে শিলিগুড়িগামী সমস্ত বেসরকারি বাসকে ডালখোলা শহরে ঢুকতে বাধ্য করা হয় । পৌরসভার এই সিদ্ধান্তে চরম সমস্যায় পড়েছেন বেসরকারি বাস মালিকেরা । বেসরকারি বাস জাতীয় সড়কে চলাচলের জন্য 755 টাকা টোল ট্যাক্স দিয়েও জাতীয় সড়কে চলাচলে বাধা হয়ে দাড়াচ্ছে । পৌরপ্রশাসনের এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছে বাস, মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।

আরও পড়ুন: বন্ধ দুগ্ধ প্রকল্প, কাজ হারিয়ে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা অসংখ্য পরিবারে

অপরদিকে, রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি জানিয়েছেন, ডালখোলা বাইপাস চালু হওয়ার পর সরকারি এবং বেসরকারি বাস শহরে প্রবেশ করছে না । শহরে বাস চলাচল না করায় সাধারণ মানুষকে চরম সমস্যার মধ্যে পড়তে হয় । তাই এলাকার মানুষের দাবি মেনে বেসরকারি বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর পদক্ষেপ গ্রহণ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.