ETV Bharat / state

হেমতাবাদে রথের রশি টানতে শিকেয় সামাজিক দূরত্ব - রথযাত্রা 2020

উত্তর দিনাজপুরে রথযাত্রায় অংশ নিল অনেক মানুষ । করা হল থার্মাল স্ক্রিনিং । বিলি করা হল মাস্ক । কিন্তু, সামাজিক দূরত্ব মানা হল না ৷

rath
rath
author img

By

Published : Jun 23, 2020, 9:48 PM IST

রায়গঞ্জ, 23জুন : উত্তর দিনাজপুর হেমতাবাদে রথযাত্রা উৎসব পালনের আগে হল থার্মাল স্ক্রিনিং । শরণার্থীদের মধ্যে বিলি করা হল মাস্ক । কিন্তু, রথের দড়ি টানার সময় মানা হল না সামাজিক দূরত্ব । উপছে পড়ল ভিড় । ফলে মানা হল না সামাজিক দূরত্বের নিয়ম ৷

দেশের অনেক স্থানে রথযাত্রায় ভিড়কে দূরে রাখা হলেও হেমতাবাদের বাহারাইল গ্রামে সেই ছবি দেখা গেল না । গাঁ ঘেঁষাঘেঁষি করেই রথের দড়ি টানতে দেখা গেল ভক্তদের ৷

সাধারণত 14 কিলোমিটার পথে রথযাত্রা হয় । এইবার কোরোনা পরিস্থিতিতে সেই দূরত্ব কমানো হল । 500 মিটার পথে রথ ঘুরিয়ে মাসির বাড়িতে রেখে দেওয়া হয় । বাহারাইল জগন্নাথদেবের রথের দড়ি টানতে অনেক মানুষ ভিড় জমায় ।

জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের দড়ি টেনে রথযাত্রার সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃনমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল । জগন্নাথ দেবের মন্দির কমিটির অন্যতম পৃষ্ঠপোষক তিনি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধক্ষ্য পম্পা পালও ।

রায়গঞ্জ, 23জুন : উত্তর দিনাজপুর হেমতাবাদে রথযাত্রা উৎসব পালনের আগে হল থার্মাল স্ক্রিনিং । শরণার্থীদের মধ্যে বিলি করা হল মাস্ক । কিন্তু, রথের দড়ি টানার সময় মানা হল না সামাজিক দূরত্ব । উপছে পড়ল ভিড় । ফলে মানা হল না সামাজিক দূরত্বের নিয়ম ৷

দেশের অনেক স্থানে রথযাত্রায় ভিড়কে দূরে রাখা হলেও হেমতাবাদের বাহারাইল গ্রামে সেই ছবি দেখা গেল না । গাঁ ঘেঁষাঘেঁষি করেই রথের দড়ি টানতে দেখা গেল ভক্তদের ৷

সাধারণত 14 কিলোমিটার পথে রথযাত্রা হয় । এইবার কোরোনা পরিস্থিতিতে সেই দূরত্ব কমানো হল । 500 মিটার পথে রথ ঘুরিয়ে মাসির বাড়িতে রেখে দেওয়া হয় । বাহারাইল জগন্নাথদেবের রথের দড়ি টানতে অনেক মানুষ ভিড় জমায় ।

জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের দড়ি টেনে রথযাত্রার সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃনমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল । জগন্নাথ দেবের মন্দির কমিটির অন্যতম পৃষ্ঠপোষক তিনি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধক্ষ্য পম্পা পালও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.